ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে BJP-র বিক্ষোভ ও পথ অবরোধ ‌ - bjp

পুলিশ-প্রশাসনের নিষ্কৃয়তার অভিযোগে পূর্ব মেদিনীপুরে BJP-র পথ অবরোধ ও বিক্ষোভ ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 30, 2020, 4:26 PM IST

কাঁথি, 30 জুন : জেলাজুড়ে BJP-র পথ অবরোধ ও বিক্ষোভ শুরু হল । গতকাল কাঁথি মহকুমা পুলিশ সুপারের কাছে চার দফা দাবি নিয়ে BJP ডেপুটেশন জমা দেয় ।

তাদের অভিযোগ ,খেজুরি থানার বিভিন্ন জায়গায় বোম, আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাপকভাবে তৃণমূলের দুষ্কৃতীরা সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব চালাচ্ছে । রবিবার BJP-র সাংগঠনিক জেলা সম্পাদকের গুলি লাগে । এরপরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি । প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক কাজ পরিলক্ষিত হচ্ছে । তারই প্রতিবাদে জেলাজুড়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ এবং সাংসদ কুনাল হেমব্রম । ‌

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, হেঁড়িয়া, বাজকুল, রামনগর, মেছেদা, এগরা সহ আরও অন্যান্য জায়গায় পথ অবরোধ শুরু হয় । অবরোধের শেষে সাংসদ সৌমিত্র খাঁ তমলুক জেলা হাসপাতাল পবিত্র দাসের সঙ্গে দেখা করতে যান । দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সরকার বিরোধী কোনও কথা বললেই গুলি খেতে হচ্ছে । যেটা আমরা সন্দেশখালিতে দেখলাম । এখন পূর্ব মেদিনীপুরে দেখছি । পবিত্র দাসের হাতে গুলি লেগেছে তাই সে বেঁচে গেছেন । না হলে মারা যেতেন ।"

কাঁথি, 30 জুন : জেলাজুড়ে BJP-র পথ অবরোধ ও বিক্ষোভ শুরু হল । গতকাল কাঁথি মহকুমা পুলিশ সুপারের কাছে চার দফা দাবি নিয়ে BJP ডেপুটেশন জমা দেয় ।

তাদের অভিযোগ ,খেজুরি থানার বিভিন্ন জায়গায় বোম, আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাপকভাবে তৃণমূলের দুষ্কৃতীরা সন্ত্রাস ও লুটপাটের রাজত্ব চালাচ্ছে । রবিবার BJP-র সাংগঠনিক জেলা সম্পাদকের গুলি লাগে । এরপরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি । প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পক্ষপাতমূলক কাজ পরিলক্ষিত হচ্ছে । তারই প্রতিবাদে জেলাজুড়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় । এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চার সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ এবং সাংসদ কুনাল হেমব্রম । ‌

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, হেঁড়িয়া, বাজকুল, রামনগর, মেছেদা, এগরা সহ আরও অন্যান্য জায়গায় পথ অবরোধ শুরু হয় । অবরোধের শেষে সাংসদ সৌমিত্র খাঁ তমলুক জেলা হাসপাতাল পবিত্র দাসের সঙ্গে দেখা করতে যান । দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সরকার বিরোধী কোনও কথা বললেই গুলি খেতে হচ্ছে । যেটা আমরা সন্দেশখালিতে দেখলাম । এখন পূর্ব মেদিনীপুরে দেখছি । পবিত্র দাসের হাতে গুলি লেগেছে তাই সে বেঁচে গেছেন । না হলে মারা যেতেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.