নন্দকুমার, 5 মার্চ : গভীর রাতে মন্দিরে চুরি করতে এসে ব্যবসায়ীদের হাতে পাকড়াও চোর। গতরাতে ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বের ভবতারিণী মন্দির । তবে ঠিক কত টাকা মন্দির থেকে চুরি গিয়েছে তা এখনও জানা যায়নি । ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ ।
গতকাল রাত তখন প্রায় বারোটা । অভিযোগ, তিন যুবক সেইসময়েই নন্দকুমার বাজারের ভবতারিণী মন্দিরের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে । এরপরই মন্দিরের প্রণামী বাক্স ভেঙ্গে সমস্ত টাকা-পয়সা লুটপাট শুরু করে তারা । এদিকে মন্দিরের ভেতর থেকে খুচরো পয়সার ঝনঝনানি আওয়াজ ও গেটে তালা ভাঙার আওয়াজে জেগে যান স্থানীয়রা । মন্দিরে এসে তাঁরা দেখেন, তিন যুবক মন্দিরের ভেতরে লুটপাট চালাচ্ছে । দু'জন মন্দির ছেড়ে চম্পট দিলেও স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে যায় একজন । পরে তাকে নন্দকুমার থানার পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসীরা ।
এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, "প্রতিমার বেশকিছু গয়না, বাসনপত্র ও প্রণামী বাক্স ভেঙে টাকা-পয়সা খোয়া গিয়েছে । তবে ঠিক কী কী খোয়া গিয়েছে তা এখনও জানা যায়নি । মন্দিরে থাকা CCTV ফুটেজ সংগ্রহ করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে । আমরা চাই পুলিশ তাদের কঠোর শাস্তি দিক ।"
নন্দকুমার থানার OC গোপাল পাঠক জানিয়েছেন, "ঘটনায় একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে ।"