ETV Bharat / state

New Look of Digha : পর্যটকদের আকর্ষণ বাড়াতে নয়া রূপে সাজছে সৈকত সুন্দরী - New Look of Digha

দিঘার রূপে বরাবরই মুগ্ধ হয়েছেন পর্যটকরা ৷ সরকারি উদ্যোগে ফের নতুনভাবে পর্যটকদের সামনে ধরা দিতে সেজে উঠছে দিঘা ৷ বড়দিনের আগেই নয়া রূপে দিঘাকে (New Look of Digha) সুন্দর করে সাজাতে জোরকদমে চলছে কাজ ৷

digha
পর্যটকদের আকর্ষণ বাড়াতে সাজছে সৈকত সুন্দরী দিঘা
author img

By

Published : Dec 17, 2021, 3:50 PM IST

দিঘা, 17 ডিসেম্বর : দিঘা ৷ পর্যটক টানতে নামটাই যথেষ্ট ৷ বছরভর ভ্রমণপিপাসু বাঙালি ভিড় জমায় দিঘার সমুদ্র সৈকতে ৷ সূর্যোদয় থেকে সূর্যাস্ত ৷ 24 ঘণ্টার প্রতিটা মুহূর্তেই অপরূপ সুন্দরী দিঘা ৷ তাই দিঘার সমুদ্র সৈকত বরাবর বাঙালির প্রিয় বেড়ানোর জায়গাগুলির মধ্যে অন্যতম ৷

এবার সৈকত সুন্দরী ফের নতুন রূপে (New Look of Digha) পর্যটকদের সামনে আসার অপেক্ষায় ৷ জোরকদমে চলছে কাজ ৷ একের পর এক ঘূর্ণিঝড় তার উপর আছড়ে পড়লেও সে যে হার মানতে রাজি নয় তা আরেকবার প্রমাণিত হবে ৷

যুদ্ধংদেহী ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকবে রাজা, মন্ত্রী আর হাতি-ঘোড়ার দল । শতরঞ্জিতে সেজে বসে থাকবে দাবার ঘুঁটি । দিঘায় এবার এমনই সব জিনিস চাক্ষুষ করতে পারবেন আপনি ৷ তাও আবার সমুদ্রের একেবারে কাছে, খোলা আকাশের নিচে ৷ ওল্ড দিঘার সৈকতাবাস সংলগ্ন প্রথম বিশ্ব বাংলা উদ্যানের নকশার একটি দৃশ্য এমনই ।

আরও পড়ুন : যশের দাপট, রূপ হারিয়ে ধ্বংসস্তূপ দিঘা

এছাড়াও পুরো উদ্যানটি সেজে উঠছে জোড়া প্রবেশদ্বার-সহ আধুনিক ব্যবস্থায় । থাকছে বাতিস্তম্ভ, বসার জায়গা ৷ পার্কের গায়ে পড়ছে রঙের প্রলেপ । সেখান থেকে দাঁড়িয়ে বা বসে দু‘ভাবেই উপভোগ করা যাবে ঢেউয়ের আনাগোনা । পাশাপাশি শিশু কর্নারেও যুক্ত করা হবে আধুনিক সব রাইড । আর বড়দের জন্য থাকছে আই লাভ দিঘা সেলফি জোন, গ্যাস বেলুন, পিকনিক স্পট-সহ আরও একাধিক জিনিস ৷

পর্যটকদের আকর্ষণ বাড়াতে সাজছে সৈকত সুন্দরী দিঘা

জাওয়াদ সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও, যশের ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি-সহ উপকূলীয় অঞ্চল । সাজানো সমুদ্র উপকূলবর্তী এলাকার রাস্তাঘাট, সৈকতের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল । যশের সেই ক্ষত সংস্কার-সহ সৈকত সুন্দরীকে 15 কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ।

এই বিষয়ে পর্ষদ প্রশাসক মানসকুমার মণ্ডল বলেন, "আশা করা যায় 25 ডিসেম্বরের আগে যাবতীয় কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷ সাজসজ্জার কাজ পুরোপুরি শেষ হলে দিঘার অপরূপ দৃশ্যে মুগ্ধ হবেন পর্যটকরা । আমরা চেষ্টা করছি দিঘা রাজ্যের মানুষের কাছে হোক ফার্স্ট টুরিস্ট ডেস্টিনেশন ৷ এই সৈকতকে পরিষ্কার- পরিচ্ছন্ন রূপে পর্যকদের কাছে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য । দার্জিলিং নয়, দিঘাকে বাঙালির প্রথম পছন্দ রূপে তুলে ধরতে আগামী দিনে আরও বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ যা পর্যটকদের মধ্যে আরও আকর্ষণ বাড়াবে ।’’

আরও পড়ুন : যশ-রোষে রোমান্টিক দিঘা যেন খণ্ডহর

দিঘা, 17 ডিসেম্বর : দিঘা ৷ পর্যটক টানতে নামটাই যথেষ্ট ৷ বছরভর ভ্রমণপিপাসু বাঙালি ভিড় জমায় দিঘার সমুদ্র সৈকতে ৷ সূর্যোদয় থেকে সূর্যাস্ত ৷ 24 ঘণ্টার প্রতিটা মুহূর্তেই অপরূপ সুন্দরী দিঘা ৷ তাই দিঘার সমুদ্র সৈকত বরাবর বাঙালির প্রিয় বেড়ানোর জায়গাগুলির মধ্যে অন্যতম ৷

এবার সৈকত সুন্দরী ফের নতুন রূপে (New Look of Digha) পর্যটকদের সামনে আসার অপেক্ষায় ৷ জোরকদমে চলছে কাজ ৷ একের পর এক ঘূর্ণিঝড় তার উপর আছড়ে পড়লেও সে যে হার মানতে রাজি নয় তা আরেকবার প্রমাণিত হবে ৷

যুদ্ধংদেহী ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকবে রাজা, মন্ত্রী আর হাতি-ঘোড়ার দল । শতরঞ্জিতে সেজে বসে থাকবে দাবার ঘুঁটি । দিঘায় এবার এমনই সব জিনিস চাক্ষুষ করতে পারবেন আপনি ৷ তাও আবার সমুদ্রের একেবারে কাছে, খোলা আকাশের নিচে ৷ ওল্ড দিঘার সৈকতাবাস সংলগ্ন প্রথম বিশ্ব বাংলা উদ্যানের নকশার একটি দৃশ্য এমনই ।

আরও পড়ুন : যশের দাপট, রূপ হারিয়ে ধ্বংসস্তূপ দিঘা

এছাড়াও পুরো উদ্যানটি সেজে উঠছে জোড়া প্রবেশদ্বার-সহ আধুনিক ব্যবস্থায় । থাকছে বাতিস্তম্ভ, বসার জায়গা ৷ পার্কের গায়ে পড়ছে রঙের প্রলেপ । সেখান থেকে দাঁড়িয়ে বা বসে দু‘ভাবেই উপভোগ করা যাবে ঢেউয়ের আনাগোনা । পাশাপাশি শিশু কর্নারেও যুক্ত করা হবে আধুনিক সব রাইড । আর বড়দের জন্য থাকছে আই লাভ দিঘা সেলফি জোন, গ্যাস বেলুন, পিকনিক স্পট-সহ আরও একাধিক জিনিস ৷

পর্যটকদের আকর্ষণ বাড়াতে সাজছে সৈকত সুন্দরী দিঘা

জাওয়াদ সেভাবে প্রভাব বিস্তার করতে না পারলেও, যশের ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি দিঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণি-সহ উপকূলীয় অঞ্চল । সাজানো সমুদ্র উপকূলবর্তী এলাকার রাস্তাঘাট, সৈকতের সৌন্দর্যায়নের কাজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল । যশের সেই ক্ষত সংস্কার-সহ সৈকত সুন্দরীকে 15 কোটি টাকা ব্যয়ে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ।

এই বিষয়ে পর্ষদ প্রশাসক মানসকুমার মণ্ডল বলেন, "আশা করা যায় 25 ডিসেম্বরের আগে যাবতীয় কাজ সম্পূর্ণ হয়ে যাবে ৷ সাজসজ্জার কাজ পুরোপুরি শেষ হলে দিঘার অপরূপ দৃশ্যে মুগ্ধ হবেন পর্যটকরা । আমরা চেষ্টা করছি দিঘা রাজ্যের মানুষের কাছে হোক ফার্স্ট টুরিস্ট ডেস্টিনেশন ৷ এই সৈকতকে পরিষ্কার- পরিচ্ছন্ন রূপে পর্যকদের কাছে উপস্থাপন করাই আমাদের লক্ষ্য । দার্জিলিং নয়, দিঘাকে বাঙালির প্রথম পছন্দ রূপে তুলে ধরতে আগামী দিনে আরও বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ যা পর্যটকদের মধ্যে আরও আকর্ষণ বাড়াবে ।’’

আরও পড়ুন : যশ-রোষে রোমান্টিক দিঘা যেন খণ্ডহর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.