পাঁশকুড়া , 12 অক্টোবর : তৃণমূল নেতা কুরবান শাহর খুনের ঘটনায় তদন্ত নিয়ে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন তাঁর বিবি সায়েদা ৷ তিনি বলেন , "আমি দিদির কাছে জানতে চাই তাঁর দলের জন্য আমার শওহর প্রাণ দিল ৷ তদন্তের ব্যপারে তিনি কী ভাবছেন ?" কুরবান শা-র বিবি আরও বলেন, " আজ পাঁচ দিন হয়ে গেল আমার শওহরের খুনিদের গ্রেপ্তার করা হয়নি ৷ পুলিশ ঠিক মতো কাজ করছে না ৷ আমি শুভেন্দুদাকে বলেছি ৷ দিদির কাছে আদৌ এই খবরটি পৌঁছেছে কি না ৷ শুনে কী বলছেন তিনি ৷ তদন্তের ব্যপারে দিদি কী ভাবছেন আমি জানতে চাই ৷ নিজের দলের লোকই যে এই কাজ করেনি সেই ব্যপারেও তদন্ত চাই ৷ প্রত্যেককে জেরা করা হোক ৷ আমি CID তদন্ত চাই ৷ "
গত সোমবার অর্থাৎ নবমীর রাতে নিজের গ্রামেরই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বছর বত্রিশের তৃণমূল নেতা কুরবান শাহর । পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ঘটনার পেছনে BJP-র হাত রয়েছে । মন্ত্রী নাম না করেই তৃণমূলের প্রাক্তন জেলা যুব সভাপতি, বর্তমান BJP নেতা আনিসুর রহমানকে ইঙ্গিত করেছিলেন । FIR আনিসুরকে মূল অভিযুক্ত করা হয়েছে । যদিও এই কেসে প্রথম গ্রেপ্তার হওয়া খালেক খান তৃণমূলেরই স্থানীয় নেতা এবং তাঁর নাম FIR উল্লেখ ছিলনা ।
এদিন কুরবানের বিবি সায়েদাও বলেছেন, " আনিসুর তার শওহরকে তিনবার হুমকি দিয়েছিল । BDO অফিসে একবার মারধরও করে । দু'বার মাথা ফাটিয়ে দেওয়া হয় । এবার একদম শেষ করে দিল । "
শুক্রবার ঘটনার পাঁচদিনের মাথায় কুরবানের শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁর বাড়িতে হাজির ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী । কুরবানের কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে প্রায় আধঘণ্টা ধরে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন মন্ত্রী । সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি । ঘটনার পরেই এই খুনের CID তদন্ত দাবি করেছিলেন নিহত কুরবান শাহের দাদা আফজল আলি । তাঁর দাবি ছিল, " আমার ভাই রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং সেই কারণে একমাত্র CID তদন্ত হলেই প্রকৃত দোষি গ্রেপ্তার হতে পারে ।"