এগরা , 27 মার্চ : এগরায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাস্থ্য পরীক্ষা করানো হল ৷ আজ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এগরা ঝাটুলাল হাইস্কুলে 611 জনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে । তার মধ্যে আইসোলেসন ওয়ার্ডে 13 জন , ইনস্টিটিউশনাল কোয়ারান্টাইনে 18 জন , হোম কোয়ারান্টাইনে 572 জন , রিগোরস কোয়ারান্টাইনে 8 জনকে ভরতি করা হয়েছে ।
জানা যায় এক ব্যক্তি, তাঁর আত্মীয়ের বিয়েতে গত 12 তারিখ এগরায় এসেছিলেন । 13 তারিখে বিয়ের অনুষ্ঠান ছিল ৷ বিয়ের অনুষ্ঠান শেষ করে তিনি দিঘা বেড়াতে চলে যান । তারপর দিঘাতে অসুস্থ হয়ে পড়লে, আবার ওই আত্মীয়র বাড়িতে ফিরে আসেন । তারপর তিনি 23 তারিখে কলকাতায় চলে আসেন । কিন্তু বৃহস্পতিবার খবর পাওয়া যায়, রাজ্যে কোরোনা আক্রান্ত ব্যক্তি গত 12 তারিখে পূর্ব মেদিনীপুরের এগরা শহরে এক আত্মীয়ের বিয়ে বাড়ির অনুষ্ঠানে এসেছিলেন । এবং সেখানে অন্য রাজ্য থেকে আরও আত্মীয় স্বজন এসেছিল ৷ আর এই খবর পাওয়া মাত্র প্রশাসন নড়েচড়ে বসে । বিয়েবাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা ছিল প্রায় 611 জন । তাদের এগরা ঝাটুলাল হাইস্কুলে স্বাস্থ্য পরীক্ষা করানো হয় । তাঁদের মধ্যে 13 জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে ভরতি করা হয়েছে ।
এগরা মহকুমা শাসক অপ্রতিম ঘোষ বলেন , "এগরা ঝাটুলাল হাইস্কুলে এগরার বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি 611 জনকে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে । তাদের মধ্যে আইসোলেসনে 13 জনকে রাখা হয়েছে ৷ এছাড়া আর কেউ বাকি থেকে গেছেন কি না , তা খতিয়ে দেখা হচ্ছে ।"