ETV Bharat / state

আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড ময়নার একাধিক গ্রাম, আহত 4 - hail storm in east midnapore

প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের ওপর দিয়ে ঝড় বয়ে যায় ৷ চণ্ডিয়া নদীর পার্শ্ববর্তী বাড়ি ও দোকানগুলির অধিকাংশ ঝড়ের জেরে ভেঙে পড়ে ৷ চারজন আহত হয়েছেন ৷

hailstorm in east midnapore
পূর্ব মেদিনীপুরে শিলাবৃষ্টি ও ঝড়
author img

By

Published : Mar 3, 2020, 10:21 PM IST

ময়না, 3 মার্চ : আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড ময়নার দু’টি গ্রাম ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় ৷ ঝড়ের দাপটে 25টি বাড়ি ও দোকান ভেঙে পড়েছে ৷ চারজন আহত হয়েছেন ৷ তাদের উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷

ফাল্গুনের অকাল বর্ষণে ব্যাহত পূর্ব মেদিনীপুরের জনজীবন ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় ৷ প্রায় আধঘণ্টা ধরে 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয় ৷ ঝড়ের ফলে ময়না ব্লকে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ময়নার হরিদাসপুর, জায়গীরচক ও মুদিবার গ্রামের ওপর দিয়ে আজ ঝড় বয়ে যায় ৷ চণ্ডিয়া নদীর পার্শ্ববর্তী হওয়ায় এই তিনগ্রাম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গ্রামের কাঁচা ও পাকা বাড়ি-দোকান ভেঙে পড়ে ৷ একাধিক বাড়ির ছাউনি উড়ে যায় ৷ চারজন আহত হন ৷

hailstorm in east midnapore
ঝড়ের জেরে উড়ে গিয়েছে টিনের চাল

ঝড়-বৃষ্টি থামতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের উদ্ধার করে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ গৃহহীন গ্রামবাসীদের জন্য হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প খুলেছে প্রশাসন ৷ স্থানীয় বাসিন্দা রামপদ দাসের ছেলে মধুসূদন দাস ঝড়ের সময় বাড়ি থেকে নিজের দোকানের দিকে যাচ্ছিলেন ৷ সেইসময় রাজনৈতিক দলের একটি অফিস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ আহত হন মধুসূদন ৷ তাঁর পিঠে ও হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন মধুসূদনের বাবা ৷ এই বিষয়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া দাস জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ ঘরছাড়াদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ আগামীকাল থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা শুরু হবে ৷

ঝড়ে ক্ষতিগ্রস্ত ময়না ব্লক

ময়না, 3 মার্চ : আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড ময়নার দু’টি গ্রাম ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় ৷ ঝড়ের দাপটে 25টি বাড়ি ও দোকান ভেঙে পড়েছে ৷ চারজন আহত হয়েছেন ৷ তাদের উদ্ধার করে স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷

ফাল্গুনের অকাল বর্ষণে ব্যাহত পূর্ব মেদিনীপুরের জনজীবন ৷ আজ বিকেল পাঁচটা নাগাদ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয় ৷ প্রায় আধঘণ্টা ধরে 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয় ৷ ঝড়ের ফলে ময়না ব্লকে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ৷ ময়নার হরিদাসপুর, জায়গীরচক ও মুদিবার গ্রামের ওপর দিয়ে আজ ঝড় বয়ে যায় ৷ চণ্ডিয়া নদীর পার্শ্ববর্তী হওয়ায় এই তিনগ্রাম সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গ্রামের কাঁচা ও পাকা বাড়ি-দোকান ভেঙে পড়ে ৷ একাধিক বাড়ির ছাউনি উড়ে যায় ৷ চারজন আহত হন ৷

hailstorm in east midnapore
ঝড়ের জেরে উড়ে গিয়েছে টিনের চাল

ঝড়-বৃষ্টি থামতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের উদ্ধার করে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ৷ গৃহহীন গ্রামবাসীদের জন্য হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্প খুলেছে প্রশাসন ৷ স্থানীয় বাসিন্দা রামপদ দাসের ছেলে মধুসূদন দাস ঝড়ের সময় বাড়ি থেকে নিজের দোকানের দিকে যাচ্ছিলেন ৷ সেইসময় রাজনৈতিক দলের একটি অফিস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ আহত হন মধুসূদন ৷ তাঁর পিঠে ও হাতে আঘাত লেগেছে বলে জানিয়েছেন মধুসূদনের বাবা ৷ এই বিষয়ে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি অভয়া দাস জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ৷ আহতদের চিকিৎসা চলছে ৷ ঘরছাড়াদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷ আগামীকাল থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা শুরু হবে ৷

ঝড়ে ক্ষতিগ্রস্ত ময়না ব্লক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.