ETV Bharat / international

সন্ত্রাসবাদকে মদত দেয় পাকিস্তান, ভুগতে হয় ভারতকে; দাবি রাষ্ট্রসংঘের ভারতীয় দূতের

ক্ষমতায় আসার পর থেকে সন্ত্রাস-মোকাবিলায় একাধিক পদক্ষের করেছে মোদি সরকার। কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করেনি। এমনটাই জানালেন রাষ্ট্রসংঘের ভারতীয় দূত পর্বতানেনী হরিশ ৷

INDIA PAKISTAN RELATION
রাষ্ট্রসংঘে ভারতীয় দূত পি হরিশ (এএনআই)
author img

By PTI

Published : 3 hours ago

Updated : 2 hours ago

নিউইয়র্ক, 20 নভেম্বর: পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রধান সমস্যা সন্ত্রাসবাদ ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে এমনটাই দাবি ভারতের দূত পর্বতানেনী হরিশের ৷ তাঁর দাবি, সন্ত্রাসবাদকে পাকিস্তান দীর্ঘদিন ধরে মদত করে আসছে। আর তার ফল ভুগতে হচ্ছে ভারতকে ৷ তবে তা আর সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন হরিশ ৷

মঙ্গলবার কলম্বিয়া ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের দূত ৷ সেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে সন্ত্রাসবাদের প্রশ্নে পড়শি দেশকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তিনি বলেন, "দীর্ঘদিন আগে দু'দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ৷ তার একমাত্র কারণ সন্ত্রাসবাদ ৷ এই সমস্যার সমাধান না-হলে দুই দেশের সম্পর্কে কোনওদিন উন্নতি হবে না ৷" তাঁর মতে, সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকবার চেষ্টা করেছেন। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনাও করেছেন ৷ তবে তাতেও কোনও লাভ হয়নি ৷

শুধুমাত্র ভারতের জন্য নয়, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের জন্যই অভিশাপ । এমনই মনে করেন হরিশ ৷ তাঁর কথায়, "একমাত্র আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব ৷ আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত ৷" সন্ত্রাসবাদকে ভারত কোনওমতেই মেনে নেবে না এমন বার্তা দিয়ে হরিশ আরও বলেন, "একটি সন্ত্রাসবাদী হামলা আদতে একাধিক হামলার সমান ৷ একটি প্রাণ গেলে তার সঙ্গে হাজারটা প্রাণ যায় ৷ সুতরাং, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ নিচ্ছি, সেটাই আলোচনার বিষয় ৷"

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ সময়ের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তা আরও মজবুত করতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী ৷ দেশের তিন সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে ৷ সেই সঙ্গে, পাকিস্তানের সঙ্গেও কথা বলা হয়েছে ভারতের তরফে ৷ যদিও তারপরও কোনও পরিবর্তন হয়নি বলে দাবি দিল্লির ৷ এদিন সেই বিষয়টিকেই নিজের বক্তব্যে তুলে ধরেন রাষ্ট্রসংঘে দেশের দূত ৷

পড়ুন: পারমাণবিক অস্ত্র প্রয়োগের পথে রাশিয়া ! নয়া নীতিতে স্বাক্ষর প্রেসিডেন্ট পুতিনের

নিউইয়র্ক, 20 নভেম্বর: পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতের প্রধান সমস্যা সন্ত্রাসবাদ ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে এমনটাই দাবি ভারতের দূত পর্বতানেনী হরিশের ৷ তাঁর দাবি, সন্ত্রাসবাদকে পাকিস্তান দীর্ঘদিন ধরে মদত করে আসছে। আর তার ফল ভুগতে হচ্ছে ভারতকে ৷ তবে তা আর সহ্য করা হবে না বলে সাফ জানিয়েছেন হরিশ ৷

মঙ্গলবার কলম্বিয়া ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতের দূত ৷ সেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে সন্ত্রাসবাদের প্রশ্নে পড়শি দেশকে কড়া ভাষায় আক্রমণ করেন ৷ তিনি বলেন, "দীর্ঘদিন আগে দু'দেশের মধ্যে বিশ্বাসের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে ৷ তার একমাত্র কারণ সন্ত্রাসবাদ ৷ এই সমস্যার সমাধান না-হলে দুই দেশের সম্পর্কে কোনওদিন উন্নতি হবে না ৷" তাঁর মতে, সমস্যার সমাধানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকবার চেষ্টা করেছেন। পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনাও করেছেন ৷ তবে তাতেও কোনও লাভ হয়নি ৷

শুধুমাত্র ভারতের জন্য নয়, সন্ত্রাসবাদ গোটা বিশ্বের জন্যই অভিশাপ । এমনই মনে করেন হরিশ ৷ তাঁর কথায়, "একমাত্র আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমেই সন্ত্রাসবাদ সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব ৷ আর সেই লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত ৷" সন্ত্রাসবাদকে ভারত কোনওমতেই মেনে নেবে না এমন বার্তা দিয়ে হরিশ আরও বলেন, "একটি সন্ত্রাসবাদী হামলা আদতে একাধিক হামলার সমান ৷ একটি প্রাণ গেলে তার সঙ্গে হাজারটা প্রাণ যায় ৷ সুতরাং, আন্তর্জাতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই সমস্যার সমাধানের জন্য কী কী পদক্ষেপ নিচ্ছি, সেটাই আলোচনার বিষয় ৷"

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর সন্ত্রাসবাদ রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ সময়ের সঙ্গে সঙ্গে দেশের নিরাপত্তা আরও মজবুত করতে প্রতিরক্ষা ব্যবস্থার উপর বাড়তি গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী ৷ দেশের তিন সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে ৷ সেই সঙ্গে, পাকিস্তানের সঙ্গেও কথা বলা হয়েছে ভারতের তরফে ৷ যদিও তারপরও কোনও পরিবর্তন হয়নি বলে দাবি দিল্লির ৷ এদিন সেই বিষয়টিকেই নিজের বক্তব্যে তুলে ধরেন রাষ্ট্রসংঘে দেশের দূত ৷

পড়ুন: পারমাণবিক অস্ত্র প্রয়োগের পথে রাশিয়া ! নয়া নীতিতে স্বাক্ষর প্রেসিডেন্ট পুতিনের
Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.