আলিপুরদুয়ার, 17 সেপ্টেম্বর: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠে এল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনে। এবার চলন্ত ট্রেনের মধ্যেই আক্রমণের শিকার হলেন একাকি বছর পঁচিশের এক মহিলা যাত্রীর। বর্তমানে গুরুতর আহত অবস্থায় অসমের বঙাইগাওয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ছুটি কাটিয়ে কোচবিহারের এক যুবতী অসম গ্রামীণ ব্যাঙ্ক (নিজ কর্মস্থলে) যাওয়ার জন্য আলিপুরদুয়ার জংশন থেকে গুয়াহাটিগামী আপ সিফং এক্সপ্রেসে সওয়ার হয়েছিলেন। অভিযোগ, ট্রেনটি ছাড়ার পর থেকেই কামরা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করে এক সহযাত্রী যুবক। প্রতিবাদ করতে শুরু করেন ওই অসহায় তরুণী ৷ তাতেই রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় দু'জনের মধ্যে। ওই অভিযুক্ত যুবক যুবতীকে কামরার মেঝেতে সজোরে ধাক্কা মেরে ফেলে দেয়।
তাতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। সেই সময় ট্রেনটি কামাখ্যাগুড়ি স্টেশনে দাঁড়ানো মাত্রই সেই যুবতীর থেকে কানের দুল এবং মোবাইল নিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। রেল সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার জংশন ও কামাখ্যাগুড়ি স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। কোনও ছিনতাইকারীর খপ্পরে পড়েছিলেন ওই মহিলা। তাঁর মোবাইল-সহ, কানের দুল ছিনিয়ে নেয় ওই দুষ্কৃতী। ঘটনার সময় একের পর এক আঘাত করা হয়, মহিলার মাথা-সহ শরীরের বিভিন্ন অংশে।
খবর পেয়ে অসমের বিজনি স্টেশনের কাছে মহিলাকে উদ্ধার করে আরপিএফ। ওই মহিলার বাড়ি কোচবিহার জেলায়। অসমের একটি ব্যাঙ্কে কর্মরত। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, "এমন একটি ঘটনা ঘটেছে। তবে দুষ্কৃতীকে এখনও ধরা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আরপিএফ। আরপিএফ প্রতিটি ট্রেনে সতর্ক নজর রাখছে।"