ETV Bharat / state

EID Celebration: জেলায় জেলায় আজকের দিনে নমাজ পড়াতে মানুষের ঢল ঈদগাহে

আজ দেশ তথা বিশ্বজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ ৷ আজকের এই পবিত্র দিনে ঈদগাহে ভিড় উপতে পড়ে নমাজ পড়তে ৷ জেলায় জেলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষরা নতুন পোশাক ও শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠলেন ৷

EID Celebration 2023
নমাজ পড়াতে মানুষের ঢল ঈদগাহে
author img

By

Published : Apr 22, 2023, 8:43 PM IST

আজকের দিনে নমাজ পড়াতে মানুষের ঢল ঈদগাহে

পূর্ব মেদিনীপুর ও হাওড়া, 22 এপ্রিল: আজকের দিনে ঈদগাহে নমাজ পড়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের ঢল নামে বিশ্বজুড়ে। সারা দেশের সঙ্গে এদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায় ঈদ পালনের নান ছবি। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা তথা রামনগর, সাগরেশ্বর, মুকুন্দপুর, আটমহল, কাঁথির হরিপুর ঈদগাহ, দারুয়া নয় মিনার ঈদগাহ-সহ অন্যান্য জায়গায় নমাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা ৷ সেইসঙ্গে হাওড়াতেও ঈদের নমাজের নানা ছবি ধরা পড়ল ৷ নতুন পোশাক ও শুভেচ্ছা বিনিময়ে পালন করলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ৷

পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পর প্রথম অর্ধচন্দ্র দেখার মধ্য দিয়ে আজ ঈদ-উল-ফিতর উদযাপন হচ্ছে সারা বিশ্বে ৷ ইসলামী বিশ্বাস অনুসারে, নবী মুহাম্মদের প্রথম প্রত্যাদেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষরা রমজানকে উপবাসের মাস হিসেবে পালন করে থাকেন।

কাঁথি হরিপুর ঈদগাহের ইমাম হাবিবুর রহমান বলেন, "পবিত্র ঈদে খুশির হাওয়া সর্বত্রই। বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষদের কাছে শান্তি, ভাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানাই।" অপরদিকে, বিশিষ্ট সমাজসেবী শেখ রফিকুল ইসলাম বলেন, "এই ঈদে আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-সহ সকল সম্প্রদায়ের মানুষরা মিলেমিশে খুশি পালন করি। এটা মুসলিম সম্প্রদায়ের ঈদ হলেও আমরা এখানে কোনও জাতিভেদের বিভাজন রাখি না। আমরা মনে করি ধর্ম যে যার উৎসব সবার। আমরা সম্প্রীতির বার্তা নিয়ে সারা বিশ্বে জানাতে চাই, এখানে জাতির কোনও ভেদাভেদ নেই।"

আরও পড়ুন: দাবদাহ থেকে রক্ষা পেতে ঈদের নমাজে দোয়া করলেন মহিলারা

অন্যদিকে, হাওড়ার বিভিন্ন প্রান্তে পালন হচ্ছে ঈদ ৷ ঈদ-উল-ফিতর উপলক্ষে হাওড়া পিলখানা জামা মসজিদে সকাল থেকে শুরু হয় নমাজ পাঠ। নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মনের রাগ, ঈর্ষা, বিদ্বেষ ভুলে ধর্মপ্রাণ মুসলিম সমাজ পালন করে এই পবিত্র রোজার মাস। জেলার বিভিন্ন এলাকা শনিবারের ঈদ উপলক্ষে সেজে উঠেছে। আট থেকে আশি সকলেই খুশির ঈদ পালন করছেন। আজকের ঈদের নমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ৷ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে, উত্তর হাওড়ার পিলখানা এলাকাতে ঈদ উপলক্ষে পুলিশি বন্দোবস্ত করা হয়।

আজকের দিনে নমাজ পড়াতে মানুষের ঢল ঈদগাহে

পূর্ব মেদিনীপুর ও হাওড়া, 22 এপ্রিল: আজকের দিনে ঈদগাহে নমাজ পড়ার জন্য মুসলিম সম্প্রদায়ের মানুষের ঢল নামে বিশ্বজুড়ে। সারা দেশের সঙ্গে এদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় দেখতে পাওয়া যায় ঈদ পালনের নান ছবি। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গা তথা রামনগর, সাগরেশ্বর, মুকুন্দপুর, আটমহল, কাঁথির হরিপুর ঈদগাহ, দারুয়া নয় মিনার ঈদগাহ-সহ অন্যান্য জায়গায় নমাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা ৷ সেইসঙ্গে হাওড়াতেও ঈদের নমাজের নানা ছবি ধরা পড়ল ৷ নতুন পোশাক ও শুভেচ্ছা বিনিময়ে পালন করলেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ৷

পবিত্র রমজান মাসে এক মাস রোজা রাখার পর প্রথম অর্ধচন্দ্র দেখার মধ্য দিয়ে আজ ঈদ-উল-ফিতর উদযাপন হচ্ছে সারা বিশ্বে ৷ ইসলামী বিশ্বাস অনুসারে, নবী মুহাম্মদের প্রথম প্রত্যাদেশকে স্মরণীয় করে রাখার জন্য বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের মানুষরা রমজানকে উপবাসের মাস হিসেবে পালন করে থাকেন।

কাঁথি হরিপুর ঈদগাহের ইমাম হাবিবুর রহমান বলেন, "পবিত্র ঈদে খুশির হাওয়া সর্বত্রই। বিশ্বের সমস্ত ধর্মাবলম্বী মানুষদের কাছে শান্তি, ভাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানাই।" অপরদিকে, বিশিষ্ট সমাজসেবী শেখ রফিকুল ইসলাম বলেন, "এই ঈদে আমরা হিন্দু-মুসলিম-খ্রিস্টান-সহ সকল সম্প্রদায়ের মানুষরা মিলেমিশে খুশি পালন করি। এটা মুসলিম সম্প্রদায়ের ঈদ হলেও আমরা এখানে কোনও জাতিভেদের বিভাজন রাখি না। আমরা মনে করি ধর্ম যে যার উৎসব সবার। আমরা সম্প্রীতির বার্তা নিয়ে সারা বিশ্বে জানাতে চাই, এখানে জাতির কোনও ভেদাভেদ নেই।"

আরও পড়ুন: দাবদাহ থেকে রক্ষা পেতে ঈদের নমাজে দোয়া করলেন মহিলারা

অন্যদিকে, হাওড়ার বিভিন্ন প্রান্তে পালন হচ্ছে ঈদ ৷ ঈদ-উল-ফিতর উপলক্ষে হাওড়া পিলখানা জামা মসজিদে সকাল থেকে শুরু হয় নমাজ পাঠ। নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। মনের রাগ, ঈর্ষা, বিদ্বেষ ভুলে ধর্মপ্রাণ মুসলিম সমাজ পালন করে এই পবিত্র রোজার মাস। জেলার বিভিন্ন এলাকা শনিবারের ঈদ উপলক্ষে সেজে উঠেছে। আট থেকে আশি সকলেই খুশির ঈদ পালন করছেন। আজকের ঈদের নমাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ৷ হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে, উত্তর হাওড়ার পিলখানা এলাকাতে ঈদ উপলক্ষে পুলিশি বন্দোবস্ত করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.