জামালপুর, 6 নভেম্বর : বালির গাড়ি উল্টে একই পরিবারের তিন জনের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকা । রাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি গাড়িও ভাঙচুর করা হয় ।
ট্রাক্টর, ট্রাকেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । প্রথমে ঘটনাস্থান থেকে পুলিশকে দেহ উদ্ধার করতে দেওয়া হয়নি । সকাল থেকে এলাকায় আরও পুলিশ ও RAF মোতায়েন করা হলেও গ্রামে ঢুকতে পারেনি তারা ।
গ্রামবাসীদের বক্তব্য, প্রশাসনের গাফিলতির কারণেই একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে । কোনওভাবেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে না । গ্রামবাসীদের দাবি, এলাকায় বালির খাদান বন্ধ করতে হবে ।
প্রশান্ত বাউড়ি বলেন, "লরি চালকরা মদ্যপান করে দ্রুতগতিতে ওভারলোডিং বালির গাড়ি নিয়ে যায় । আমরা গরিব মানুষ ভয়ে কিছু বলতে পারি না । নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর সময় গাড়িটি উলটে যায় । বাড়িতে স্ত্রী, ছেলে, মেয়ে শুয়েছিল । আমি সেই সময় স্থানীয় দোকানে জিনিস কিনতে গিয়েছিলাম । হঠাৎ বিকট শব্দ শুনতে পাই । ছুটে এসে দেখি একটা বালির ট্রাক আমার বাড়ির উপর উলটে গেছে । চারিদিক অন্ধকার থাকায় কাউকে খুঁজে পাইনি । আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন । সবাই মিলে আলো জোগাড় করে স্ত্রীকে কোনওরকমে উদ্ধার করে হাসপাতালে পাঠাই । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় । বাড়ির মধ্যেই ছেলে এবং মেয়ে চাপা পড়ে মারা যায় ।"