ETV Bharat / state

বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে আহত 12 - diga gateway

বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত 12 । দুর্ঘটনার ফলে ব্যাপক যানজট । আহতরা ভরতি হাসপাতালে ।

বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ
author img

By

Published : May 19, 2019, 12:23 PM IST

Updated : May 19, 2019, 12:34 PM IST

দিঘা, 19 মে : দিঘা গেটওয়ের কাছে সরকারি বাস আর আলু বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত 12 । সকলকেই ভরতি করা হয় দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে ।

দেখুন ভিডিয়ো
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রসৈকত দিঘা গেটওয়ে থেকে ফিরছিল 10 জন পর্যটক সহ একটি সরকারি বাস । আর দিঘার দিকে আসছিল আলুবোঝাই একটি পিকঅ্যাপ ভ্যান। মোড়ের মাথায় একে অপরকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাস ও ভ্যানটি । আহত হয় 10 জন পর্যটক । ভ্যানটির চালক ও খালাসিও আহত হন । খবর পেয়ে দিঘা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ও উদ্ধারকাজ শুরু করে । আহত যাত্রী সহ ভ্যানের চালক এবং খালাসিকে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে । দুর্ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় । বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ।

দিঘা, 19 মে : দিঘা গেটওয়ের কাছে সরকারি বাস আর আলু বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত 12 । সকলকেই ভরতি করা হয় দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে ।

দেখুন ভিডিয়ো
পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্রসৈকত দিঘা গেটওয়ে থেকে ফিরছিল 10 জন পর্যটক সহ একটি সরকারি বাস । আর দিঘার দিকে আসছিল আলুবোঝাই একটি পিকঅ্যাপ ভ্যান। মোড়ের মাথায় একে অপরকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাস ও ভ্যানটি । আহত হয় 10 জন পর্যটক । ভ্যানটির চালক ও খালাসিও আহত হন । খবর পেয়ে দিঘা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় ও উদ্ধারকাজ শুরু করে । আহত যাত্রী সহ ভ্যানের চালক এবং খালাসিকে নিয়ে যাওয়া হয় দিঘা স্টেট জেনেরাল হাসপাতালে । দুর্ঘটনার পর ব্যাপক যানজটের সৃষ্টি হয় । বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ।
sample description
Last Updated : May 19, 2019, 12:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.