ETV Bharat / state

"দিদি কি জানেন ? শুনে কী বলছেন" ; জানতে চান কুরবানের বিবি - murder

নবমীর রাতে নিজের গ্রামেরই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় তৃণমূল নেতা কুরবান শাহর । 5 দিন পরও তদন্তের কোনও কিনারা হয়নি বলে অভিযোগ তাঁর পরিবারের ৷

ছবি
author img

By

Published : Oct 12, 2019, 12:48 PM IST

Updated : Oct 12, 2019, 1:23 PM IST

পাঁশকুড়া , 12 অক্টোবর : তৃণমূল নেতা কুরবান শাহর খুনের ঘটনায় তদন্ত নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন তাঁর বিবি সায়েদা ৷ তিনি বলেন , "আমি দিদির কাছে জানতে চাই তাঁর দলের জন্য আমার শওহর প্রাণ দিল ৷ তদন্তের ব্যপারে তিনি কী ভাবছেন ?" কুরবান শা-র বিবি আরও বলেন, " আজ পাঁচ দিন হয়ে গেল আমার শওহরের খুনিদের গ্রেপ্তার করা হয়নি ৷ পুলিশ ঠিক মতো কাজ করছে না ৷ আমি শুভেন্দুদাকে বলেছি ৷ দিদির কাছে আদৌ এই খবরটি পৌঁছেছে কি না ৷ শুনে কী বলছেন তিনি ৷ তদন্তের ব্যপারে দিদি কী ভাবছেন আমি জানতে চাই ৷ নিজের দলের লোকই যে এই কাজ করেনি সেই ব্যপারেও তদন্ত চাই ৷ প্রত্যেককে জেরা করা হোক ৷ আমি CID তদন্ত চাই ৷ "

গত সোমবার অর্থাৎ নবমীর রাতে নিজের গ্রামেরই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বছর বত্রিশের তৃণমূল নেতা কুরবান শাহর । পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ঘটনার পেছনে BJP-র হাত রয়েছে । মন্ত্রী নাম না করেই তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি, বর্তমান BJP নেতা আনিসুর রহমানকে ইঙ্গিত করেছিলেন । FIR আনিসুরকে মূল অভিযুক্ত করা হয়েছে । যদিও এই কেসে প্রথম গ্রেপ্তার হওয়া খালেক খান তৃণমূলেরই স্থানীয় নেতা এবং তাঁর নাম FIR উল্লেখ ছিলনা ।

দেখুন ভিডিয়ো

এদিন কুরবানের বিবি সায়েদাও বলেছেন, " আনিসুর তার শওহরকে তিনবার হুমকি দিয়েছিল । BDO অফিসে একবার মারধরও করে । দু'বার মাথা ফাটিয়ে দেওয়া হয় । এবার একদম শেষ করে দিল । "

শুক্রবার ঘটনার পাঁচদিনের মাথায় কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বাড়িতে হাজির ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । কুরবানের কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে প্রায় আধঘণ্টা ধরে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মন্ত্রী । সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি । ঘটনার পরেই এই খুনের CID তদন্ত দাবি করেছিলেন নিহত কুরবান শাহের দাদা আফজল আলি । তাঁর দাবি ছিল, " আমার ভাই রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং সেই কারণে একমাত্র CID তদন্ত হলেই প্রকৃত দোষি গ্রেপ্তার হতে পারে ।"

পাঁশকুড়া , 12 অক্টোবর : তৃণমূল নেতা কুরবান শাহর খুনের ঘটনায় তদন্ত নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন তাঁর বিবি সায়েদা ৷ তিনি বলেন , "আমি দিদির কাছে জানতে চাই তাঁর দলের জন্য আমার শওহর প্রাণ দিল ৷ তদন্তের ব্যপারে তিনি কী ভাবছেন ?" কুরবান শা-র বিবি আরও বলেন, " আজ পাঁচ দিন হয়ে গেল আমার শওহরের খুনিদের গ্রেপ্তার করা হয়নি ৷ পুলিশ ঠিক মতো কাজ করছে না ৷ আমি শুভেন্দুদাকে বলেছি ৷ দিদির কাছে আদৌ এই খবরটি পৌঁছেছে কি না ৷ শুনে কী বলছেন তিনি ৷ তদন্তের ব্যপারে দিদি কী ভাবছেন আমি জানতে চাই ৷ নিজের দলের লোকই যে এই কাজ করেনি সেই ব্যপারেও তদন্ত চাই ৷ প্রত্যেককে জেরা করা হোক ৷ আমি CID তদন্ত চাই ৷ "

গত সোমবার অর্থাৎ নবমীর রাতে নিজের গ্রামেরই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বছর বত্রিশের তৃণমূল নেতা কুরবান শাহর । পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ঘটনার পেছনে BJP-র হাত রয়েছে । মন্ত্রী নাম না করেই তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি, বর্তমান BJP নেতা আনিসুর রহমানকে ইঙ্গিত করেছিলেন । FIR আনিসুরকে মূল অভিযুক্ত করা হয়েছে । যদিও এই কেসে প্রথম গ্রেপ্তার হওয়া খালেক খান তৃণমূলেরই স্থানীয় নেতা এবং তাঁর নাম FIR উল্লেখ ছিলনা ।

দেখুন ভিডিয়ো

এদিন কুরবানের বিবি সায়েদাও বলেছেন, " আনিসুর তার শওহরকে তিনবার হুমকি দিয়েছিল । BDO অফিসে একবার মারধরও করে । দু'বার মাথা ফাটিয়ে দেওয়া হয় । এবার একদম শেষ করে দিল । "

শুক্রবার ঘটনার পাঁচদিনের মাথায় কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বাড়িতে হাজির ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । কুরবানের কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে প্রায় আধঘণ্টা ধরে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মন্ত্রী । সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি । ঘটনার পরেই এই খুনের CID তদন্ত দাবি করেছিলেন নিহত কুরবান শাহের দাদা আফজল আলি । তাঁর দাবি ছিল, " আমার ভাই রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং সেই কারণে একমাত্র CID তদন্ত হলেই প্রকৃত দোষি গ্রেপ্তার হতে পারে ।"

Intro:পাঁশকুড়া, ১১ সেপ্টেম্বর:আমার স্বামীর খুনে জড়িত তার কাছের লোকেরাই।পুলিশ কাজ করছেনা।পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কুরবান শা খুনে এমনই অভিযোগ তার স্ত্রী মাইসোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সায়েদা সাবানা বানু খাতুনের।

Body:গত সোমবার অর্থাৎ নবমীর রাতে নবমীর দিন নিজের গ্রামেরই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা হয়ে গিয়েছিলেন বছর বত্রিশের কুরবান শা। পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃনমূলের পক্ষ থেকে ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করা হয়েছিল। মন্ত্রী নাম না করেই তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি, বর্তমান বিজেপি নেতা আনিসুর রহমানকে ইঙ্গিত করেছিলেন। এফআইআরেও আনিসুরকে মূল অভিযুক্ত করা হয়েছে। যদিও প্রথম গ্রেপ্তার হওয়া খালেক খান তৃণমূলেরই স্থানীয় নেতা এবং তাঁর নাম এফআইআরে ছিলইনা।এদিন কুরবানের স্ত্রী সায়েদাও বলেছেন, আনিসুর তার স্বামীকে তিনবার হুমকি দিয়েছিল।বিডিও অফিসে একবার মারধর করল।দুবার মাথা ফাটিয়ে দিল।এবার একদম শেষ করে দিল।কিন্ত তিনি এটাও পরিষ্কার করে বলেছেন, খুন যারাই করুক তাদের সাহায্য করেছে কুরবানের কাছের এবং দলের লোকেরাই।বলেন,৫দিন পেরিয়ে গেছে অথচ আমার স্বামীর প্রকৃত খুনিরা এখনও ধরা পড়লনা। যারা আমার স্বামীর কাছাকাছি থাকত তাদের সঙ্গে যোগসাজশ করেই খুন করা হয়েছে আমার স্বামীকে। তাদের কেন জিজ্ঞাসাবাদ করছেনা পুলিশ?আমার ধারণা অনেক আগে থেকেই খুনের পরিকল্পনা করা হয়েছিল।তা না হলে এমন নৃশংস খুন সম্ভব সহজ ছিল না।"
Conclusion:শুক্রবার ঘটনার পাঁচদিনের মাথায় কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বাড়িতে হাজির ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।কুরবানের কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে প্রায় আধঘন্টা ধরে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।সাংবাদিকদের অবশ্য কোনও কথা বলেননি তিনি।তবে কুরবানের স্ত্রী বলেন,পুলিশ ঠিকঠাক তদন্ত করছে না।ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব সিআইডিকে দেওয়া হোক।পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই অনুরোধ জানিয়েছি।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন এ ব্যাপারে উদ্যোগ নেন।মমতাদি কি আদৌ জানেন ঘটনাটা ? জানার পর তিনি কি ব্যবস্থা নিয়েছেন ? তাঁর দল করতে গিয়ে প্রান দিতে হল আমার স্বামীকে!এখনও কোনও কিনারা হলনা কেন?''ঘটনার পরেই এই খুনের সিআইডি তদন্ত দাবি করেছিলেন নিহত কুরবান শাহের দাদা আফজল আলি।তাঁর দাবি ছিল, আমার ভাই রাজনৈতিক কারনে খুন হয়েছে এবং সেই কারনে একমাত্র সিআইডি তদন্ত হলেই প্রকৃত দোষি গ্রেপ্তার হতে পারে।' শাসকদল আশ্রিত একটি রাজনৈতিক পরিবারের এই দাবি নিশ্চিতভাবেই অন্য কিছুর ইঙ্গিত দিয়েছিল এবং প্রথম থেকেই স্থানীয় পুলিশের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছিল।কিন্তু শেষ অবধি পুলিশই এই খুনের তদন্তভার নেয় এবং 'সিট' গঠন করে তদন্ত শুরু করা হয়।শুক্রবার নতুন করে আবারও সিআইডি তদন্তের প্রসঙ্গ তুলে পুলিশের প্রতি অনাস্থাকেই প্রকাশ করলেন নিহত নেতার স্ত্রী।
Last Updated : Oct 12, 2019, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.