ETV Bharat / state

ইমাম ও মোয়াজ্জেমদেরকে ইফতার শুভেন্দুর - নন্দীগ্রাম

রামজান মাসে, ইমাম ও মোয়াজ্জেমদের ইফতারের খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ।

nandigram
শুভেন্দু অধিকারীর
author img

By

Published : May 14, 2020, 10:55 PM IST

নন্দীগ্রাম,14মে : লকডাউনে বন্ধ সব দোকানপাট। নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির দোকান ছাড়া অন্য কোনও দোকান খোলা নেই ৷ একই ছবি নন্দীগ্রামেও। লকডাউনের পাশাপাশি চলছে রামজান মাস ৷ সেই উপলক্ষে এর আগেও এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ত্রাণ পাঠিয়েছিলেন নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য। এবার ইমাম ও মোয়াজ্জেমদের ইফতারের খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ।

লকডাউনের জেরে নন্দীগ্রাম এলাকার মসজ়িদগুলিতে তেমন ভাবে সাধারণ মানুষের যাতায়াত নেই। বাড়িতেই ইসলাম ধর্মালম্বী মানুষেরা সরকারের নির্দেশিকা মত নামাজ় পড়েছেন। এলাকার মসজ়িদগুলি থেকে ইমাম ও মোয়াজ্জেমের প্রাত্যহিক সময়সূচি অনুযায়ী আজান দেওয়ার কাজ চালিয়ে গেলেও সমস্যার মধ্য দিয়েই কাটাচ্ছিলেন তাঁরা। যে কারণে তাঁদের কথা ভেবে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় থাকা সমস্ত মসজ়িদের ইমাম ও মোয়াজ্জমদের ইফতার সামগ্রী ও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শুভেন্দুবাবু । আজ নন্দীগ্রাম বিধানসভা এলাকার 81 টি মসজিদের 164 জন ইমাম মোয়াজ্জেমের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ।

লকডাউন চলাকালীন ইতিপূর্বেই শুভেন্দু অধিকারী কোরোনা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন । শুধু নিজের জেলা নয় পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া ,বাঁকুড়া সহ একাধিক জেলায় তাঁর প্রেরিত ত্রাণ পৌঁছে গিয়েছে বাড়ি বাড়ি। জেলার বিভিন্ন মহকুমা ও ব্লক হাসপাতলে 180টি অত্যাধুনিক আইসোলেশন বেডর সংখ্যা বেড়েছে তাঁর সহযোগিতায়। অপরদিকে হলদিয়া শিল্পাঞ্চলের কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজা়র, PPE ও সাবান বিতরণও করেছেন তিনি । আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইস্কন মায়াপুরধাম কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত কোরোনা ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করেছেন ।

নন্দীগ্রাম,14মে : লকডাউনে বন্ধ সব দোকানপাট। নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির দোকান ছাড়া অন্য কোনও দোকান খোলা নেই ৷ একই ছবি নন্দীগ্রামেও। লকডাউনের পাশাপাশি চলছে রামজান মাস ৷ সেই উপলক্ষে এর আগেও এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ত্রাণ পাঠিয়েছিলেন নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য। এবার ইমাম ও মোয়াজ্জেমদের ইফতারের খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পরিবহন , সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর ।

লকডাউনের জেরে নন্দীগ্রাম এলাকার মসজ়িদগুলিতে তেমন ভাবে সাধারণ মানুষের যাতায়াত নেই। বাড়িতেই ইসলাম ধর্মালম্বী মানুষেরা সরকারের নির্দেশিকা মত নামাজ় পড়েছেন। এলাকার মসজ়িদগুলি থেকে ইমাম ও মোয়াজ্জেমের প্রাত্যহিক সময়সূচি অনুযায়ী আজান দেওয়ার কাজ চালিয়ে গেলেও সমস্যার মধ্য দিয়েই কাটাচ্ছিলেন তাঁরা। যে কারণে তাঁদের কথা ভেবে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় থাকা সমস্ত মসজ়িদের ইমাম ও মোয়াজ্জমদের ইফতার সামগ্রী ও আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শুভেন্দুবাবু । আজ নন্দীগ্রাম বিধানসভা এলাকার 81 টি মসজিদের 164 জন ইমাম মোয়াজ্জেমের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ।

লকডাউন চলাকালীন ইতিপূর্বেই শুভেন্দু অধিকারী কোরোনা মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন । শুধু নিজের জেলা নয় পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া ,বাঁকুড়া সহ একাধিক জেলায় তাঁর প্রেরিত ত্রাণ পৌঁছে গিয়েছে বাড়ি বাড়ি। জেলার বিভিন্ন মহকুমা ও ব্লক হাসপাতলে 180টি অত্যাধুনিক আইসোলেশন বেডর সংখ্যা বেড়েছে তাঁর সহযোগিতায়। অপরদিকে হলদিয়া শিল্পাঞ্চলের কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজা়র, PPE ও সাবান বিতরণও করেছেন তিনি । আর্থিক সাহায্য তুলে দিয়েছেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ ও ইস্কন মায়াপুরধাম কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঠিত কোরোনা ত্রাণ তহবিলে আর্থিক সহযোগিতা করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.