ETV Bharat / state

বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচে মৃত্যু ফুটবলারের - হলদিয়ার খবর

মঙ্গলবার দুপুরে বর্ষবরণ উপলক্ষে ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই ফুটবল ম্যাচের মাঝেই মৃত্যু হয় এক তরুণ ফুটবলারের । ঘটনায় শোকস্তব্ধ হলদিয়ার ডিঘাসিপুর ।

Syed Shahri Alam
সৈয়দ শাহারী আলম
author img

By

Published : Dec 31, 2019, 10:20 PM IST

হলদিয়া, 31 ডিসেম্বর: বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান । আর সেই ফুটবল ম্যাচ খেলতে গিয়ে মৃত্যু হল উদীয়মান এক ফুটবলারের । মৃত ফুটবলারের নাম সৈয়দ শাহারি আলম (18) ।

মঙ্গলবার দুপুরে হলদিয়ার ডিঘাসিপুরের ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষবরণ উপলক্ষে হলদিয়ার 17 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সকাল থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল । পরে সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । ওয়ার্ড অফিস সংলগ্ন ময়দানে ফুটবল খেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে । খান এন্টারপ্রাইজ ও দাস মোড় নামে দুটি দল ।

সৈয়দ, খান এন্টারপ্রাইজের হয়ে ডিফেন্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন । খেলা চলাকালীন নিজের কাছে বল এলে তা হেড দিয়ে সহ খেলোয়াড়কে পাস করে দেওয়ার চেষ্টা করেছিলেন । বল পাস করার পর তিনি অসুস্থতা বোধ করেন এবং মাঠ থেকে বেরিয়ে যান । তারপর মাটিতে লুটিয়ে পড়েন ।

সহখেলোয়াড়রা তাঁকে নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ।

ভবানীপুর থানার OC রাজা মণ্ডল বলেন, দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । সৈয়দের সহ খেলোয়াড় শেখ রাকিবুল বলেন, ''সৈয়দ ছেলে হিসাবে খুবই ভালো । খেলোয়াড় হিসাবেও ভালো । বর্ষবরণে খেলার মাঠে এভাবে ওকে হারিয়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি ।''

হলদিয়া, 31 ডিসেম্বর: বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান । আর সেই ফুটবল ম্যাচ খেলতে গিয়ে মৃত্যু হল উদীয়মান এক ফুটবলারের । মৃত ফুটবলারের নাম সৈয়দ শাহারি আলম (18) ।

মঙ্গলবার দুপুরে হলদিয়ার ডিঘাসিপুরের ঘটনা । স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষবরণ উপলক্ষে হলদিয়ার 17 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সকাল থেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল । পরে সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান । ওয়ার্ড অফিস সংলগ্ন ময়দানে ফুটবল খেলা শুরু হয় দুই পক্ষের মধ্যে । খান এন্টারপ্রাইজ ও দাস মোড় নামে দুটি দল ।

সৈয়দ, খান এন্টারপ্রাইজের হয়ে ডিফেন্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন । খেলা চলাকালীন নিজের কাছে বল এলে তা হেড দিয়ে সহ খেলোয়াড়কে পাস করে দেওয়ার চেষ্টা করেছিলেন । বল পাস করার পর তিনি অসুস্থতা বোধ করেন এবং মাঠ থেকে বেরিয়ে যান । তারপর মাটিতে লুটিয়ে পড়েন ।

সহখেলোয়াড়রা তাঁকে নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খেলার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ।

ভবানীপুর থানার OC রাজা মণ্ডল বলেন, দেহ ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । সৈয়দের সহ খেলোয়াড় শেখ রাকিবুল বলেন, ''সৈয়দ ছেলে হিসাবে খুবই ভালো । খেলোয়াড় হিসাবেও ভালো । বর্ষবরণে খেলার মাঠে এভাবে ওকে হারিয়ে আমরা খুবই কষ্ট পাচ্ছি ।''

Intro:হলদিয়া,৩১ ডিসেম্বর: বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সেই ফুটবল ম্যাচে খেলতে খেলতে মৃত্যু হল উদীয়মান ফুটবলারের। পুলিশ জানিয়েছে মৃতের নাম সৈয়দ শাহারী আলম(১৮)। মঙ্গলবার দুপুর নাগাদ এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে হলদিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ডিঘাসিপুর এলাকায়। ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া । বন্ধ করে দেওয়া হয় বর্ষবরণ উৎসব।
Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নতুন বছর 2020 কে স্বাগত জানিয়ে 17 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সকাল থেকেই একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল । সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ার্ড অফিস সংলগ্ন ময়দানে দুপুর নাগাদ মুখোমুখি হয় খান এন্টারপ্রাইজ ও দাস মোড় নামের দুটি দল। সেই ফুটবল ম্যাচেই সৈয়দ, খান এন্টারপ্রাইজের হয়ে ডিফেন্ডার হিসেবে অংশগ্রহণ করেছিলেন। খেলা চলাকালীন নিজের কাছে বল এলে তা হেড দিয়ে সহ খেলোয়াড়কে পাস দেওয়ার চেষ্টা করছিলেন সৈয়দ। বল পাস করে দেওয়ার পরই তিনি অসুস্থতা বোধ করেন। ইশারা করে মাঠ থেকে উঠে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। যদিও সহ খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ এই মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ মাঠের দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রা সৈয়দকে নিয়ে হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সৈয়দের।Conclusion:সহ খেলোয়াড় শেখ রাকিবুল জানিয়েছেন, বল মাথায় হেড দিয়ে পাস করে দেওয়ার পরেই অসুস্থতা বোধ করে মাঠের বাইরে বেরিয়ে আসছিল সৈয়দ। বলার চেষ্টা করছিল আমি আর খেলতে পারব না আমার বদলে অন্য কাউকে নামিয়ে দেওয়া হোক। কথা বলতে বলতেই মাথা ঘুরে পড়ে যায় ও । মাঠে জল দিয়ে সুস্থ করার কিছুক্ষণ চেষ্টা চলে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ভাবতেই পারছিনা এত ভালো খেলোয়াড়ের এভাবে মৃত্যু হবে মাঠেই। সৈয়দ ছেলে হিসাবে খুব ভালো ছেলে ছিল ওকে হারিয়ে আমরা খুব কষ্ট পাচ্ছি। ঘটনার পর ভেঙে পড়েছে সৈয়দের গোটা পরিবার ও। বর্ষবরণের উৎসবে এরকম মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ গোটা এলাকা।

ভবানীপুর থানার ওসি রাজা মন্ডল জানিয়েছেন, মৃত ওই খেলোয়াড়ের দেহ ময়নাতদন্ত হচ্ছে হলদিয়া মহকুমা হাসপাতালে। তদন্তের স্বার্থে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.