ETV Bharat / state

6নং জাতীয় সড়কে পাকড়াও লরি ও ট্রাক চুরি চক্রের 5 পান্ডা

author img

By

Published : Jul 18, 2021, 5:57 PM IST

6নং জাতীয় সড়কের উপর থেকে ট্রাক ও লরি চুরির একটি চক্রকে হাতেনাতে ধরল পুলিশ ৷ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই 5 জনকে গ্রেফতার করা হয় ৷

Police arrest 5 person for Truck Theft from NH6 in Panskura East Medinipur
6নং জাতীয় সড়কে হাতেনাতে পাকড়াও লরি ও ট্রাক চুরি চক্রের 5 জন

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), 18 জুলাই : শনিবার রাতে পাঁশকুড়ার মেচোগ্রামে 6নং জাতীয় সড়কের উপর থেকে ট্রাক ও লরি চুরির একটি চক্রকে পাকড়াও করল পুলিশ ৷ এই চক্রটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরি ও ট্রাকের চালক এবং খালাসিকে ছুরি দেখিয়ে সেগুলি চুরি করত ৷ মাঝে মধ্যে লরি ও ট্রাকের লক ভেঙেও সেগুলি চুরি করতে এই চক্রটি ৷ ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর বহুদিন ধরে এই চক্রটি জাতীয় সড়কের উপর থেকে বড় লরি ও ট্রাক চুরি করছিল ৷ একাধিক অভিযোগ দায়ের হয়েছিল জেলার বিভিন্ন থানায় ৷ সেই মতো এই চক্রটিকে ধরতে ফাঁদ পেতেই রেখেছিল পুলিশ ৷ সেই মতো শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়ার মেচোগ্রামে 6নং জাতীয় সড়কে অভিযান চালায় ৷ পুলিশ জানিয়েছে, আজ ভোররাত প্রায় 3টে নাগাদ 3 দুষ্কৃতী জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ তখনই সেখানে উপস্থিত পুলিশের 3টি মোবাইল ভ্যান লরিটির পিছনে ধাওয়া করে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, লরিটি চুরি করার পর পুলিশের তাড়া খেয়ে বেশি দূর সেটি নিয়ে পালাতে পারেনি ওই 3 দুষ্কৃতী ৷ মেচোগ্রাম ব্রিজের উপর পুলিশ তিনদিক থেকে তাদের ঘিরে ফেলে ৷ পরিস্থিতি বেগতিক বুঝে লরি ফেলে রেখে ব্রিজ টপকে পালানোর চেষ্টা করে ওই 3 জন ৷ কিন্তু, পুলিশ আগে থেকেই সেখানে দুষ্কৃতীদের ধরার জন্য হাজির ছিল ৷ সেখান থেকে 3 জনকে পাকড়াও করে পাঁশকুড়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে ধৃতদের জেরা করে চক্রের আরও দু’জনের খোঁজ পায় পুলিশ ৷ এর পর ওই দু’জনকেও গ্রেফতার করা হয়েছে ৷

ধৃতদের থেকে ছুরি, লরি চুরি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এই চক্রে আরও অনেকে জড়িত ৷ চুরি করার পর ধৃতরা লরি ও ট্রাকগুলিকে কোথায় নিয়ে যেত, কে বা কারা সেগুলি কিনত বা কাদের নির্দেশে এই গোটা চক্র চলত, এসব তথ্য জানতে পুলিশ 5 জনকে জেরা শুরু করেছে ৷

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), 18 জুলাই : শনিবার রাতে পাঁশকুড়ার মেচোগ্রামে 6নং জাতীয় সড়কের উপর থেকে ট্রাক ও লরি চুরির একটি চক্রকে পাকড়াও করল পুলিশ ৷ এই চক্রটি জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরি ও ট্রাকের চালক এবং খালাসিকে ছুরি দেখিয়ে সেগুলি চুরি করত ৷ মাঝে মধ্যে লরি ও ট্রাকের লক ভেঙেও সেগুলি চুরি করতে এই চক্রটি ৷ ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর বহুদিন ধরে এই চক্রটি জাতীয় সড়কের উপর থেকে বড় লরি ও ট্রাক চুরি করছিল ৷ একাধিক অভিযোগ দায়ের হয়েছিল জেলার বিভিন্ন থানায় ৷ সেই মতো এই চক্রটিকে ধরতে ফাঁদ পেতেই রেখেছিল পুলিশ ৷ সেই মতো শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়ার মেচোগ্রামে 6নং জাতীয় সড়কে অভিযান চালায় ৷ পুলিশ জানিয়েছে, আজ ভোররাত প্রায় 3টে নাগাদ 3 দুষ্কৃতী জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি লরি নিয়ে পালানোর চেষ্টা করে ৷ তখনই সেখানে উপস্থিত পুলিশের 3টি মোবাইল ভ্যান লরিটির পিছনে ধাওয়া করে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, লরিটি চুরি করার পর পুলিশের তাড়া খেয়ে বেশি দূর সেটি নিয়ে পালাতে পারেনি ওই 3 দুষ্কৃতী ৷ মেচোগ্রাম ব্রিজের উপর পুলিশ তিনদিক থেকে তাদের ঘিরে ফেলে ৷ পরিস্থিতি বেগতিক বুঝে লরি ফেলে রেখে ব্রিজ টপকে পালানোর চেষ্টা করে ওই 3 জন ৷ কিন্তু, পুলিশ আগে থেকেই সেখানে দুষ্কৃতীদের ধরার জন্য হাজির ছিল ৷ সেখান থেকে 3 জনকে পাকড়াও করে পাঁশকুড়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানে ধৃতদের জেরা করে চক্রের আরও দু’জনের খোঁজ পায় পুলিশ ৷ এর পর ওই দু’জনকেও গ্রেফতার করা হয়েছে ৷

ধৃতদের থেকে ছুরি, লরি চুরি করার সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এই চক্রে আরও অনেকে জড়িত ৷ চুরি করার পর ধৃতরা লরি ও ট্রাকগুলিকে কোথায় নিয়ে যেত, কে বা কারা সেগুলি কিনত বা কাদের নির্দেশে এই গোটা চক্র চলত, এসব তথ্য জানতে পুলিশ 5 জনকে জেরা শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.