ETV Bharat / sports

প্রোটিয়াভূমে জোড়া শতরান ! অধিনায়ক সূর্য’কে টপকে গেলেন তিলক - ICC MEN CRICKET RANKINGS

69 ধাপ পদোন্নতি হয়েছে দক্ষিণী ব্যাটারের ৷ যদিও অজিদের বিরুদ্ধে তথৈবচ পারফর্ম্যান্সের জন্য 8 ধাপ নেমেছেন বিরাট কোহলি ৷ অবনতি হয়েছে রোহিত শর্মারও ৷

ICC Rankings
অধিনায়ক সূর্য’কে টপকে গেলেন তিলক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 20, 2024, 3:35 PM IST

Updated : Nov 20, 2024, 3:46 PM IST

দুবাই, 20 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে তাঁর ব্য়াটে এসেছিল 107 রান ৷ ঠিক পরের ম্যাচেই খেলেন 47 বলে 120 রানের অপরাজিত ইনিংস ৷ জোড়া শতরানের পুরস্কার পেলেন হায়দরাবাদী ব্যাটার ৷ বুধবার নয়া ব়্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি ৷ 19 নভেম্বর টি-20 ব্যাটারদের তালিকায় 72 নম্বরে ছিলেন তিলক ৷ জোড়া শতরানে জেরে পরদিনই 3 নম্বরে উঠে এসেছেন তিনি ৷

একধাপ নেমে 4 নম্বরে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ টি-20 ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডারের তালিকায় দু’ধাপ উঠে শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা ৷ ওডিআই ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছে টিম ইন্ডিয়ার 3 ব্যাটার ৷ দু’নম্বরে রোহিত শর্মা, তিনে শুভমন গিল ও চারে রয়েছেন বিরাট কোহলি ৷

টেস্টে ব্যাটারদের লিস্টে প্রথম পাঁচে রয়েছেন একমাত্র জশস্বী জয়সওয়াল ৷ একধাপ নেমে তিনি রয়েছেন 4 নম্বরে ৷ পাঁচধাপ উঠে ছ’নম্বরে এসেছেন ঋষভ পন্ত ৷ বিরাট কোহলি 8 ধাপ নেমে রয়েছেন 22 নম্বরে ৷ রোহিত শর্মা রয়েছেন 26 নম্বরে ৷

টেস্ট ফর্ম্যাটে সেরা তিন:

  1. অস্ট্রেলিয়া
  2. ভারত
  3. দক্ষিণ আফ্রিকা

ওডিআই ফর্ম্যাটে সেরা তিন:

  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. পাকিস্তান

টি-20 ফর্ম্যাটে সেরা তিন:

  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড

আরও পড়ুন: ইডেনে 'ঝুলন স্ট্যান্ড', ক্রিকেটের নন্দনকাননে নন্দিত ‘চাকদা এক্সপ্রেস’

টেস্ট ফর্ম্যাটে সেরা ব্যাটার:

  1. জো রুট (ইংল্যান্ড)
  2. কেন উইলিয়ামসন
  3. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

ওডিআই ফর্ম্যাটে সেরা ব্যাটার:

  1. বাবর আজম (পাকিস্তান)
  2. রোহিত শর্মা (ভারত)
  3. শুভমন গিল (ভারত)
  4. বিরাট কোহলি (ভারত)

টি-20 ফর্ম্যাটে সেরা ব্যাটার:

  1. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
  2. ফিল সল্ট (ইংল্যান্ড)
  3. তিলক বর্মা (ভারত)
  4. সূর্যকুমার যাদব (ভারত)

টেস্ট ফর্ম্যাটে সেরা বোলার:

  1. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  2. জোস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
  3. জসপ্রীত বুমরা (ভারত)

ওডিআই ফর্ম্যাটে সেরা বোলার:

  1. শাহিন আফ্রিদি (পাকিস্তান)
  2. রশিদ খান (আফগানিস্তান)
  3. কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)

টি-20 ফর্ম্যাটে সেরা বোলার:

  1. আদিল রশিদ (ইংল্যান্ড)
  2. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
  3. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

টেস্ট ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডার:

  1. রবীন্দ্র জাদেজা (ভারত)
  2. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
  3. সাকিব আল হাসান (বাংলাদেশ)

ওডিআই ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডার:

  1. মহম্মদ নবি (আফগানিস্তান)
  2. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
  3. রশিদ খান (আফগানিস্তান)

টি-20 ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডার:

  1. হার্দিক পান্ডিয়া (ভারত)
  2. দীপেন্দ্র সিং আরে (নেপাল)
  3. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)

আরও পড়ুন: সপরিবারে ভোট দিলেন সচিন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা মাস্টার ব্লাস্টারের

দুবাই, 20 নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচে তাঁর ব্য়াটে এসেছিল 107 রান ৷ ঠিক পরের ম্যাচেই খেলেন 47 বলে 120 রানের অপরাজিত ইনিংস ৷ জোড়া শতরানের পুরস্কার পেলেন হায়দরাবাদী ব্যাটার ৷ বুধবার নয়া ব়্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি ৷ 19 নভেম্বর টি-20 ব্যাটারদের তালিকায় 72 নম্বরে ছিলেন তিলক ৷ জোড়া শতরানে জেরে পরদিনই 3 নম্বরে উঠে এসেছেন তিনি ৷

একধাপ নেমে 4 নম্বরে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ টি-20 ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডারের তালিকায় দু’ধাপ উঠে শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া ৷ টেস্টে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা ৷ ওডিআই ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছে টিম ইন্ডিয়ার 3 ব্যাটার ৷ দু’নম্বরে রোহিত শর্মা, তিনে শুভমন গিল ও চারে রয়েছেন বিরাট কোহলি ৷

টেস্টে ব্যাটারদের লিস্টে প্রথম পাঁচে রয়েছেন একমাত্র জশস্বী জয়সওয়াল ৷ একধাপ নেমে তিনি রয়েছেন 4 নম্বরে ৷ পাঁচধাপ উঠে ছ’নম্বরে এসেছেন ঋষভ পন্ত ৷ বিরাট কোহলি 8 ধাপ নেমে রয়েছেন 22 নম্বরে ৷ রোহিত শর্মা রয়েছেন 26 নম্বরে ৷

টেস্ট ফর্ম্যাটে সেরা তিন:

  1. অস্ট্রেলিয়া
  2. ভারত
  3. দক্ষিণ আফ্রিকা

ওডিআই ফর্ম্যাটে সেরা তিন:

  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. পাকিস্তান

টি-20 ফর্ম্যাটে সেরা তিন:

  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড

আরও পড়ুন: ইডেনে 'ঝুলন স্ট্যান্ড', ক্রিকেটের নন্দনকাননে নন্দিত ‘চাকদা এক্সপ্রেস’

টেস্ট ফর্ম্যাটে সেরা ব্যাটার:

  1. জো রুট (ইংল্যান্ড)
  2. কেন উইলিয়ামসন
  3. হ্যারি ব্রুক (ইংল্যান্ড)

ওডিআই ফর্ম্যাটে সেরা ব্যাটার:

  1. বাবর আজম (পাকিস্তান)
  2. রোহিত শর্মা (ভারত)
  3. শুভমন গিল (ভারত)
  4. বিরাট কোহলি (ভারত)

টি-20 ফর্ম্যাটে সেরা ব্যাটার:

  1. ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
  2. ফিল সল্ট (ইংল্যান্ড)
  3. তিলক বর্মা (ভারত)
  4. সূর্যকুমার যাদব (ভারত)

টেস্ট ফর্ম্যাটে সেরা বোলার:

  1. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)
  2. জোস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া)
  3. জসপ্রীত বুমরা (ভারত)

ওডিআই ফর্ম্যাটে সেরা বোলার:

  1. শাহিন আফ্রিদি (পাকিস্তান)
  2. রশিদ খান (আফগানিস্তান)
  3. কেশব মহারাজ (দক্ষিণ আফ্রিকা)

টি-20 ফর্ম্যাটে সেরা বোলার:

  1. আদিল রশিদ (ইংল্যান্ড)
  2. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
  3. অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

টেস্ট ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডার:

  1. রবীন্দ্র জাদেজা (ভারত)
  2. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
  3. সাকিব আল হাসান (বাংলাদেশ)

ওডিআই ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডার:

  1. মহম্মদ নবি (আফগানিস্তান)
  2. সিকন্দর রাজা (জিম্বাবোয়ে)
  3. রশিদ খান (আফগানিস্তান)

টি-20 ফর্ম্যাটে সেরা অল-রাউন্ডার:

  1. হার্দিক পান্ডিয়া (ভারত)
  2. দীপেন্দ্র সিং আরে (নেপাল)
  3. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)

আরও পড়ুন: সপরিবারে ভোট দিলেন সচিন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা মাস্টার ব্লাস্টারের

Last Updated : Nov 20, 2024, 3:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.