ETV Bharat / state

মঙ্গলকোটে মাঠ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ - field

মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ।

মৃত যুবক
author img

By

Published : Apr 6, 2019, 3:09 PM IST

বর্ধমান, 6 এপ্রিল : মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠ থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। মৃতের নাম সুমন্ত পাল (22)। মঙ্গলকোট থানার পুলিশ জানায়, মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। চুলও কিছুটা কামানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন্তের জয়পুর এলাকায় একটা পোল্ট্রি ফার্ম আছে। এছাড়া সে ছাগলসহ অন্য গবাদি পশুও পালন করত। গতকাল সুমন্ত গবাদি পশু চড়িয়ে বাড়ি ফিরে নিত্যদিনের মতোই জয়পুর বাস স্ট্যান্ডে বেড়াতে গিয়েছিল। কিন্তু রাত বাড়তে থাকালেও সে বাড়ি ফেরে না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তো পূজা উপলক্ষ্যে সে শ্মশানের মেলায় গিয়েছে।

আজ ভোর নাগাদ গ্রামবাসীরা মাঠে কাজ করতে গিয়ে সুমন্তকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে। সুমন্তের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে স্থানীয়রা পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি করে।

পুলিশ জানায়, সুমন্তর পকেট থেকে একটা দানা বিষের প্যাকেট, বিড়ি, গুটখা ও ছোটো চিরকুট পাওয়া গেছে।

বর্ধমান, 6 এপ্রিল : মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠ থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। মৃতের নাম সুমন্ত পাল (22)। মঙ্গলকোট থানার পুলিশ জানায়, মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। চুলও কিছুটা কামানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন্তের জয়পুর এলাকায় একটা পোল্ট্রি ফার্ম আছে। এছাড়া সে ছাগলসহ অন্য গবাদি পশুও পালন করত। গতকাল সুমন্ত গবাদি পশু চড়িয়ে বাড়ি ফিরে নিত্যদিনের মতোই জয়পুর বাস স্ট্যান্ডে বেড়াতে গিয়েছিল। কিন্তু রাত বাড়তে থাকালেও সে বাড়ি ফেরে না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তো পূজা উপলক্ষ্যে সে শ্মশানের মেলায় গিয়েছে।

আজ ভোর নাগাদ গ্রামবাসীরা মাঠে কাজ করতে গিয়ে সুমন্তকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে। সুমন্তের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে স্থানীয়রা পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি করে।

পুলিশ জানায়, সুমন্তর পকেট থেকে একটা দানা বিষের প্যাকেট, বিড়ি, গুটখা ও ছোটো চিরকুট পাওয়া গেছে।

Intro:সন্ধে নাগাদ বেড়াতে গিয়ে বাড়ি ফিরল না যুবক, রক্তাক্ত দেহ উদ্ধার, আনা হল পুলিশ কুকুর

পুলক যশ, মঙ্গলকোট

সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি বছর বয়সের যুবক সুমন্ত পাল। আজ সকালের দিকে মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন আছে, চুল ছিল কিছুটা কামানো।ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার জয়পুর এলাকায়। মঙ্গলকোট থানার পুলিশ দেহ উদ্ধার করতে গেলে পুলিশ কুকুরের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবকের জয়পুর এলাকায় একটা পোল্ট্রি ফার্ম আছে। এছাড়া সে ছাগল সহ অন্যান্য গবাদি পশু পালন করত। শুক্রবার সন্ধ্যা নাগাদ সে গবাদিপশুর চড়িয়ে বাড়ি ফিরে আসে। এরপর নিত্য দিনের মতো সে জয়পুর বাস স্ট্যান্ডে বেড়াতে যায়। কিন্তু রাত বাড়তে থাকায় সুমন্ত বাড়ি ফেরেনি। বাড়ির লোক প্রথমে মনে করে স্থানীয় একটি শ্মশানের কাছে শ্মশান কালী পূজা উপলক্ষে মেলা চলছে, সেই মেলা সুমন্ত হয়তো দেখতে গেছে। এদিন ভোর নাগাদ গ্রামবাসীরা মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি মাঠে সুমন্তকে অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু স্থানীয়রা পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করতে হবে এই দাবি জানাতে থাকে। পরে স্থানীয়দের দাবি মত পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ ওই যুবকের পকেট থেকে একটা দানা বিষের প্যাকেট, বিড়ি,গুটখা, ছোট চিরকুট উদ্ধার করেছে। যুবকের মাথায় বেশ কিছুটা চুল কামানো ছিল। সুমন্তর বাড়ির লোকের অভিযোগ তাকে খুন করে মাঠে ফেলে দেওয়া হয়েছে। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।Body:মঙ্গলকোটConclusion:মঙ্গলকোট

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.