ETV Bharat / state

হলদিয়া পেট্রোকেমিকেলসে আগুন, অগ্নিদগ্ধ 13

আজ সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে ৷ ঘটনায় 13 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ দশটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Sep 20, 2019, 12:06 PM IST

Updated : Sep 20, 2019, 2:28 PM IST

হলদিয়া, 20 সেপ্টেম্বর : হলদিয়া পেট্রোকেমিকেলসের ক্র্যাকার ইউনিটে আগুন ৷ ঘটনায় 13 জন শ্রমিক অগ্নিদগ্ধ ৷ গুরুতর অবস্থায় তাদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে। সেই সময় শ্রমিকরা ইউনিটে কাজ করছিলেন । ঘটনায় 13 জন অগ্নিদগ্ধ ৷ তাদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন ৷ ইতিমধ্যে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও রওনা দিয়েছেন । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অন্যান্য শিল্পাঞ্চল থেকেও দমকল পৌঁছেছে ৷

দেখুন ভিডিয়ো

ইউনিটে হাইড়্রো কার্বনের পাইপে লিকেজ হয় ৷ সেখান থেকে অতিদাহ্য হাইড্রো কার্বন বেরিয়ে তা ন্যাপথার সঙ্গে মেশে৷ এখান থেকেই আগুন লাগে পুরো ইউনিটে ৷ মূলত পেট্রোলিয়াম শোধনের পর যে ন্যাপথা পড়ে থাকে, তা মজুত হত এই ইউনিটে ৷ এই ন্যাপথা থেকে প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করা হয় ৷

হলদিয়া, 20 সেপ্টেম্বর : হলদিয়া পেট্রোকেমিকেলসের ক্র্যাকার ইউনিটে আগুন ৷ ঘটনায় 13 জন শ্রমিক অগ্নিদগ্ধ ৷ গুরুতর অবস্থায় তাদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

আজ সকালে হলদিয়া পেট্রোকেমিকেলসের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে আগুন লাগে। সেই সময় শ্রমিকরা ইউনিটে কাজ করছিলেন । ঘটনায় 13 জন অগ্নিদগ্ধ ৷ তাদের কলকাতার একটি হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন ৷ ইতিমধ্যে সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও রওনা দিয়েছেন । আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অন্যান্য শিল্পাঞ্চল থেকেও দমকল পৌঁছেছে ৷

দেখুন ভিডিয়ো

ইউনিটে হাইড়্রো কার্বনের পাইপে লিকেজ হয় ৷ সেখান থেকে অতিদাহ্য হাইড্রো কার্বন বেরিয়ে তা ন্যাপথার সঙ্গে মেশে৷ এখান থেকেই আগুন লাগে পুরো ইউনিটে ৷ মূলত পেট্রোলিয়াম শোধনের পর যে ন্যাপথা পড়ে থাকে, তা মজুত হত এই ইউনিটে ৷ এই ন্যাপথা থেকে প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করা হয় ৷

Intro:তমলুক,২০ সেপ্টেম্বর : গতকালই রাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয় যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় কে হেনস্থা করে বামপন্থী ছাত্র সংগঠন এস এফ আই। অভিযোগ মন্ত্রীকে শারীরিকভাবেও নিগ্রহ করা হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের তরফের ।দীর্ঘ ছয় ঘণ্টা ধরে ক্ষোভ বিক্ষোভ চলার পর চলার পর রাজ্যের রাজ্যপাল
জগদীপ ধনকড় নিজে বিশ্ববিদ্যালয়ে এসে বাবুল সুপ্রিয় কে উদ্ধার করে নিয়ে যান। ঘটনার পর রাত থেকেই সোশ্যাল মিডিয়াতেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের এই ন্যাক্কারজনক কাজের প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষ। আজ তারই প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর শহর তমলুকে বিজেপি তরফে থেকে বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয় কে হেনস্থার প্রতিবাদে মেছেদা হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল দশটা নাগাদ বিজেপি তমলুক নগর মন্ডলের পক্ষ থেকে বাবুল সুপ্রিয়'র ওপর এসএফআইয়ের হামলার প্রতিবাদে তমলুকের শঙ্করআড়া ব্রিজের থেকে মানিকতলা পর্যন্ত একটি মিছিল করা হয়। মিছিলের শেষে মানিকতলা তেই প্রায় শতাধিক দলীয় কর্মী মেছেদা হলদিয়া রাজ্য সড়ক অবরোধ করে। নগর মন্ডল সভাপতি মধুসূদন প্রামাণিকের নেতৃত্বে প্রায় আধঘন্টা ধরে চলে সেই অবরোধ। শহরের অন্যতম রাজ্য সড়কে অবরোধ হওয়ায় ব্যাপক যানজট হয়। পরে তমলুক থানার পুলিশ ঘটনাস্থানে এসে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করে অবরোধ তুলে দেয়। স্বাভাবিক হয় যানচলাচলের।Conclusion:প্রসঙ্গত ,গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কে পি বসু মেমোরিয়াল হলে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ABVP র পক্ষ থেকে ৷ সেখানেই আমন্ত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ে যান বাবুল সুপ্রিয়৷ এরপরই SFI ও অন্য বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ শারীরিকভাবে নিগ্রহ করা হয় তাকে ৷ দীর্ঘক্ষন পরে বিশ্ববিদ্যালয় রাজ্যের রাজ্যপাল গিয়ে নিজের গাড়িতে করে উদ্ধার করে নিয়ে আসেন।

এ বিষয়ে তমলুক নগর মন্ডলের সভাপতি মধুসূদন প্রামাণিক অভিযোগ করে বলেন, গতকাল প্রশাসনের চোখের সামনে দেশের কেন্দ্রীয় মন্ত্রী কে শারীরিকভাবে নিগ্রহ করা হয় এস এফ আই, মাওবাদী ও তৃণমূলের একাংশের দ্বারা। তা সত্ত্বেও পুলিশের তরফে তাকে উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাতেই আমাদের এই পথ অবরোধ। ভবিষ্যতে রাজ্যের ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলনে শামিল হবো।
Last Updated : Sep 20, 2019, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.