ETV Bharat / state

ভারতের ম্যাচ চলাকালীন জয়শ্রীরাম স্লোগান, BJP কর্মীকে কাটারির কোপ ! - one injured

জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি মহিষাদল থানার বেতকুণ্ডু অঞ্চলের জগতপুর গ্রামের । ঘটনায় BJP-র পক্ষ থেকে মহিষাদল থানায় 18 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জখম BJP কর্মী
author img

By

Published : Jun 17, 2019, 1:15 PM IST

Updated : Jun 17, 2019, 2:35 PM IST

মহিষাদল, 17 জুন : জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি মহিষাদল থানার বেতকুণ্ডু অঞ্চলের জগতপুর গ্রামের । জখম BJP কর্মী বর্তমানে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় BJP-র পক্ষ থেকে মহিষাদল থানায় 18 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

গতকাল বিকেলে জগতপুর গ্রামে একটি ক্লাবে কয়েকজন BJP কর্মী ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষ্যে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন । সে সময় তাঁরা খেলা দেখতে দেখতে সবাই একসাথে জয়শ্রীরাম বলেন । BJP-র অভিযোগ, জয়শ্রীরাম শোনাতে স্থানীয় তৃণমূল নেতারা সেখানে গিয়ে বিষয়টির প্রতিবাদ করেন । শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা । তৃণমূল কর্মীরা প্রথমে ধীরাজ পালই নামের এক BJP কর্মীর উপর হামলা চালায় । বাধা দিতে এগিয়ে আসেন আরেক BJP কর্মী অসিত দাস । তখনই অসিত দাসের উপর কাটারি নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা । কাটারির কোপে অসিত দাসের বাঁ চোখ গভীরভাবে জখম হয় । আহত অবস্থায় দুই BJP কর্মীকে উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

মহিষাদল বিধানসভার তিন নম্বর মণ্ডলের সভাপতি নবকুমার দাস বলেন, "বেতকুণ্ডু এলাকার BJP কর্মীরা একসাথে জয়শ্রীরাম বলছিলেন । সেসময় এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বলতে বাধা দেয় । আমাদের কর্মীরা তাদের কাছে জানতে চান কেন জয়শ্রীরাম বলা যাবে না ? তৃণমূল কর্মীরা জানায়, আমাদের রাজ্যে থাকবে, খাওয়া-দাওয়া করবে আর জয়শ্রীরাম বলবে এটা চলবে না । এখানে জয়শ্রীরাম বললে কচুকাটা করব । প্রতিবাদ করায় এই ঘটনা ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তিলক চক্রবর্তী । বলেন, "জয়শ্রীরাম বলার কারণে এই ঘটনা ঘটেনি । নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে নিজেরা গন্ডগোলে জড়িয়ে পড়ে । BJP যে কোনও গন্ডগোলেই জয়শ্রীরাম বলে মানুষের ভাবাবেগ পাওয়ার চেষ্টা করছে । যদি কেউ অপরাধ করে থাকে সে যে দলেরই হোক না কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।"

শুনুন BJP মণ্ডল সভাপতির বক্তব্য

এবিষয়ে, মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ।

মহিষাদল, 17 জুন : জয়শ্রীরাম বলায় BJP কর্মীকে কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি মহিষাদল থানার বেতকুণ্ডু অঞ্চলের জগতপুর গ্রামের । জখম BJP কর্মী বর্তমানে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় BJP-র পক্ষ থেকে মহিষাদল থানায় 18 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

গতকাল বিকেলে জগতপুর গ্রামে একটি ক্লাবে কয়েকজন BJP কর্মী ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষ্যে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন । সে সময় তাঁরা খেলা দেখতে দেখতে সবাই একসাথে জয়শ্রীরাম বলেন । BJP-র অভিযোগ, জয়শ্রীরাম শোনাতে স্থানীয় তৃণমূল নেতারা সেখানে গিয়ে বিষয়টির প্রতিবাদ করেন । শুরু হয় দু'পক্ষের মধ্যে বচসা । তৃণমূল কর্মীরা প্রথমে ধীরাজ পালই নামের এক BJP কর্মীর উপর হামলা চালায় । বাধা দিতে এগিয়ে আসেন আরেক BJP কর্মী অসিত দাস । তখনই অসিত দাসের উপর কাটারি নিয়ে চড়াও হয় তৃণমূল কর্মীরা । কাটারির কোপে অসিত দাসের বাঁ চোখ গভীরভাবে জখম হয় । আহত অবস্থায় দুই BJP কর্মীকে উদ্ধার করে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

মহিষাদল বিধানসভার তিন নম্বর মণ্ডলের সভাপতি নবকুমার দাস বলেন, "বেতকুণ্ডু এলাকার BJP কর্মীরা একসাথে জয়শ্রীরাম বলছিলেন । সেসময় এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বলতে বাধা দেয় । আমাদের কর্মীরা তাদের কাছে জানতে চান কেন জয়শ্রীরাম বলা যাবে না ? তৃণমূল কর্মীরা জানায়, আমাদের রাজ্যে থাকবে, খাওয়া-দাওয়া করবে আর জয়শ্রীরাম বলবে এটা চলবে না । এখানে জয়শ্রীরাম বললে কচুকাটা করব । প্রতিবাদ করায় এই ঘটনা ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তিলক চক্রবর্তী । বলেন, "জয়শ্রীরাম বলার কারণে এই ঘটনা ঘটেনি । নিজেদের মধ্যে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ার কারণে নিজেরা গন্ডগোলে জড়িয়ে পড়ে । BJP যে কোনও গন্ডগোলেই জয়শ্রীরাম বলে মানুষের ভাবাবেগ পাওয়ার চেষ্টা করছে । যদি কেউ অপরাধ করে থাকে সে যে দলেরই হোক না কেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।"

শুনুন BJP মণ্ডল সভাপতির বক্তব্য

এবিষয়ে, মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ।

sample description
Last Updated : Jun 17, 2019, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.