ETV Bharat / state

রাস্তার উপর কাঠের গুঁড়ি, ভারতীর কনভয় আটকানোর চেষ্টা

author img

By

Published : Nov 22, 2020, 6:37 PM IST

বাইক মিছিল শুরু হওয়ার পর বেশ কিছু দুষ্কৃতী রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে মিছিল আটকানোর চেষ্টা করে । দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ তুলেছেন BJP কর্মীরা ।

ভারতী ঘোষ
ভারতী ঘোষ

ভগবানপুর, 22 নভেম্বর : রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে ভারতী ঘোষের কনভয় আটকানোর চেষ্টা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার জুখিয়া এলাকায় । আজ মাধাখালি থেকে উদবাদাল পর্যন্ত BJP-র বাইক মিছিল ছিল । সেই বাইক মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ভারতী ঘোষ ।

BJP-র অভিযোগ, বাইক মিছিল শুরু হওয়ার পর বেশ কিছু দুষ্কৃতী রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে মিছিল আটকানোর চেষ্টা করে । দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ তুলেছেন BJP কর্মীরা । ঘটনার জেরে এলাকায় বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে । ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয় ।

ভারতী ঘোষের কনভয় আটকানোর চেষ্টা, ধুন্ধুমার ভগবানপুর

তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মীরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, "এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় । এটি BJP-র গোষ্ঠী কোন্দলের ফল । বরং আমাদের কর্মীদের মারধর করেছে BJP কর্মীরা । আমরা বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি ।"

ভগবানপুর, 22 নভেম্বর : রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে ভারতী ঘোষের কনভয় আটকানোর চেষ্টা । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার জুখিয়া এলাকায় । আজ মাধাখালি থেকে উদবাদাল পর্যন্ত BJP-র বাইক মিছিল ছিল । সেই বাইক মিছিলের নেতৃত্ব দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ভারতী ঘোষ ।

BJP-র অভিযোগ, বাইক মিছিল শুরু হওয়ার পর বেশ কিছু দুষ্কৃতী রাস্তার উপর গাছের গুঁড়ি ফেলে মিছিল আটকানোর চেষ্টা করে । দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ তুলেছেন BJP কর্মীরা । ঘটনার জেরে এলাকায় বেশ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে । ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয় ।

ভারতী ঘোষের কনভয় আটকানোর চেষ্টা, ধুন্ধুমার ভগবানপুর

তৃণমূলের অভিযোগ, BJP-র কর্মীরা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে । তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, "এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় । এটি BJP-র গোষ্ঠী কোন্দলের ফল । বরং আমাদের কর্মীদের মারধর করেছে BJP কর্মীরা । আমরা বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.