ETV Bharat / state

হলদিয়া জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার আরও 1

author img

By

Published : Feb 27, 2020, 11:03 PM IST

হলদিয়ায় জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল দুর্গাচক থানার পুলিশ ৷ এই পর্যন্ত এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ অপর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷ ধৃতকে আগামীকাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ৷

arrested person
ধৃত ব্যক্তি

হলদিয়া, 27 ফেব্রুয়ারি : হলদিয়ায় মা ও মেয়েকে পুড়িয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও একজন ৷ ধৃতের নাম শুকদেব দাস ওরফে শিবু ৷ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হলদিয়ার ভবানীপুর থানার ডিঘাসিপুরের পার্কিং জ়োন গ্রেপ্তার করা হয় ৷ আগামীকাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুকদেব হলদিয়া দুর্গাচকের নিউ কলোনির বাসিন্দা ৷ পেশায় গাড়ি চালক ৷ 18 ফেব্রুয়ারি মূল অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেন ও মঞ্জুর আলম মল্লিককে নিজের গাড়ি দিয়ে সহযোগিতা করেছিল শুকদেব ৷ তার গাড়িতেই রমা দে ও রিয়া দে-কে ঝিকুরখালির ওই নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল ৷ তদন্তকারীদের জেরার মুখে জানিয়েছে সাদ্দাম ৷ হলদিয়ার জোড়া খুনের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তবে তদন্তকারী অফিসাররা ঘটনায় জড়িত মোট চারজনের নাম পেয়েছেন ৷ অভিযোগ, সেদিন রাতে চারজন মিলে ওই দুই মহিলাকে পুড়িয়ে খুন করে ৷ টানা পুলিশি জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে সাদ্দামের সঙ্গে রিয়ার সম্পর্কের টানাপোড়েনের কথা ৷ জানিয়েছে, দু'জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকার দাবি করে ব্ল্যাকমেল করার কারণেই এই খুন ৷ খুনের পরে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল তারা ৷ তবে তাদের এই বক্তব্য কতটা সত্যি তা জানার জন্য গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকেই মুখোমুখি বসিয়ে এবার জেরা করার প্রক্রিয়া শুরু করা হবে ৷ বাকি পলাতক আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন : হলদিয়ায় জোড়া খুনে ধৃত 2

দুর্গাচক থানার OC বিপ্লব হালদার জানিয়েছেন, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল শুকদেব ৷ হেপাজতে থাকা সাদ্দামকে জিজ্ঞাসা করেই এখনও পর্যন্ত মোট চারজনের নাম উঠে এসেছে ৷ তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে ৷

হলদিয়া, 27 ফেব্রুয়ারি : হলদিয়ায় মা ও মেয়েকে পুড়িয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার আরও একজন ৷ ধৃতের নাম শুকদেব দাস ওরফে শিবু ৷ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ হলদিয়ার ভবানীপুর থানার ডিঘাসিপুরের পার্কিং জ়োন গ্রেপ্তার করা হয় ৷ আগামীকাল হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুকদেব হলদিয়া দুর্গাচকের নিউ কলোনির বাসিন্দা ৷ পেশায় গাড়ি চালক ৷ 18 ফেব্রুয়ারি মূল অভিযুক্ত শেখ সাদ্দাম হোসেন ও মঞ্জুর আলম মল্লিককে নিজের গাড়ি দিয়ে সহযোগিতা করেছিল শুকদেব ৷ তার গাড়িতেই রমা দে ও রিয়া দে-কে ঝিকুরখালির ওই নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল ৷ তদন্তকারীদের জেরার মুখে জানিয়েছে সাদ্দাম ৷ হলদিয়ার জোড়া খুনের ঘটনায় এই নিয়ে এখনও পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তবে তদন্তকারী অফিসাররা ঘটনায় জড়িত মোট চারজনের নাম পেয়েছেন ৷ অভিযোগ, সেদিন রাতে চারজন মিলে ওই দুই মহিলাকে পুড়িয়ে খুন করে ৷ টানা পুলিশি জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে সাদ্দামের সঙ্গে রিয়ার সম্পর্কের টানাপোড়েনের কথা ৷ জানিয়েছে, দু'জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে টাকার দাবি করে ব্ল্যাকমেল করার কারণেই এই খুন ৷ খুনের পরে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহ পুড়িয়ে দিয়েছিল তারা ৷ তবে তাদের এই বক্তব্য কতটা সত্যি তা জানার জন্য গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকেই মুখোমুখি বসিয়ে এবার জেরা করার প্রক্রিয়া শুরু করা হবে ৷ বাকি পলাতক আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ৷

আরও পড়ুন : হলদিয়ায় জোড়া খুনে ধৃত 2

দুর্গাচক থানার OC বিপ্লব হালদার জানিয়েছেন, ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল শুকদেব ৷ হেপাজতে থাকা সাদ্দামকে জিজ্ঞাসা করেই এখনও পর্যন্ত মোট চারজনের নাম উঠে এসেছে ৷ তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকি একজনের খোঁজে তল্লাশি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.