ETV Bharat / state

সংক্রান্তি স্নানে দিঘায় পুণ্যার্থীদের ভিড়, নিরাপত্তায় ওয়াচ টাওয়ার ও ড্রোন

author img

By

Published : Jan 15, 2020, 8:06 PM IST

Updated : Jan 24, 2020, 10:39 AM IST

মকর সংক্রান্তির পুণ্যস্নানে দিঘার সমুদ্র সৈকতে আজ ভোর থেকে জড়ো হন পুণ্যার্থীরা । প্রশাসন মনে করছে গত বছরের তুলনায় এ বছর পুণ্যার্থীর সংখ্যা বেশি । তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে  ৷ এছাড়া সমুদ্র সৈকতে প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ।

puba medinipur
দিঘা

দিঘা, 15 জানুয়ারি : মকর সংক্রান্তির পুণ্যস্নানে আজ সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমান পুণ্যার্থীরা ৷ দিঘায় আজ লক্ষাধিক পুণ্যার্থীর জমায়েত হয় । তাদের যাতে সমস্যা না হয় সেজন্য সমুদ্র সৈকতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ৷ জেলা পরিষদের তরফে খোলা হয়েছে স্বাস্থ্য শিবির ।


আজ ভোর থেকে দিঘায় ঘন কুয়াশা ছিল । তাই ভোরে পুণ্যার্থীদের সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে । প্রশাসন মনে করছে গত বছরের তুলনায় এ বছর পুণ্যার্থীর সংখ্যা বেশি । তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷ এছাড়া সমুদ্র সৈকতে প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ।


শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে পুণ্যার্থীদের মধ্যে বিলি করা হয় ছোলা ও জল-বাতাসা ৷ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে । জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী বলেন, " কাঁথির সাংসদ শিশির অধিকারী ও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের নির্দেশে আমরা গতকাল থেকে পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য শিবির খুলেছি । তাদের মধ্যে জল- বাতাসা ও ছোলা বিলি করছি । আমাদের এই কাজে সাহায্য করছে পদিমা-1 ও 2 পঞ্চায়েত । "

দিঘা, 15 জানুয়ারি : মকর সংক্রান্তির পুণ্যস্নানে আজ সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমান পুণ্যার্থীরা ৷ দিঘায় আজ লক্ষাধিক পুণ্যার্থীর জমায়েত হয় । তাদের যাতে সমস্যা না হয় সেজন্য সমুদ্র সৈকতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ৷ জেলা পরিষদের তরফে খোলা হয়েছে স্বাস্থ্য শিবির ।


আজ ভোর থেকে দিঘায় ঘন কুয়াশা ছিল । তাই ভোরে পুণ্যার্থীদের সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে । প্রশাসন মনে করছে গত বছরের তুলনায় এ বছর পুণ্যার্থীর সংখ্যা বেশি । তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷ এছাড়া সমুদ্র সৈকতে প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ।


শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে পুণ্যার্থীদের মধ্যে বিলি করা হয় ছোলা ও জল-বাতাসা ৷ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে । জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী বলেন, " কাঁথির সাংসদ শিশির অধিকারী ও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের নির্দেশে আমরা গতকাল থেকে পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য শিবির খুলেছি । তাদের মধ্যে জল- বাতাসা ও ছোলা বিলি করছি । আমাদের এই কাজে সাহায্য করছে পদিমা-1 ও 2 পঞ্চায়েত । "

Intro:মকর সংক্রান্তিতে দীঘাতে সমুদ্র স্নানে বাঁধভাঙা উচ্ছ্বাস ।

মকর সংক্রান্তিতে দিঘায় প্রায় লক্ষাধিক পর্যটক পূর্ণার্থীদের ভীড়। তবে সকালের দিকে ঘণ কুয়াশা, ঠাণ্ডা বেশী থাকায় সমুদ্র স্নানে খুব কম পূর্ণার্থীদের ভীড় ছিল , বেলা বাড়ার সাথে সাথে স্নানের জন্য উপচে পড়া ভীড় জমেছে। দিঘা লাগোয়া পদিমা এক,দুই গ্রামপঞ্চায়েত ও দিঘা শংকর পুর উন্নয়ন পর্ষদের তরফে পূর্ণার্থীদের জন্য ছোলা বাতাসা জল দানের ব্যবস্থা করা হয়েছে। জেলাপরিষদ এর তরফে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে যায়েছে।যাতে কোন অসুবিধায় না পড়েন পূর্ণার্থী থেকে পর্যটকেরা। তবে দিঘাতে পূর্ণার্থীদের ভীড় এবার রেকর্ড পরিমাণ। যা বিগত বছর গুলোতেই এমন চোখে পড়েনি।বহু দূরদূরান্ত থেকে শুধু নয় , ভিন রাজ্যের পর্যটক রাও ভীড় জমিছেন দিঘাতে। প্রশাসনের তরফে আঁটোসাঁটো নজরদারি চালানো চলছে।ওয়াচ টাওয়ার থেকে ও নজরদারি চলছে।তবে যেহেতু কেবল স্নানের জন্য মানুষজন দের আজ রেকর্ড পরিমাণ ভীড় , তাই সমুদ্রে নজরদারি তে বেশি করে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। হাঁটু জলের নীচে নামতে নিষেধাজ্ঞা করা হয়েছে । জেলার মৎস্য ও প্রানী কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারি বলেন , কাঁথির সাংসদ শিশির অধিকারি ও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস এর নির্দেশে আমরা গত কাল থেকে পূর্ণর্থী দের জন্য স্বাস্থ্য শিবির ও জল, বাতাসের আয়োজন করেছি পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে । আর প্রশাসনের পক্ষ থেকে বারে বারে মাইকে ঘোষণা করা হচ্ছে, যে আপনারা হাঁটু জলের বেশি নাম্বেন না ।

বাইট 1a আনন্দময়ী অধিকারী। জেলা পরিষদ এর মৎস্য ও প্রানী কর্মাধ্যক্ষ।Body:মকর সংক্রান্তিতে দীঘাতে সমুদ্র স্নানে বাঁধভাঙা উচ্ছ্বাস ।

মকর সংক্রান্তিতে দিঘায় প্রায় লক্ষাধিক পর্যটক পূর্ণার্থীদের ভীড়। তবে সকালের দিকে ঘণ কুয়াশা, ঠাণ্ডা বেশী থাকায় সমুদ্র স্নানে খুব কম পূর্ণার্থীদের ভীড় ছিল , বেলা বাড়ার সাথে সাথে স্নানের জন্য উপচে পড়া ভীড় জমেছে। দিঘা লাগোয়া পদিমা এক,দুই গ্রামপঞ্চায়েত ও দিঘা শংকর পুর উন্নয়ন পর্ষদের তরফে পূর্ণার্থীদের জন্য ছোলা বাতাসা জল দানের ব্যবস্থা করা হয়েছে। জেলাপরিষদ এর তরফে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে যায়েছে।যাতে কোন অসুবিধায় না পড়েন পূর্ণার্থী থেকে পর্যটকেরা। তবে দিঘাতে পূর্ণার্থীদের ভীড় এবার রেকর্ড পরিমাণ। যা বিগত বছর গুলোতেই এমন চোখে পড়েনি।বহু দূরদূরান্ত থেকে শুধু নয় , ভিন রাজ্যের পর্যটক রাও ভীড় জমিছেন দিঘাতে। প্রশাসনের তরফে আঁটোসাঁটো নজরদারি চালানো চলছে।ওয়াচ টাওয়ার থেকে ও নজরদারি চলছে।তবে যেহেতু কেবল স্নানের জন্য মানুষজন দের আজ রেকর্ড পরিমাণ ভীড় , তাই সমুদ্রে নজরদারি তে বেশি করে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। হাঁটু জলের নীচে নামতে নিষেধাজ্ঞা করা হয়েছে । জেলার মৎস্য ও প্রানী কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারি বলেন , কাঁথির সাংসদ শিশির অধিকারি ও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস এর নির্দেশে আমরা গত কাল থেকে পূর্ণর্থী দের জন্য স্বাস্থ্য শিবির ও জল, বাতাসের আয়োজন করেছি পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে । আর প্রশাসনের পক্ষ থেকে বারে বারে মাইকে ঘোষণা করা হচ্ছে, যে আপনারা হাঁটু জলের বেশি নাম্বেন না ।

বাইট 1a আনন্দময়ী অধিকারী। জেলা পরিষদ এর মৎস্য ও প্রানী কর্মাধ্যক্ষ।Conclusion:মকর সংক্রান্তিতে দীঘাতে সমুদ্র স্নানে বাঁধভাঙা উচ্ছ্বাস ।

মকর সংক্রান্তিতে দিঘায় প্রায় লক্ষাধিক পর্যটক পূর্ণার্থীদের ভীড়। তবে সকালের দিকে ঘণ কুয়াশা, ঠাণ্ডা বেশী থাকায় সমুদ্র স্নানে খুব কম পূর্ণার্থীদের ভীড় ছিল , বেলা বাড়ার সাথে সাথে স্নানের জন্য উপচে পড়া ভীড় জমেছে। দিঘা লাগোয়া পদিমা এক,দুই গ্রামপঞ্চায়েত ও দিঘা শংকর পুর উন্নয়ন পর্ষদের তরফে পূর্ণার্থীদের জন্য ছোলা বাতাসা জল দানের ব্যবস্থা করা হয়েছে। জেলাপরিষদ এর তরফে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে যায়েছে।যাতে কোন অসুবিধায় না পড়েন পূর্ণার্থী থেকে পর্যটকেরা। তবে দিঘাতে পূর্ণার্থীদের ভীড় এবার রেকর্ড পরিমাণ। যা বিগত বছর গুলোতেই এমন চোখে পড়েনি।বহু দূরদূরান্ত থেকে শুধু নয় , ভিন রাজ্যের পর্যটক রাও ভীড় জমিছেন দিঘাতে। প্রশাসনের তরফে আঁটোসাঁটো নজরদারি চালানো চলছে।ওয়াচ টাওয়ার থেকে ও নজরদারি চলছে।তবে যেহেতু কেবল স্নানের জন্য মানুষজন দের আজ রেকর্ড পরিমাণ ভীড় , তাই সমুদ্রে নজরদারি তে বেশি করে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। হাঁটু জলের নীচে নামতে নিষেধাজ্ঞা করা হয়েছে । জেলার মৎস্য ও প্রানী কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারি বলেন , কাঁথির সাংসদ শিশির অধিকারি ও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস এর নির্দেশে আমরা গত কাল থেকে পূর্ণর্থী দের জন্য স্বাস্থ্য শিবির ও জল, বাতাসের আয়োজন করেছি পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে । আর প্রশাসনের পক্ষ থেকে বারে বারে মাইকে ঘোষণা করা হচ্ছে, যে আপনারা হাঁটু জলের বেশি নাম্বেন না ।

বাইট 1a আনন্দময়ী অধিকারী। জেলা পরিষদ এর মৎস্য ও প্রানী কর্মাধ্যক্ষ।
Last Updated : Jan 24, 2020, 10:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.