ETV Bharat / sports

39 বছর পর! কুম্বলের কীর্তি ছুঁয়ে রঞ্জিতে ইতিহাস অংশুলের - RANJI TROPHY 2024 25

রঞ্জি ট্রফিতে বিরল নজির হরিয়ানা পেসার অংশুল কম্বোজের ৷ সম্প্রতি যুব এশিয়া কাপে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি ৷ কী নজির এল তাঁর ঝুলিতে?

ANSHUL KAMBOJ
আইপিএলে অংশুল (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 15, 2024, 1:53 PM IST

Updated : Nov 15, 2024, 2:30 PM IST

রোহতক, 15 নভেম্বর: টেস্ট ম্য়াচের এক ইনিংসে 10 উইকেট ৷ নজিরের কথা শুনলে ভারতীয়দের প্রথমেই যাঁর নাম মাথায় আসে তিনি অনিল কুম্বলে ৷ কিংবদন্তি স্পিনারের সেই নজির স্পর্শ করে শিরোনামে অংশুল কম্বোজ ৷ তবে হরিয়ানা পেসারের এই নজির এল ঘরোয়া ক্রিকেটে ৷ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্য়াচে শুক্রবার কেরলের বিরুদ্ধে এক ইনিংসে 10 উইকেট নিলেন অংশুল ৷

রঞ্জি ট্রফিতে আগেও ইনিংসে 10 উইকেট নেওয়ার নজির রয়েছে ৷ তবে অংশুল এই নজির গড়লেন 39 বছর বাদে ৷ অর্থাৎ, একবিংশ শতকে প্রথমবার এই নজির এল রঞ্জিতে ৷ সামগ্রিকভাবে তৃতীয় বোলার হিসেবে রঞ্জিতে এই রেকর্ড স্পর্শ করলেন অংশুল ৷ রোহতকে কেরলের বিরুদ্ধে হরিয়ানা পেসার 10 উইকেট নিলেন 49 রানের বিনিময়ে ৷ আর অংশুলের কীর্তিতে প্রথম ইনিংসে 291 রানে অলআউট কেরল ৷

বৃহস্পতিবারই বিপক্ষের আট উইকেট তুলে নিয়েছিলেন অংশুল ৷ শুক্রবার সকালে বাকি দু'টিও নিজের নামে করে বিরল কৃতিত্বের অধিকারী হন তিনি ৷ এর আগে হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফিতে সর্বাধিক এক ইনিংসে আট উইকেট নজির ছিল যোগিন্দর শর্মার নামে ৷ 30.1 ওভার হাত ঘুরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে ইনিংসে 10 উইকেট নিলেন হরিয়ানা ক্রিকেটার ৷ যিনি গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন ম্যাচে দু'টি উইকেটও নিয়েছিলেন ৷

রঞ্জি ট্রফিতে এর আগে এক ইনিংসে 10 উইকেট নিয়েছেন বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম ৷ 1956-57 মরশুমে বাংলার হয়ে অসমের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ৷ প্রদীপ সুন্দরম 1985-86 মরশুমে বিদর্ভের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন ৷

একনজরে ইনিংসে 10 উইকেট নেওয়া ভারতীয় বোলাররা:

  • সুভাষ গুপ্তে 78/10: বম্বে বনাম পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস ও বাহওয়ালপুর একাদশ (1954-55)
  • প্রেমাংশু চট্টোপাধ্য়ায় 20/10: বাংলা বনাম অসম (1956/57)
  • প্রদীপ সুন্দরম 78/10: রাজস্থান বনাম বিদর্ভ (1985-86)
  • অনিল কুম্বলে 74/10: ভারত বনাম পাকিস্তান (1999)
  • দেবাশিস মোহান্তি 46/10: ইস্ট জোন বনাম সাউথ জোন (2000-01)
  • অংশুল কম্বোজ 49/10: হরিয়ানা বনাম কেরল (2024-25)
  1. 'লোভ সামলাতে হবে', অস্ট্রেলিয়ায় রোহিতকে সাফল্যের দাওয়াই কিংবদন্তির
  2. সফরের শুরুতেই চোট উদ্বেগ, প্র্যাকটিস ম্যাচে এবার মাঠ ছাড়লেন রাহুল

রোহতক, 15 নভেম্বর: টেস্ট ম্য়াচের এক ইনিংসে 10 উইকেট ৷ নজিরের কথা শুনলে ভারতীয়দের প্রথমেই যাঁর নাম মাথায় আসে তিনি অনিল কুম্বলে ৷ কিংবদন্তি স্পিনারের সেই নজির স্পর্শ করে শিরোনামে অংশুল কম্বোজ ৷ তবে হরিয়ানা পেসারের এই নজির এল ঘরোয়া ক্রিকেটে ৷ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্য়াচে শুক্রবার কেরলের বিরুদ্ধে এক ইনিংসে 10 উইকেট নিলেন অংশুল ৷

রঞ্জি ট্রফিতে আগেও ইনিংসে 10 উইকেট নেওয়ার নজির রয়েছে ৷ তবে অংশুল এই নজির গড়লেন 39 বছর বাদে ৷ অর্থাৎ, একবিংশ শতকে প্রথমবার এই নজির এল রঞ্জিতে ৷ সামগ্রিকভাবে তৃতীয় বোলার হিসেবে রঞ্জিতে এই রেকর্ড স্পর্শ করলেন অংশুল ৷ রোহতকে কেরলের বিরুদ্ধে হরিয়ানা পেসার 10 উইকেট নিলেন 49 রানের বিনিময়ে ৷ আর অংশুলের কীর্তিতে প্রথম ইনিংসে 291 রানে অলআউট কেরল ৷

বৃহস্পতিবারই বিপক্ষের আট উইকেট তুলে নিয়েছিলেন অংশুল ৷ শুক্রবার সকালে বাকি দু'টিও নিজের নামে করে বিরল কৃতিত্বের অধিকারী হন তিনি ৷ এর আগে হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফিতে সর্বাধিক এক ইনিংসে আট উইকেট নজির ছিল যোগিন্দর শর্মার নামে ৷ 30.1 ওভার হাত ঘুরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে ইনিংসে 10 উইকেট নিলেন হরিয়ানা ক্রিকেটার ৷ যিনি গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন ম্যাচে দু'টি উইকেটও নিয়েছিলেন ৷

রঞ্জি ট্রফিতে এর আগে এক ইনিংসে 10 উইকেট নিয়েছেন বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম ৷ 1956-57 মরশুমে বাংলার হয়ে অসমের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ৷ প্রদীপ সুন্দরম 1985-86 মরশুমে বিদর্ভের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন ৷

একনজরে ইনিংসে 10 উইকেট নেওয়া ভারতীয় বোলাররা:

  • সুভাষ গুপ্তে 78/10: বম্বে বনাম পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস ও বাহওয়ালপুর একাদশ (1954-55)
  • প্রেমাংশু চট্টোপাধ্য়ায় 20/10: বাংলা বনাম অসম (1956/57)
  • প্রদীপ সুন্দরম 78/10: রাজস্থান বনাম বিদর্ভ (1985-86)
  • অনিল কুম্বলে 74/10: ভারত বনাম পাকিস্তান (1999)
  • দেবাশিস মোহান্তি 46/10: ইস্ট জোন বনাম সাউথ জোন (2000-01)
  • অংশুল কম্বোজ 49/10: হরিয়ানা বনাম কেরল (2024-25)
  1. 'লোভ সামলাতে হবে', অস্ট্রেলিয়ায় রোহিতকে সাফল্যের দাওয়াই কিংবদন্তির
  2. সফরের শুরুতেই চোট উদ্বেগ, প্র্যাকটিস ম্যাচে এবার মাঠ ছাড়লেন রাহুল
Last Updated : Nov 15, 2024, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.