হলদিয়া,১৮ মার্চ: স্কুলে পরীক্ষা দিতে এসে টানা কেশেছিল হলদিয়ার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষকের নজরে পড়তেই কোরোনা সন্দেহে তড়িঘড়ি পুলিশে খবর দিয়ে ওই ছাত্রকে পরীক্ষা দেওয়ার জন্য স্থানান্তরিত করা হয় হাসপাতালে।পরে হাসপাতালের আইসোলেশন বিভাগে ওই পরীক্ষার্থী তার ইতিহাস পরীক্ষা শেষ করে। ঘটনা হলদিয়ার বাসুদেবপুর গভমেন্ট স্পনসর্ড হাই স্কুলের। জানা গিয়েছে, হলদিয়ার দুর্গাচক থানার জয়নগর হাই স্কুলের এক ছাত্রের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন ছিল হলদিয়া গভমেন্ট স্পনসর্ড হাইস্কুলে।
বুধবার ছিল ইতিহাসের পরীক্ষা। পরীক্ষা শুরুর আধঘণ্টা আগেই জানা যায় পরীক্ষা রুমে দীর্ঘক্ষণ ধরে কাশি হচ্ছে এক পরীক্ষার্থীর । পরীক্ষার্থীর অসুস্থতার জন্য় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ছড়ায় কোরনার আতঙ্ক । তৎক্ষণাৎ পরীক্ষক খবর দেন স্কুলের প্রধান শিক্ষকে। তারপরই স্কুলের তরফ থেকে খবর দেওয়া হয় দুর্গাচক থানায়। পরে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অ্যাম্বুলেন্সে হলদিয়া মহকুমা হাসপাতালে আইসোলেশন বিভাগে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। সেখানেই ওই ছাত্র পরীক্ষা সম্পন্ন করে। জানা গিয়েছে, পরীক্ষা শুরুর আগে থেকেই ওই ছাত্র গুটি বসন্ত রোগে আক্রান্ত ছিল। কিছুটা সুস্থ হয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
হলদিয়া গভমেন্ট স্পনসর্ড হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস জানিয়েছেন, চারিদিকে কোরোনার প্রকোপ চলছে। ছাত্রটির কাশি ও কফ ছিল। যে কারণে আমরা ঝুঁকি নিতে পারিনি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওই ছাত্রের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওর মুখে একাধিক গুটি বসন্তের দাগ ছিল।