বর্ধমান, 16 ডিসেম্বর: মুখ্যমন্ত্রী চাকরির দুর্নীতিতে যুক্ত ৷ বিনা বাধায় তদন্ত হলে মুখ্যমন্ত্রী ধরা পড়বেন (CM Mamata Banerjee Involved in Corruptions) ৷ এমনটাই দাবি করলেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Vikasranjan Bhattacharya) ৷ শুক্রবার বর্ধমান টাউন হলে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি ৷ এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘সাধারণ মানুষকে অপশাসন দূর করার জন্য রাস্তায় নামতে হবে ৷ সরাসরি আন্দোলন করতে নামতে হবে ৷’’
চাকরির পরীক্ষায় দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘তৃণমূলের শাসনকালে এসএসসি ছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষায় দুর্নীতি হয়েছে ৷ আমরা ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ৷ মামলা করতে যাঁরা উৎসাহী আছেন, তাঁদের হয়ে মামলাও করছি ৷ আমরা মনে করি সমস্ত নিয়োগের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে ৷ যাঁরা তথ্য হাতে নিয়ে মামলা করতে আসবেন, তাঁদের হয়ে আমরা মামলা করে দেব ৷ আমরা তো আর নিজেরা মামলা করতে পারিনা ৷ আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত ৷ এটা আমি প্রথম দিন থেকে বলে আসছি ৷’’
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকাশ বলেন, ‘‘এত বড় দুর্নীতি এই রাজ্যে ঘটে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী জানেন না এটা ভেবে নেওয়া মুর্খামি ৷ মুখ্যমন্ত্রী জানেন এবং তাঁর অনুমতিতেই এসব কাজকর্ম হয়েছে ৷ সেই তথ্য আমাদের কাছে আছে ৷ বিনা বাধায় যদি তদন্ত করা হয়, তাহলে মুখ্যমন্ত্রীও তদন্তের আওতায় আসবেন ৷ আমাদের দাবি যাঁরাই অপরাধ করেছেন, তাঁদেরকে তদন্তের আওতায় আনতে হবে ৷’’
আরও পড়ুন: নবম-দশমে আরও 9 জনের ভুল নিয়োগ, আদালতে স্বীকার করল এসএসসি
পাশাপাশি, বগটুইকাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যজনক মৃত্যু নিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘এখনই পরিস্কার বলা যাবে না ৷ তবে, লালন শেখের মৃত্যুতে সবথেকে বেশি উপকৃত হবেন অনুব্রত মণ্ডল এবং তৃণমূল কংগ্রেস ৷ সেই জন্য লালন শেখের স্ত্রী যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁরা সকলেই বগটুইকাণ্ড এবং অনুব্রতর তদন্তে যুক্ত আছেন ৷ ফলে মনে করা হচ্ছে, এর পিছনে কোনও চক্রান্ত থাকলেও থাকতে পারে ৷’’