ETV Bharat / state

তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে তা আজ স্পষ্ট, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রসঙ্গে নির্যাতিতার বাবা - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 9:58 PM IST

RG Kar Victims Family Reactions: আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টে শুনানি ছিল মঙ্গলবার ৷ এছাড়াও কলকাতা পুলিশ ও স্বাস্থ্য দফতরের একাধিক গুরুত্বপূর্ণ পদে বদল নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া আরজি করে নির্যাতিতার বাবা-মার ৷

Kolkata Doctor Rape and Murder
আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন (ইটিভি ভারত)

সোদপুর, 17 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের শুনানি থেকে শুরু করে রাজ্য পুলিশে রদবদল ও টালা থানার অতিরিক্ত ওসিকে সিবিআই তলব নিয়ে প্রতিক্রিয়া দিলেন আরজি করে নির্যাতিতার বাবা-মা ৷ মঙ্গলবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবা বলেন,"সুপ্রিম কোর্ট আমাদের অভিযোগকেই মান‍্যতা দিয়েছে । তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে ।" সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি বিচলিত হওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তিনি ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন,"এটা তো হওয়ারই ছিল । আমরা প্রথম থেকেই যে কথা বলে এসেছি সেটাই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলে ধরেছেন । এভাবে যদি কোনও তথ্যপ্রমাণ লোপাট হয়, তাহলে তদন্তকারী সংস্থারও তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সমস্যা হয় । এখানে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে বলেই তো সিবিআই একজন (টালা থানার তৎকালীন ওসি)-কে গ্রেফতার করেছে ।"

  • সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে নির্যাতিতার বাবা:

"সুপ্রিম কোর্টের ওপরে আমাদের একশো শতাংশ ভরসা রয়েছে । তাঁরা নিশ্চয় বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই আশা রয়েছে । এর একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবে সুপ্রিম কোর্ট ।"

  • অতিরিক্ত এসিকে তলব প্রসঙ্গ:

"তথ্যপ্রমাণ যে লোপাট করা হয়েছে, সেটা তো এখন বেরিয়ে আসছে । সিবিআই তার নিজের মতো করে তদন্ত করছে । সেই বিষয়ে আমরা কী বলব !সিবিআই তো আমাদের তদন্তের বিষয়ে কিছু বলছে না । শুধু জানাচ্ছে, তাঁরা তাঁদের সাধ‍্যমতো চেষ্টা করছে । যাতে এই ন‍্যক্কারজনক ঘটনার সমাধান করা যায় "

  • রাজ্য পুলিশে রদবদলের বিষয়ে নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্য:

"যাঁরাই আমার মেয়ের হত‍্যা-কাণ্ডের সঙ্গে জড়িত এবং তথ‍্যপ্রমাণ লোপাট করার ঘটনায় যুক্ত তাঁদের প্রত্যেককেই যেন শাস্তি দেওয়া হয় । কারা যুক্ত তা ক্রমশ প্রকাশ্যে আসবে । এত তাড়াতাড়ি করলে হবে ? তথ্য প্রমাণ লোপাটকারীদের সকলকেই তদন্তের আওতায় আনা হোক । শাস্তি পাক তারা সেটাই আমরা চাই ।"

  • বিনীত গোয়েল ও স্বাস্থ্য দফতরে শীর্ষকর্তাদের বদলে কী জয় দেখছেন ?

"এতে জয়ের কী আছে ? জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিরা ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তি হবে তাদের ।"

সোদপুর, 17 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের শুনানি থেকে শুরু করে রাজ্য পুলিশে রদবদল ও টালা থানার অতিরিক্ত ওসিকে সিবিআই তলব নিয়ে প্রতিক্রিয়া দিলেন আরজি করে নির্যাতিতার বাবা-মা ৷ মঙ্গলবার সন্ধ্যায় সোদপুরের বাড়িতে সাংবাদিকদের সামনে নির্যাতিতার বাবা বলেন,"সুপ্রিম কোর্ট আমাদের অভিযোগকেই মান‍্যতা দিয়েছে । তথ্যপ্রমাণ যে লোপাট হয়েছে তা আজ স্পষ্ট হয়ে গিয়েছে ।" সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি বিচলিত হওয়ার প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তিনি ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য প্রসঙ্গে নির্যাতিতার বাবা বলেন,"এটা তো হওয়ারই ছিল । আমরা প্রথম থেকেই যে কথা বলে এসেছি সেটাই আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলে ধরেছেন । এভাবে যদি কোনও তথ্যপ্রমাণ লোপাট হয়, তাহলে তদন্তকারী সংস্থারও তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সমস্যা হয় । এখানে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে বলেই তো সিবিআই একজন (টালা থানার তৎকালীন ওসি)-কে গ্রেফতার করেছে ।"

  • সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে নির্যাতিতার বাবা:

"সুপ্রিম কোর্টের ওপরে আমাদের একশো শতাংশ ভরসা রয়েছে । তাঁরা নিশ্চয় বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই আশা রয়েছে । এর একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবে সুপ্রিম কোর্ট ।"

  • অতিরিক্ত এসিকে তলব প্রসঙ্গ:

"তথ্যপ্রমাণ যে লোপাট করা হয়েছে, সেটা তো এখন বেরিয়ে আসছে । সিবিআই তার নিজের মতো করে তদন্ত করছে । সেই বিষয়ে আমরা কী বলব !সিবিআই তো আমাদের তদন্তের বিষয়ে কিছু বলছে না । শুধু জানাচ্ছে, তাঁরা তাঁদের সাধ‍্যমতো চেষ্টা করছে । যাতে এই ন‍্যক্কারজনক ঘটনার সমাধান করা যায় "

  • রাজ্য পুলিশে রদবদলের বিষয়ে নির্যাতিতার বাবা-মায়ের বক্তব্য:

"যাঁরাই আমার মেয়ের হত‍্যা-কাণ্ডের সঙ্গে জড়িত এবং তথ‍্যপ্রমাণ লোপাট করার ঘটনায় যুক্ত তাঁদের প্রত্যেককেই যেন শাস্তি দেওয়া হয় । কারা যুক্ত তা ক্রমশ প্রকাশ্যে আসবে । এত তাড়াতাড়ি করলে হবে ? তথ্য প্রমাণ লোপাটকারীদের সকলকেই তদন্তের আওতায় আনা হোক । শাস্তি পাক তারা সেটাই আমরা চাই ।"

  • বিনীত গোয়েল ও স্বাস্থ্য দফতরে শীর্ষকর্তাদের বদলে কী জয় দেখছেন ?

"এতে জয়ের কী আছে ? জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিরা ধরা পড়বে এবং উপযুক্ত শাস্তি হবে তাদের ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.