ভাতার , 14 সেপ্টেম্বর : পাথরবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল এক মহিলার ৷ মৃতার নাম কেন্দ্র করে সন্ধ্যা মাঝি (40)৷ ঘটনাস্থানেই মৃত্যু হয়েছে তাঁর ৷ ভাতারের পালার এলাকার ঘটনা ৷ এই ঘটনার পর থেকেই ভাতারের কামারপাড়া রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা । ঘটনাস্থানে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় তারা । পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷
মৃতা সন্ধ্যা মাঝি আশেপাশের এলাকায় লোকের বাড়ি কাজ করেন । তাঁর স্বামী চরণ মাঝি জানান , প্রতিদিনের মত আজও তিনি কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন । তারপরই দুর্ঘটনার খবর পান তারা । এদিকে গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান , রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ডাম্পার ওই মহিলাকে আচমকা পিষে দেয় । ডাম্পারটি পাথরবোঝাই ছিল । তাদের অভিযোগ , ওই এলাকায় প্রচুর জনবসতি । আর রাস্তাটিও ব্যস্ত । কিন্তু প্রায়শই এই রাস্তা দিয়ে ওভারলোড পাথর ও অন্যান্য নির্মাণসামগ্রী নিয়ে লরি যাতায়াত করে । তারা একাধিকবার পুলিশের কাছে অভিযোগ করেছেন । কিন্তু কোনও লাভ হয়নি ।
তাদের আরও অভিযোগ , পুলিশের একাংশের সঙ্গে লরি মালিকদের বিশেষ যোগ থাকতে পারে । কিন্তু এর ফলে বারবার অসুবিধার মধ্যে পড়ছে সাধারণ মানুষ । এর বিহিত চান তাঁরা । একজন মাঝবয়সী মহিলার এইভাবে মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁরা । তাঁরা চান , প্রশাসন এর ব্যবস্থা নিক ।