ETV Bharat / state

শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিলেন, রাস্তায় উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ

ঝুলন্ত অবস্থায় যুবকের পা মাটিতে ঠেকে ছিল। তাই স্থানীয়দের অনুমান, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মৃত শুভঙ্কর ধাড়া
author img

By

Published : Apr 8, 2019, 12:09 PM IST

নন্দকুমার (মেদিনীপুর), 8 এপ্রিল : বাবলপুর এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম শুভঙ্কর ধাড়া (৩৫)। বাড়ি হলদিয়ার ব্রজলালাচক এলাকায়। আজ সকালে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কের পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল তিনি ময়নার শ্রীরামপুরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, শুভঙ্করকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আজ সকালে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। সেই সময় তাঁরা রাস্তার ধারে মোবাইল ফোনের আওয়াজ শুনতে পান। সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতেই তাঁরা একটি আমগাছে শুভঙ্করের ঝুলন্ত দেহ দেখতে পান। ঝুলন্ত অবস্থায় তাঁর পা মাটিতে ঠেকে ছিল। তাই স্থানীয়দের অনুমান, কেউ বা কারা তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থান থেকে একটি মোবাইল ফোন, একটি সাইকেল ও বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

নন্দকুমার থানা সার্কেল ইনস্পেক্টর রণজিৎ ঘোষ জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

নন্দকুমার (মেদিনীপুর), 8 এপ্রিল : বাবলপুর এলাকা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম শুভঙ্কর ধাড়া (৩৫)। বাড়ি হলদিয়ার ব্রজলালাচক এলাকায়। আজ সকালে তমলুক শ্রীরামপুর রাজ্য সড়কের পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গতকাল তিনি ময়নার শ্রীরামপুরে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। স্থানীয়দের প্রাথমিক অনুমান, শুভঙ্করকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

আজ সকালে এলাকার বাসিন্দারা প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। সেই সময় তাঁরা রাস্তার ধারে মোবাইল ফোনের আওয়াজ শুনতে পান। সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতেই তাঁরা একটি আমগাছে শুভঙ্করের ঝুলন্ত দেহ দেখতে পান। ঝুলন্ত অবস্থায় তাঁর পা মাটিতে ঠেকে ছিল। তাই স্থানীয়দের অনুমান, কেউ বা কারা তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থান থেকে একটি মোবাইল ফোন, একটি সাইকেল ও বেশকিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

নন্দকুমার থানা সার্কেল ইনস্পেক্টর রণজিৎ ঘোষ জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.