রোহতক, 15 নভেম্বর: টেস্ট ম্য়াচের এক ইনিংসে 10 উইকেট ৷ নজিরের কথা শুনলে ভারতীয়দের প্রথমেই যাঁর নাম মাথায় আসে তিনি অনিল কুম্বলে ৷ কিংবদন্তি স্পিনারের সেই নজির স্পর্শ করে শিরোনামে অংশুল কম্বোজ ৷ তবে হরিয়ানা পেসারের এই নজির এল ঘরোয়া ক্রিকেটে ৷ রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ডের ম্য়াচে শুক্রবার কেরলের বিরুদ্ধে এক ইনিংসে 10 উইকেট নিলেন অংশুল ৷
রঞ্জি ট্রফিতে আগেও ইনিংসে 10 উইকেট নেওয়ার নজির রয়েছে ৷ তবে অংশুল এই নজির গড়লেন 39 বছর বাদে ৷ অর্থাৎ, একবিংশ শতকে প্রথমবার এই নজির এল রঞ্জিতে ৷ সামগ্রিকভাবে তৃতীয় বোলার হিসেবে রঞ্জিতে এই রেকর্ড স্পর্শ করলেন অংশুল ৷ রোহতকে কেরলের বিরুদ্ধে হরিয়ানা পেসার 10 উইকেট নিলেন 49 রানের বিনিময়ে ৷ আর অংশুলের কীর্তিতে প্রথম ইনিংসে 291 রানে অলআউট কেরল ৷
𝐖.𝐎.𝐖! 🔥
— BCCI Domestic (@BCCIdomestic) November 15, 2024
Haryana Pacer Anshul Kamboj has taken all 1⃣0⃣ Kerala wickets in the 1st innings in #RanjiTrophy 🙌
He's just the 6th Indian bowler to achieve this feat in First-Class cricket & only the 3rd in Ranji Trophy 👏
Scorecard: https://t.co/SeqvmjOSUW@IDFCFIRSTBank pic.twitter.com/mMACNq4MAD
বৃহস্পতিবারই বিপক্ষের আট উইকেট তুলে নিয়েছিলেন অংশুল ৷ শুক্রবার সকালে বাকি দু'টিও নিজের নামে করে বিরল কৃতিত্বের অধিকারী হন তিনি ৷ এর আগে হরিয়ানার হয়ে রঞ্জি ট্রফিতে সর্বাধিক এক ইনিংসে আট উইকেট নজির ছিল যোগিন্দর শর্মার নামে ৷ 30.1 ওভার হাত ঘুরিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ ভারতীয় বোলার হিসেবে ইনিংসে 10 উইকেট নিলেন হরিয়ানা ক্রিকেটার ৷ যিনি গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিন ম্যাচে দু'টি উইকেটও নিয়েছিলেন ৷
রঞ্জি ট্রফিতে এর আগে এক ইনিংসে 10 উইকেট নিয়েছেন বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম ৷ 1956-57 মরশুমে বাংলার হয়ে অসমের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন প্রেমাংশু চট্টোপাধ্যায় ৷ প্রদীপ সুন্দরম 1985-86 মরশুমে বিদর্ভের বিরুদ্ধে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন ৷
একনজরে ইনিংসে 10 উইকেট নেওয়া ভারতীয় বোলাররা:
- সুভাষ গুপ্তে 78/10: বম্বে বনাম পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস ও বাহওয়ালপুর একাদশ (1954-55)
- প্রেমাংশু চট্টোপাধ্য়ায় 20/10: বাংলা বনাম অসম (1956/57)
- প্রদীপ সুন্দরম 78/10: রাজস্থান বনাম বিদর্ভ (1985-86)
- অনিল কুম্বলে 74/10: ভারত বনাম পাকিস্তান (1999)
- দেবাশিস মোহান্তি 46/10: ইস্ট জোন বনাম সাউথ জোন (2000-01)
- অংশুল কম্বোজ 49/10: হরিয়ানা বনাম কেরল (2024-25)