ময়না , 21 জুন : ময়নায় বোমা বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ রবিরার ময়না থানার বরুণা গ্রামে তৃণমূলের কর্মী সুনিল মণ্ডলের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণের আঘাতে বাড়ির দ্বিতীয় তলের একটি ঘরের দেওয়াল ও জানালা ভেঙে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে ময়না থানার পুলিশ ৷ ওই তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ময়না থানার পুলিশ ।
স্থানীয় তৃণমুল নেতা সুব্রত মালাকারের অভিযোগ , বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের কর্মী সুনীল মন্ডলের বাড়ীতে মুখে কালো কাপড় বেঁধে এসে বোমা মেরে চলে যায় । ওই তৃণমুল কর্মী গত ছয় মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ৷ " তাঁর আরও অভিযোগ লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপির সন্ত্রাসে তৃণমূলের নেতা-কর্মীরা ঘর ছাড়া ৷ পুলিশ-প্রশাসন কোনও সদর্থক ভূমিকা নেয়নি ৷
আরও পড়ুন : Jnaneswari fraud : মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যাতায়াত ছিল জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' অমৃতাভের
উল্টোদিকে তৃণমূলের এইসব অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা আশিস মণ্ডল ৷ তিনি বলেন, " এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালানোর জন্য ঐ তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুত করে রাখা ছিল । কিন্তু কোনো ভাবে বোমা গুলো ফেটে যায় ৷ "