ETV Bharat / state

এবার 'চা পে চর্চা'-র রাজনীতিতে মমতাও

author img

By

Published : Aug 21, 2019, 11:55 PM IST

Updated : Aug 22, 2019, 12:00 AM IST

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী যখন 'চা পে চর্চা'-র এক নজির দেওয়ার চেষ্টা করলেন, জনসংযোগের বার্তা দিলেন, ঠিক তখনই বিষয়টি নিয়ে কটাক্ষ BJP-র মুখে ৷ চায়ের কাপ হাতে নিয়ে আমজনতার সঙ্গে আলোচনায় বসার ছবি দেখিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷

এবার 'চা পে চর্চা'-র রাজনীতিতে মমতাও

দিঘা, 21 অগাস্ট : তখন দোকানে বসেছিলেন বেশ কয়েকজন ৷ শুনছিলেন মুখ্যমন্ত্রী আসবনে এই পথেই ৷ আশায় ছিলেন, একটিবার তাঁর সাক্ষাৎ পাওয়ার ৷ কিন্তু, মুহূর্তেই যেন বদলে যায় চিত্রপথ ৷ পথ দিয়ে যেতে যেতে চায়ের দোকানে ঢুঁ মারেন মুখ্যমন্ত্রী ৷ সটান চলে যান দোকানদারের কাছে ৷ জিজ্ঞাসা করেন, বিক্রিবাটা নিয়ে ৷

সঙ্গে তখন হাজার জনতা ৷ রয়েছেন মন্ত্রীরাও ৷ দোকানদারের কাছ থেকে নিজের হাতে তুলে নেন চা তৈরির পাত্র । তারপর ছাঁকনিতে ছেঁকে চা পরিবেশন করলেন ৷ নেত্রীর হাতে চা খেয়ে তৃপ্ত সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুব্রত মুখোপাধ্যায়রা ৷ আর মুখ্যমন্ত্রীর চা তৈরির সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে উদগ্রীব সাধারণ মানুষ ৷

চা তৈরি-বিতরণের পর নেত্রীর জবাব, "আমি আগেও চায়ের দোকানে বসতাম ৷ এখানে থেকেই সাধারণ মানুষের মনের কথা জানা যায় ৷ আমি সুযোগ পেলেই এলাকার দোকানে ঘুরে ঘুরে খবর নিই ৷ তাদের অভাব-অভিযোগ শুনি ৷"

দেখুন ভিডিয়ো

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী যখন 'চা পে চর্চা'-র এক নজির দেওয়ার চেষ্টা করলেন, জনসংযোগের বার্তা দিলেন, ঠিক তখনই বিষয়টি নিয়ে কটাক্ষ BJP-র মুখে ৷ চায়ের কাপ হাতে নিয়ে আমজনতার সঙ্গে আলোচনায় বসার ছবি দেখিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর একজন সাধারণ চা বিক্রেতা থেকে কীভাবে উঠে এসেছেন সে কথা বারেবারে প্রকাশ্যে এনেছেন মোদি ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই 'চা পে চর্চা'-র রাজনীতিতে হাতেখড়ি দিলেন তখন বিষয়টি নিয়ে তুলনার রাজনীতিতে BJP ৷ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ, BJP-র অনুকরণে না গিয়ে নতুন কিছু ভাবুক তৃণমূল ৷ অনেকে আবার বলছেন, আজকের চা পে চর্চার পিছনে নাকি রয়েছে প্রশান্ত কিশোরর মস্তিষ্ক ৷ যদিও সবকিছুর মধ্যে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেস ৷

দিঘা, 21 অগাস্ট : তখন দোকানে বসেছিলেন বেশ কয়েকজন ৷ শুনছিলেন মুখ্যমন্ত্রী আসবনে এই পথেই ৷ আশায় ছিলেন, একটিবার তাঁর সাক্ষাৎ পাওয়ার ৷ কিন্তু, মুহূর্তেই যেন বদলে যায় চিত্রপথ ৷ পথ দিয়ে যেতে যেতে চায়ের দোকানে ঢুঁ মারেন মুখ্যমন্ত্রী ৷ সটান চলে যান দোকানদারের কাছে ৷ জিজ্ঞাসা করেন, বিক্রিবাটা নিয়ে ৷

সঙ্গে তখন হাজার জনতা ৷ রয়েছেন মন্ত্রীরাও ৷ দোকানদারের কাছ থেকে নিজের হাতে তুলে নেন চা তৈরির পাত্র । তারপর ছাঁকনিতে ছেঁকে চা পরিবেশন করলেন ৷ নেত্রীর হাতে চা খেয়ে তৃপ্ত সাংসদ শিশির অধিকারী, মন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুব্রত মুখোপাধ্যায়রা ৷ আর মুখ্যমন্ত্রীর চা তৈরির সেই দৃশ্য ক্যামেরাবন্দী করতে উদগ্রীব সাধারণ মানুষ ৷

চা তৈরি-বিতরণের পর নেত্রীর জবাব, "আমি আগেও চায়ের দোকানে বসতাম ৷ এখানে থেকেই সাধারণ মানুষের মনের কথা জানা যায় ৷ আমি সুযোগ পেলেই এলাকার দোকানে ঘুরে ঘুরে খবর নিই ৷ তাদের অভাব-অভিযোগ শুনি ৷"

দেখুন ভিডিয়ো

তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী যখন 'চা পে চর্চা'-র এক নজির দেওয়ার চেষ্টা করলেন, জনসংযোগের বার্তা দিলেন, ঠিক তখনই বিষয়টি নিয়ে কটাক্ষ BJP-র মুখে ৷ চায়ের কাপ হাতে নিয়ে আমজনতার সঙ্গে আলোচনায় বসার ছবি দেখিয়েছিলেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী হওয়ার পর একজন সাধারণ চা বিক্রেতা থেকে কীভাবে উঠে এসেছেন সে কথা বারেবারে প্রকাশ্যে এনেছেন মোদি ৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই 'চা পে চর্চা'-র রাজনীতিতে হাতেখড়ি দিলেন তখন বিষয়টি নিয়ে তুলনার রাজনীতিতে BJP ৷ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কটাক্ষ, BJP-র অনুকরণে না গিয়ে নতুন কিছু ভাবুক তৃণমূল ৷ অনেকে আবার বলছেন, আজকের চা পে চর্চার পিছনে নাকি রয়েছে প্রশান্ত কিশোরর মস্তিষ্ক ৷ যদিও সবকিছুর মধ্যে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল কংগ্রেস ৷

Intro:নিরাপত্তার বেড়া ভেঙে জনতার মাঝে, মমতা ।

প্রশাসনিক বৈঠক শেষ করে উদয়পুর সি বিচ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সি বিচ থেকে ফেরার পথে রাস্তার রাধারানি স্টোর চা দোকানে নেমে গিয়ে বসেন । প্রায় কুড়ি মিনিট । তার পর সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা চা খাবে ? আমি তৈরি করবো । সবাই এক বাক্যে বলেন হ্যাঁ দিদি খাবো । নিজে উঠে গিয়ে ঐ চা দোকানে চা তৈরি করতে শুরু করলেন । দিদির হাতে চা খেতে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক ঘিরে যান । দিদি নিজে তৈরি করা চা সবাইকে পরিবেশন করেন । আর বলেন চা তৈরি করা কিভাবে হয় , আর সব শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন , আমি আগেও চায়ের দোকানে বসতাম । এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায়, মানুষের কাছে ও পৌঁছানো যায় । তার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ছোটো শিশু কে কোলে নিয়ে আদর করেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দর্শনারথীদের মধ্যে চকলেট বিতরণ করেন । উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারি, মন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় , জেলা শাসক পার্থ ঘোষ সহ আরো অনেকেই ।
চা দোকানদার পরিমল জানা বলেন এক জন মুখ্যমন্ত্রী আমার দোকানে আসবেন আমি ভাবতে পারিনি ! দিদি আমার দোকানে এসে নিজের হাতে চা তৈরি করে সবাইকে খাওয়ালেন এসে আমি ভীষণ খুশি ।Body:নিরাপত্তার বেড়া ভেঙে জনতার মাঝে, মমতা ।

প্রশাসনিক বৈঠক শেষ করে উদয়পুর সি বিচ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সি বিচ থেকে ফেরার পথে রাস্তার রাধারানি স্টোর চা দোকানে নেমে গিয়ে বসেন । প্রায় কুড়ি মিনিট । তার পর সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা চা খাবে ? আমি তৈরি করবো । সবাই এক বাক্যে বলেন হ্যাঁ দিদি খাবো । নিজে উঠে গিয়ে ঐ চা দোকানে চা তৈরি করতে শুরু করলেন । দিদির হাতে চা খেতে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক ঘিরে যান । দিদি নিজে তৈরি করা চা সবাইকে পরিবেশন করেন । আর বলেন চা তৈরি করা কিভাবে হয় , আর সব শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন , আমি আগেও চায়ের দোকানে বসতাম । এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায়, মানুষের কাছে ও পৌঁছানো যায় । তার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ছোটো শিশু কে কোলে নিয়ে আদর করেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দর্শনারথীদের মধ্যে চকলেট বিতরণ করেন । উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারি, মন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় , জেলা শাসক পার্থ ঘোষ সহ আরো অনেকেই ।
চা দোকানদার পরিমল জানা বলেন এক জন মুখ্যমন্ত্রী আমার দোকানে আসবেন আমি ভাবতে পারিনি ! দিদি আমার দোকানে এসে নিজের হাতে চা তৈরি করে সবাইকে খাওয়ালেন এসে আমি ভীষণ খুশি ।Conclusion:নিরাপত্তার বেড়া ভেঙে জনতার মাঝে, মমতা ।

প্রশাসনিক বৈঠক শেষ করে উদয়পুর সি বিচ ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । সি বিচ থেকে ফেরার পথে রাস্তার রাধারানি স্টোর চা দোকানে নেমে গিয়ে বসেন । প্রায় কুড়ি মিনিট । তার পর সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা চা খাবে ? আমি তৈরি করবো । সবাই এক বাক্যে বলেন হ্যাঁ দিদি খাবো । নিজে উঠে গিয়ে ঐ চা দোকানে চা তৈরি করতে শুরু করলেন । দিদির হাতে চা খেতে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক ঘিরে যান । দিদি নিজে তৈরি করা চা সবাইকে পরিবেশন করেন । আর বলেন চা তৈরি করা কিভাবে হয় , আর সব শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন , আমি আগেও চায়ের দোকানে বসতাম । এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায়, মানুষের কাছে ও পৌঁছানো যায় । তার পাশাপাশি রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ছোটো শিশু কে কোলে নিয়ে আদর করেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দর্শনারথীদের মধ্যে চকলেট বিতরণ করেন । উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারি, মন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় , জেলা শাসক পার্থ ঘোষ সহ আরো অনেকেই ।
চা দোকানদার পরিমল জানা বলেন এক জন মুখ্যমন্ত্রী আমার দোকানে আসবেন আমি ভাবতে পারিনি ! দিদি আমার দোকানে এসে নিজের হাতে চা তৈরি করে সবাইকে খাওয়ালেন এসে আমি ভীষণ খুশি ।
Last Updated : Aug 22, 2019, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.