ETV Bharat / state

পুলিশকে খুনের হুমকির অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা

author img

By

Published : Aug 27, 2019, 8:48 PM IST

গতকাল মেচেদার সভায় পুলিশকে মারার হুমকি দিয়েছিলেন ৷ সেই ঘটনায় আজ কোলাঘাট থানায় BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷

ফাইল ফোটো

কোলাঘাট, 27 অগাস্ট : পুলিশকে মারার হুমকি দেওয়ার অভিযোগে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । BJP কর্মীদের পুলিশের বিরুদ্ধে প্ররোচিত করা, খুন ও সম্মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে আজ কোলাঘাট থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153,189, 504, 505, 506 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ৷

মেচেদায় দলীয় সভা থেকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার । তিনি বলেন,"খুনের হুমকি, অপরাধমূলক হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র, সম্মানহানিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷"

ঘটনার সূত্রপাত গতকাল মেচেদায় BJP-র সভায় ৷ দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন দিলীপ ৷ বলেন, "আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, খুনের কেস দিয়েছে৷ আমি দিলীপ ঘোষ বলে রাখলাম তোমাদের বুকে পা দিয়ে হাঁটছি, গলায় পা দিয়ে হাঁটব ৷ আমার একটা চুলও তুলতে পারবে না ৷ কোনও বাপের ব্যাটা তোমাদের বাঁচাতে পারবে না ৷ চৌরাস্তায় উলঙ্গ করে মারব ৷ আমি যেদিন মারব, তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না ৷ বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না ৷ 28 হাজার কেস কেন, 58 হাজার কেস দিলেও লড়ব ৷ কোটি কোটি টাকা খরচ করব ৷" দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ আরও বলেন, "পুলিশ হোক, TMC হোক মারবেন । ফেলে দেবেন । দায়িত্ব আমার । মিডিয়ার সামনে বলছি । যদি না মারেন আপনি BJP-র কর্মী নন ৷ অনেক কেস লড়েছি ৷ বহু মৃতদেহে মালা দিয়েছি ৷ "

তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, একজন প্রথম সারির নেতা ও সাংসদ কীভাবে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে পুলিশকে খুন ও শাসকদলকে এভাবে হুমকি দিতে পারে ৷ যদিও এই বিষয়টিকে গুরুত্ব দেননি দিলীপ ৷ বলেন, "যা বলেছি বেশ করেছি ৷ আগে 22 টা মামলা ছিল আর একটি যোগ হল৷"

কোলাঘাট, 27 অগাস্ট : পুলিশকে মারার হুমকি দেওয়ার অভিযোগে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ । BJP কর্মীদের পুলিশের বিরুদ্ধে প্ররোচিত করা, খুন ও সম্মানহানিকর বক্তব্য রাখার অভিযোগে আজ কোলাঘাট থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153,189, 504, 505, 506 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে ৷

মেচেদায় দলীয় সভা থেকে উসকানিমূলক মন্তব্যের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার । তিনি বলেন,"খুনের হুমকি, অপরাধমূলক হুমকি, অপরাধমূলক ষড়যন্ত্র, সম্মানহানিসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷"

ঘটনার সূত্রপাত গতকাল মেচেদায় BJP-র সভায় ৷ দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন দিলীপ ৷ বলেন, "আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, খুনের কেস দিয়েছে৷ আমি দিলীপ ঘোষ বলে রাখলাম তোমাদের বুকে পা দিয়ে হাঁটছি, গলায় পা দিয়ে হাঁটব ৷ আমার একটা চুলও তুলতে পারবে না ৷ কোনও বাপের ব্যাটা তোমাদের বাঁচাতে পারবে না ৷ চৌরাস্তায় উলঙ্গ করে মারব ৷ আমি যেদিন মারব, তোমাদের লাশ খুঁজে পাওয়া যাবে না ৷ বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না ৷ 28 হাজার কেস কেন, 58 হাজার কেস দিলেও লড়ব ৷ কোটি কোটি টাকা খরচ করব ৷" দলীয় কর্মীদের উদ্দেশে দিলীপ আরও বলেন, "পুলিশ হোক, TMC হোক মারবেন । ফেলে দেবেন । দায়িত্ব আমার । মিডিয়ার সামনে বলছি । যদি না মারেন আপনি BJP-র কর্মী নন ৷ অনেক কেস লড়েছি ৷ বহু মৃতদেহে মালা দিয়েছি ৷ "

তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, একজন প্রথম সারির নেতা ও সাংসদ কীভাবে প্রকাশ্য সভায় দাঁড়িয়ে পুলিশকে খুন ও শাসকদলকে এভাবে হুমকি দিতে পারে ৷ যদিও এই বিষয়টিকে গুরুত্ব দেননি দিলীপ ৷ বলেন, "যা বলেছি বেশ করেছি ৷ আগে 22 টা মামলা ছিল আর একটি যোগ হল৷"

Intro:কোলাঘাট,২৭ আগস্ট:পুলিশকে খুন করার হুমকি দেওয়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।মঙ্গলবার কোলাঘাট থানায় তাঁর বিরুদ্ধে দলীয় কর্মীদের পুলিশের বিরুদ্ধে প্ররোচিত করা খুন ও সম্মানহানিকর বক্তব্য রাখায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।ভারতীয় দন্ডবিধির ১৫৩, ১৮৯, ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে।Body:মেচেদায় দলীয় সভা থেকে উস্কানিমূলক মন্তব্যের দায়ে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলেমান নেশাকুমার।তিনি বলেন,"খুনের হুমকি ,অপরাধমূলক হুমকি,অপরাধমূলক ষড়যন্ত্র, সম্মানহানি -সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে৷"Conclusion:সোমবার মেচেদার দলীয় সভায় দিলীপের বেফাঁস মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে এই বিতর্কে ৷ দলীয় সভা থেকেই পুলিশ ও তৃণমূলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ৷ কার্যত পুলিশকে খুনের হুমকি দিয়েছিলেন তিনি৷মেচেদার সভায় দিলীপ ঘোষের বক্তব্য ছিল , ‘‘আমি এখনও মারিনি৷ যেদিন খুন করতে শুরু করব, সেদিন বুঝতে পারবেন৷ কাউকে জেলে যেতে দেব না৷ আমাকে মেরেছে, খুনের চেষ্টা করেছে, খুনের হুমকি দিয়েছে৷ আমি কাউকে খুন করিনি৷ আমি যদি খুন করতে শুরু করি, খুঁজে পাবে না৷ তোমার বাড়ির লোক তোমার মুখে আগুন দিতে পারবে না৷’’রীতিমতো প্ররোচনা দিয়ে দলীয় কর্মীদের দিলীপ আরও বলেছিলেন,"পুলিশ হোক, টিএমসি হোক মারবেন।ফেলে দেবেন।দায়িত্ব আমার।মিডিয়ার সামনে বলছি।" দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷ একজন প্রথম শ্রেণির নেতা কীভাবে সভায় দাঁড়িয়ে পুলিশকে খুন ও শাসক দলকে এভাবে হুমকি দিতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন৷ যদিও মামলা রুজু হওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে দিলীপ ঘোষের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.