ETV Bharat / sports

ম্যাকলারেন, আলবার্তোকে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু মোহনবাগানের - Mohun Bagan in ACL 2 - MOHUN BAGAN IN ACL 2

Mohun Bagan Super Giant: জেমি ম্যাকলারেন, আলবার্তো রদ্রিগেজ ৷ দলের দুই প্রধান খেলোয়াড়কে ছাড়াই চ্যাম্পিয়ন্স লিগে নামতে হবে মোহনবাগানকে ৷ সুপার জায়ান্টের প্রতিপক্ষ দলগুলো ধারেভারে এগিয়ে । ফলে মেগা ম্য়াচের আগে চাপে সবুজ-মেরুন ৷

Mohun Bagan Super Giant
চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু মোহনবাগানের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 17, 2024, 10:20 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: ডুরান্ড কাপের ব্যর্থতা এবং আইএসএলের প্রথম ম্যাচে জিততে না-পারার যন্ত্রণা সরিয়ে মোহনবাগান এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে । প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব এফসি রাভশান । এশিয়ান পর্যায়ে সাফল্য তুলে নিয়ে আসতে গত কয়েকবছর ধরেই সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট সচেষ্ট । সেই লক্ষ্যেই তারা শক্তিশালী দল গড়েছে যারা এশিয়ান পর্যায়ের সেরাদের সঙ্গে টক্কর দিতে পারে । এবার সেই প্রচেষ্টার পরীক্ষা ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতীয় ক্লাবগুলোর পারফরম্যান্স নজরকাড়া নয় । কারণ এই প্রতিযোগিতায় ধারেভারে বহু যোজন এগিয়ে থাকা ক্লাবগুলোর সঙ্গে টক্কর দেওয়া যেমন কঠিন, তেমনই ক্রীড়াসূচি ও যাতায়াতের ঝক্কি সামলানো ততোধিক কষ্টকর । ফলে আই লিগ কিংবা আইএসএলের সঙ্গে সমান্তরালভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়ে ভারতীয় ক্লাবগুলোকে ল্যাজেগোবরে হতে হয় । এবারও মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ দলগুলো ধারেভারে এগিয়ে ।

এই প্রতিযোগিতায় বিদেশি ফুটবলার খেলানোর সংখ্যাগত বিধিনিষেধ নেই । ফলে প্রথম একাদশের পুরোটাই বিদেশি ফুটবলার সমৃদ্ধ হলেও তা গ্রহণযোগ্য । বুধবার এফসি রাভশান দলে সাতজন বিদেশি রয়েছে । যাদের মধ্যে ছ’জন কলকাতায় দলের সঙ্গে এসেছেন । তুর্কমেনিস্তান লিগে সাতজন বিদেশি ফুটবলার নথিভুক্ত করা যায় এবং পাঁচজনকে প্রথম একাদশে রাখা যায় ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে বিদেশি ফুটবলারের পূর্ণ সাহায্য কাজে লাগানোর ব্যাপারে ব্যাকফুটে মোহনবাগান সুপার জায়ান্ট । দলের ছয় বিদেশির মধ্যে জেমি ম্যাকলারেন চোটের জন্য চলতি মরশুমে এখনও খেলতে নামেননি । আইএসএলে প্রথম ম্যাচে চোট পেয়েছেন আলবার্তো রদ্রিগেজ । দু’জনেই এএফসি কাপের প্রথম ম্যাচে নেই বলে জানিয়েছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা । ফলে চার বিদেশি নিয়ে বুধসন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের ক্লাব দলকে সামলাতে নামতে হবে সবুজ-মেরুনকে ।

ডুরান্ড কাপ থেকে আইএসএলের প্রথম ম্যাচ, মোহনবাগানের চিন্তা রক্ষণের বেহাল দশা । যদিও কোচ হোসে মোলিনা রক্ষণের দুর্বলতাকে আড়াল করতেই পছন্দ করছেন । তাঁর মতে পয়েন্ট নষ্ট পরাজয়ের দায় শুধু রক্ষণের নয় । পুরো নব্বই মিনিটে সামান্য ভুল হতে পারে । তার জন্য রক্ষণ দুর্বল, এমন দেগে দেওয়া উচিত নয় । বুধবার সন্ধ্যায় সেরা দলকেই তিনি নামাবেন বলে জানিয়েছেন । প্রসঙ্গত রক্ষণকে শক্তিশালী করতেই অস্ট্রেলিয়ার ক্লাব দলে খেলা পর্তুগালের ন্যুনো রেইসকে সপ্তম বিদেশি হিসেবে সই করিয়েছে মোহনবাগান । ভিসা যোগাড় করে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে । দু’টো ভিন্ন ধরনের এবং ভিন্ন মানের টুর্নামেন্ট । ফলে দৃষ্টিভঙ্গি আলাদা । হোসে মোলিনা বলছেন, মরশুমের প্রথম দিন থেকে তাঁর দলের একটাই দর্শন, গোল কম হজম করা এবং প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করা । ভিন্ন টুর্নামেন্টের জন্য আলাদা দল তাঁর হাতে নেই । তাই প্রতিটি ম্যাচে দর্শন বদল সম্ভব নয় । ফলে এফসি রাভশানকে টেক্কা দিতে ঘর সামলে আক্রমণের ঝড় তোলাই পাখির চোখ মোহনবাগানের ।

আরও পড়ুন:

কলকাতা, 17 সেপ্টেম্বর: ডুরান্ড কাপের ব্যর্থতা এবং আইএসএলের প্রথম ম্যাচে জিততে না-পারার যন্ত্রণা সরিয়ে মোহনবাগান এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে । প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব এফসি রাভশান । এশিয়ান পর্যায়ে সাফল্য তুলে নিয়ে আসতে গত কয়েকবছর ধরেই সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট সচেষ্ট । সেই লক্ষ্যেই তারা শক্তিশালী দল গড়েছে যারা এশিয়ান পর্যায়ের সেরাদের সঙ্গে টক্কর দিতে পারে । এবার সেই প্রচেষ্টার পরীক্ষা ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতীয় ক্লাবগুলোর পারফরম্যান্স নজরকাড়া নয় । কারণ এই প্রতিযোগিতায় ধারেভারে বহু যোজন এগিয়ে থাকা ক্লাবগুলোর সঙ্গে টক্কর দেওয়া যেমন কঠিন, তেমনই ক্রীড়াসূচি ও যাতায়াতের ঝক্কি সামলানো ততোধিক কষ্টকর । ফলে আই লিগ কিংবা আইএসএলের সঙ্গে সমান্তরালভাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গিয়ে ভারতীয় ক্লাবগুলোকে ল্যাজেগোবরে হতে হয় । এবারও মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ দলগুলো ধারেভারে এগিয়ে ।

এই প্রতিযোগিতায় বিদেশি ফুটবলার খেলানোর সংখ্যাগত বিধিনিষেধ নেই । ফলে প্রথম একাদশের পুরোটাই বিদেশি ফুটবলার সমৃদ্ধ হলেও তা গ্রহণযোগ্য । বুধবার এফসি রাভশান দলে সাতজন বিদেশি রয়েছে । যাদের মধ্যে ছ’জন কলকাতায় দলের সঙ্গে এসেছেন । তুর্কমেনিস্তান লিগে সাতজন বিদেশি ফুটবলার নথিভুক্ত করা যায় এবং পাঁচজনকে প্রথম একাদশে রাখা যায় ।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে বিদেশি ফুটবলারের পূর্ণ সাহায্য কাজে লাগানোর ব্যাপারে ব্যাকফুটে মোহনবাগান সুপার জায়ান্ট । দলের ছয় বিদেশির মধ্যে জেমি ম্যাকলারেন চোটের জন্য চলতি মরশুমে এখনও খেলতে নামেননি । আইএসএলে প্রথম ম্যাচে চোট পেয়েছেন আলবার্তো রদ্রিগেজ । দু’জনেই এএফসি কাপের প্রথম ম্যাচে নেই বলে জানিয়েছেন মোহনবাগান কোচ হোসে মোলিনা । ফলে চার বিদেশি নিয়ে বুধসন্ধ্যার যুবভারতী ক্রীড়াঙ্গনে তুর্কমেনিস্তানের ক্লাব দলকে সামলাতে নামতে হবে সবুজ-মেরুনকে ।

ডুরান্ড কাপ থেকে আইএসএলের প্রথম ম্যাচ, মোহনবাগানের চিন্তা রক্ষণের বেহাল দশা । যদিও কোচ হোসে মোলিনা রক্ষণের দুর্বলতাকে আড়াল করতেই পছন্দ করছেন । তাঁর মতে পয়েন্ট নষ্ট পরাজয়ের দায় শুধু রক্ষণের নয় । পুরো নব্বই মিনিটে সামান্য ভুল হতে পারে । তার জন্য রক্ষণ দুর্বল, এমন দেগে দেওয়া উচিত নয় । বুধবার সন্ধ্যায় সেরা দলকেই তিনি নামাবেন বলে জানিয়েছেন । প্রসঙ্গত রক্ষণকে শক্তিশালী করতেই অস্ট্রেলিয়ার ক্লাব দলে খেলা পর্তুগালের ন্যুনো রেইসকে সপ্তম বিদেশি হিসেবে সই করিয়েছে মোহনবাগান । ভিসা যোগাড় করে দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

আইএসএলের পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হবে । দু’টো ভিন্ন ধরনের এবং ভিন্ন মানের টুর্নামেন্ট । ফলে দৃষ্টিভঙ্গি আলাদা । হোসে মোলিনা বলছেন, মরশুমের প্রথম দিন থেকে তাঁর দলের একটাই দর্শন, গোল কম হজম করা এবং প্রতিপক্ষের চেয়ে বেশি গোল করা । ভিন্ন টুর্নামেন্টের জন্য আলাদা দল তাঁর হাতে নেই । তাই প্রতিটি ম্যাচে দর্শন বদল সম্ভব নয় । ফলে এফসি রাভশানকে টেক্কা দিতে ঘর সামলে আক্রমণের ঝড় তোলাই পাখির চোখ মোহনবাগানের ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.