ETV Bharat / state

শ্রমিক খুনে অসমের পুলিশ গট আপ গেম খেলছে : শুভেন্দু - পাঁশকুড়া

"কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অসম পুলিশ। অসমের পুলিশ গট আপ গেম খেলছে, যাতে পশ্চিমবঙ্গে এটা কেউ ইশু না করতে পারে।" অসম খুন নিয়ে আজ একথা বললেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী
author img

By

Published : Feb 14, 2019, 9:28 PM IST

পাঁশকুড়া, ১৪ ফেব্রুয়ারি : "কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অসম পুলিশ। অসমের পুলিশ গট আপ গেম খেলছে, যাতে পশ্চিমবঙ্গে এটা কেউ ইশু না করতে পারে। পুলিশ একজনকে দিয়ে অভিযোগ করিয়েছে। তিনি কে তাঁর পরিচয়ও সবাই জেনে গেছে।" আজ ইদ্রিশের পরিবারের সঙ্গে দেখা করে একথা বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। শুভেন্দুবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ,পাঁশকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম, তৃণমূল নেতা জইদুল ইসলাম সহ অন্যরা।

গতকাল দুপুরে ইদ্রিশের বাড়ি গিয়ে পরিবারের হাতে ২ লাখ টাকা তুলে দেন শুভেন্দুবাবু। এরপর তিনি বলেন, "আমরা প্রথম দিন থেকেই খুন হওয়া দুই শ্রমিকের পরিবারের পাশে আছি। অসমে NRC নিয়ে যে ঘৃণার সঞ্চার হয়েছে তার জেরেই এই ঘটনা। আমরা সবাই ভারতীয়। অসমও ভারতবর্ষের মধ্যে। অসমে যেতে গেলে তো আর ভিসা লাগে না। সেখানকার ঘৃণার পরিবেশের বলি হয়েছে পাঁশকুড়ার দুই গরিব মানুষ। আমরা মৃতের পরিবারকে পাঁশকুড়া থানায় FIR করতে বলেছি। ওখানে (অসমে) পুলিশ গট আপ গেম খেলছে যাতে বাংলা থেকে কেউ এই ঘটনাকে ইশু করতে না পারে। পুলিস ওখানে একজনকে দিয়ে অভিযোগ করিয়েছে। খুন করার আগে ওরা জানতে চেয়েছিল, কোথাকার লোক ও কী নাম? বাঙালি ও সংখ্যালঘু জানার পরই এই ঘটনা। একইভাবে মালদার কালিয়াচকের বাসিন্দা আফরাজ়ুলকে জয়পুরে খুন করা হয়েছিল। অসম পুলিশ আগেভাগে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মৃতের স্ত্রীকে বিধবা ভাতা দেওয়া ছাড়াও বাড়ি তৈরি সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। মানবাধিকার কমিশন ও মাইনরিটি কমিশনেও অভিযোগ জানানো হবে।"

undefined

৯ ফেব্রুয়ারি অসমের দুমদুমায় খুন হন শেখ ইদ্রিশ ও শেখ মহম্মদ। এই হামলায় আরও দুজন জখম হন। পরিবারের অভিযোগ, বাঙালি হওয়ার কারণেই তাঁদের উপর হামলা চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে অসমের তিনসুকিয়া জেলায় রাজমিস্ত্রির কাজ করতেন। ওই ঘটনায় জখম হয়েছিলেন শেখ মুস্তাকিন ওরফে সনু। তিনি অবশ্য পাঁশকুড়ায় ফিরে দাবি করেছেন, এই খুনের সঙ্গে বাঙালি বিদ্বেষের কোনও সম্পর্ক নেই। যে খুন করেছে সেও ইদ্রিশদের সঙ্গে কাজ করত।"

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তিনসুকিয়ায় পাঁচ বাঙালি শ্রমিককে খুন করা হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল ULFA(I)-র দিকে। সম্প্রতি সুরাটে কাজে গিয়ে খুন হয়েছেন জামালপুরের এক শ্রমিক।

পাঁশকুড়া, ১৪ ফেব্রুয়ারি : "কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অসম পুলিশ। অসমের পুলিশ গট আপ গেম খেলছে, যাতে পশ্চিমবঙ্গে এটা কেউ ইশু না করতে পারে। পুলিশ একজনকে দিয়ে অভিযোগ করিয়েছে। তিনি কে তাঁর পরিচয়ও সবাই জেনে গেছে।" আজ ইদ্রিশের পরিবারের সঙ্গে দেখা করে একথা বলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারকে সাহায্য করার প্রতিশ্রুতি দেন তিনি। শুভেন্দুবাবুর সঙ্গে উপস্থিত ছিলেন শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কুরবান শাহ,পাঁশকুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম, তৃণমূল নেতা জইদুল ইসলাম সহ অন্যরা।

গতকাল দুপুরে ইদ্রিশের বাড়ি গিয়ে পরিবারের হাতে ২ লাখ টাকা তুলে দেন শুভেন্দুবাবু। এরপর তিনি বলেন, "আমরা প্রথম দিন থেকেই খুন হওয়া দুই শ্রমিকের পরিবারের পাশে আছি। অসমে NRC নিয়ে যে ঘৃণার সঞ্চার হয়েছে তার জেরেই এই ঘটনা। আমরা সবাই ভারতীয়। অসমও ভারতবর্ষের মধ্যে। অসমে যেতে গেলে তো আর ভিসা লাগে না। সেখানকার ঘৃণার পরিবেশের বলি হয়েছে পাঁশকুড়ার দুই গরিব মানুষ। আমরা মৃতের পরিবারকে পাঁশকুড়া থানায় FIR করতে বলেছি। ওখানে (অসমে) পুলিশ গট আপ গেম খেলছে যাতে বাংলা থেকে কেউ এই ঘটনাকে ইশু করতে না পারে। পুলিস ওখানে একজনকে দিয়ে অভিযোগ করিয়েছে। খুন করার আগে ওরা জানতে চেয়েছিল, কোথাকার লোক ও কী নাম? বাঙালি ও সংখ্যালঘু জানার পরই এই ঘটনা। একইভাবে মালদার কালিয়াচকের বাসিন্দা আফরাজ়ুলকে জয়পুরে খুন করা হয়েছিল। অসম পুলিশ আগেভাগে কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মৃতের স্ত্রীকে বিধবা ভাতা দেওয়া ছাড়াও বাড়ি তৈরি সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। মানবাধিকার কমিশন ও মাইনরিটি কমিশনেও অভিযোগ জানানো হবে।"

undefined

৯ ফেব্রুয়ারি অসমের দুমদুমায় খুন হন শেখ ইদ্রিশ ও শেখ মহম্মদ। এই হামলায় আরও দুজন জখম হন। পরিবারের অভিযোগ, বাঙালি হওয়ার কারণেই তাঁদের উপর হামলা চালানো হয়। তারা দীর্ঘদিন ধরে অসমের তিনসুকিয়া জেলায় রাজমিস্ত্রির কাজ করতেন। ওই ঘটনায় জখম হয়েছিলেন শেখ মুস্তাকিন ওরফে সনু। তিনি অবশ্য পাঁশকুড়ায় ফিরে দাবি করেছেন, এই খুনের সঙ্গে বাঙালি বিদ্বেষের কোনও সম্পর্ক নেই। যে খুন করেছে সেও ইদ্রিশদের সঙ্গে কাজ করত।"

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে তিনসুকিয়ায় পাঁচ বাঙালি শ্রমিককে খুন করা হয়েছিল। সেই ঘটনায় অভিযোগ উঠেছিল ULFA(I)-র দিকে। সম্প্রতি সুরাটে কাজে গিয়ে খুন হয়েছেন জামালপুরের এক শ্রমিক।

Patna (Bihar), Feb 14 (ANI): Former Chief Minister of Bihar, Rabri Devi on Thursday reacted on statement made by Samajwadi Party veteran leader Mulayam Singh Yadav in the Parliament about Prime Minister Narendra Modi. She said, "He (Mulayam Singh Yadav) has aged. He doesn't remember what to say and when. These statements do not mean anything. Narendra Modi, Sushil Kumar Modi and Nitish Kumar are out of their senses. The people of Bihar have united, to vote for the grand alliance of RJD." Mulayam Singh had lauded PM Modi during his speech on the last day of the 16th Lok Sabha and wished that he return as the Prime Minister.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.