ETV Bharat / state

মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীর ক্যাম্পাস গড়ে উঠতে চলেছে মুড়াকাটাতে - WEST MIDNAPORE

মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলা হবে মেদিনীপুর শহর থেকে 5 কিমি দূরে মুড়াকাটাতে । প্রায় 15 একর জায়গা নিয়ে তৈরি হবে দ্বিতীয় ক্যাম্পাসটি । ফলে উপকৃত হবেন মেদিনীপুর সহ জঙ্গলমহলের বাসিন্দারা ।

WEST MIDNAPORE
মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীর ক্যাম্পাস গড়ে উঠতে চলেছে মুড়াকাটাতে
author img

By

Published : Jul 9, 2021, 6:05 PM IST

মেদিনীপুর, 9 জুলাই : প্রায় 15 একর জায়গা জুড়ে গড়ে উঠতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস । প্রথম পর্যায়ে কাগজপত্র হস্তান্তরিত করা হল জেলা প্রশাসনের তরফ থেকে । খুব দ্রুতই এই ক্যাম্পাস তৈরি হবে । যার ফলে জঙ্গলমহলের মেদিনীপুরবাসীর চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে । অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য জমি হস্তান্তর হল শুক্রবার । বুধবার জেলাশাসকের অফিসে জমির কাগজপত্র মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডুর হাতে তুলে দেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব সৌমিত্র মোহন । উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কোমল, ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত জেলাশাসক তুষার শিংলা সহ অন্যান্যরা ।

এই ক্যাম্পাসটি মোট 14.4901 একর জমি নিয়ে গড়ে উঠবে । এই জমি হস্তান্তর করা হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে । সেখানে সুপার স্পেশালিটি ক্যাম্পাস তৈরি করা হবে । এই ক্যাম্পাসটি মেদিনীপুর শহর থেকে প্রায় পাঁচ কিমি দূরে মুড়াকাটা এলাকায় । যা মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস । মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এমবিবিএস পঠন-পাঠনের জন্য ইন্টার্নশিপ সহ সাড়ে 5 বছরের কোর্স থাকবে এই ক্যাম্পাসে । প্রতি বছর 200টি করে আসন রয়েছে তা ছাড়া স্নাতকোত্তর কোর্সের জন্য 9টি বিষয়ে 66 জন পড়ুয়া ভর্তি হতে পারবে । যদিও মেডিক্যাল কলেজে একাধিক ল্যাবরেটরি রয়েছে । এই হাসপাতালে সমস্ত ওয়ার্ড থাকলেও আরও কিছু ওয়ার্ড খোলার পরিকল্পনা করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । সেই পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন আগে জানানো হয় । মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য প্রস্তুতি শুরু হয় ।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, বদলি এসএসকেএম-এর 2 ডাক্তার

কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, "প্রায় 15 একর জমি পাওয়া গিয়েছে । সেখানেই পাঁচিল দেওয়ার কাজ শুরু হবে । সম্প্রতি ওই এলাকা পরিদর্শনও করা হয়েছে । এই সুপার স্পেশালিটি ক্যাম্পাসে পঠনপাঠনের পাশাপাশি থাকছে কার্ডিয়াক, ট্রমা, রেডিওথেরাপি, ইউরোলজি, নিউরোলজি, বার্ন-সহ বেশ কিছু ইউনিট । এই নতুন পরিষেবা চালু হলে বিশেষ ভাবে উপকৃত হবেন মেদিনীপুর সহ জঙ্গলমহলের মানুষজন ।"

মেদিনীপুর, 9 জুলাই : প্রায় 15 একর জায়গা জুড়ে গড়ে উঠতে চলেছে মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস । প্রথম পর্যায়ে কাগজপত্র হস্তান্তরিত করা হল জেলা প্রশাসনের তরফ থেকে । খুব দ্রুতই এই ক্যাম্পাস তৈরি হবে । যার ফলে জঙ্গলমহলের মেদিনীপুরবাসীর চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে । অবশেষে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য জমি হস্তান্তর হল শুক্রবার । বুধবার জেলাশাসকের অফিসে জমির কাগজপত্র মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডুর হাতে তুলে দেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব সৌমিত্র মোহন । উপস্থিত ছিলেন জেলাশাসক রশ্মি কোমল, ভূমি ও ভূমি সংস্কার দফতরের অতিরিক্ত জেলাশাসক তুষার শিংলা সহ অন্যান্যরা ।

এই ক্যাম্পাসটি মোট 14.4901 একর জমি নিয়ে গড়ে উঠবে । এই জমি হস্তান্তর করা হয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে । সেখানে সুপার স্পেশালিটি ক্যাম্পাস তৈরি করা হবে । এই ক্যাম্পাসটি মেদিনীপুর শহর থেকে প্রায় পাঁচ কিমি দূরে মুড়াকাটা এলাকায় । যা মেদিনীপুর মেডিক্যাল কলেজের দ্বিতীয় ক্যাম্পাস । মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, এমবিবিএস পঠন-পাঠনের জন্য ইন্টার্নশিপ সহ সাড়ে 5 বছরের কোর্স থাকবে এই ক্যাম্পাসে । প্রতি বছর 200টি করে আসন রয়েছে তা ছাড়া স্নাতকোত্তর কোর্সের জন্য 9টি বিষয়ে 66 জন পড়ুয়া ভর্তি হতে পারবে । যদিও মেডিক্যাল কলেজে একাধিক ল্যাবরেটরি রয়েছে । এই হাসপাতালে সমস্ত ওয়ার্ড থাকলেও আরও কিছু ওয়ার্ড খোলার পরিকল্পনা করেছিল মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । সেই পরিকল্পনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন আগে জানানো হয় । মুখ্যমন্ত্রীর নির্দেশেই দ্বিতীয় ক্যাম্পাস করার জন্য প্রস্তুতি শুরু হয় ।

আরও পড়ুন: ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, বদলি এসএসকেএম-এর 2 ডাক্তার

কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, "প্রায় 15 একর জমি পাওয়া গিয়েছে । সেখানেই পাঁচিল দেওয়ার কাজ শুরু হবে । সম্প্রতি ওই এলাকা পরিদর্শনও করা হয়েছে । এই সুপার স্পেশালিটি ক্যাম্পাসে পঠনপাঠনের পাশাপাশি থাকছে কার্ডিয়াক, ট্রমা, রেডিওথেরাপি, ইউরোলজি, নিউরোলজি, বার্ন-সহ বেশ কিছু ইউনিট । এই নতুন পরিষেবা চালু হলে বিশেষ ভাবে উপকৃত হবেন মেদিনীপুর সহ জঙ্গলমহলের মানুষজন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.