ETV Bharat / state

"আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়", লিখে আত্মহত্যা উপপ্রধানের - police

আজ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বেড়ুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মৃতদেহ। তাঁর পকেট থেকে পাওয়া গেছে একটি চিরকুটও। লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়"।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 12, 2019, 10:48 PM IST

খণ্ডঘোষ, ১২ মার্চ : আজ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বেড়ুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মৃতদেহ। তাঁর পকেট থেকে পাওয়া গেছে একটি চিরকুটও। লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়"। খবর পেয়ে ঘটনাস্থানে আসে খণ্ডঘোষ থানার পুলিশ। আজ দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়।

মৃতের নাম নয়নরঞ্জন মণ্ডল (৪৫)। এলাকায় তাঁর ভালোই জনপ্রিয়তা ছিল। দাদা মনোরঞ্জন মণ্ডল বলেন, "ভাইয়ের পকেট থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। তবে রাজনৈতিক কোনও চাপ ছিল কি না জানা যায়নি।"

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, "ঘটনা কেউ কিছুই বলতে পারছে না। ওঁর পরিবার, গ্রামের মানুষ কেউই কিছু বলতে পারছে না। এত বছর ধরে গ্রামে বাস করছেন, গ্রামের একটা মানুষও ওঁর নামে খারাপ বলেন না। কোনও উগ্র জীবনযাত্রাও ছিল না। উনি নিজে খুব শিক্ষিত ছিলেন। ওঁর পরিবারও খুব শিক্ষিত। দীর্ঘদিনের দক্ষিণপন্থী পরিবার। বেড়ুগ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান ছিলেন উনি। খণ্ডঘোষ ব্লকে কোনও রাজনৈতিক ঝামেলাও নেই।"

খণ্ডঘোষ, ১২ মার্চ : আজ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বেড়ুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মৃতদেহ। তাঁর পকেট থেকে পাওয়া গেছে একটি চিরকুটও। লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়"। খবর পেয়ে ঘটনাস্থানে আসে খণ্ডঘোষ থানার পুলিশ। আজ দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়।

মৃতের নাম নয়নরঞ্জন মণ্ডল (৪৫)। এলাকায় তাঁর ভালোই জনপ্রিয়তা ছিল। দাদা মনোরঞ্জন মণ্ডল বলেন, "ভাইয়ের পকেট থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। তবে রাজনৈতিক কোনও চাপ ছিল কি না জানা যায়নি।"

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, "ঘটনা কেউ কিছুই বলতে পারছে না। ওঁর পরিবার, গ্রামের মানুষ কেউই কিছু বলতে পারছে না। এত বছর ধরে গ্রামে বাস করছেন, গ্রামের একটা মানুষও ওঁর নামে খারাপ বলেন না। কোনও উগ্র জীবনযাত্রাও ছিল না। উনি নিজে খুব শিক্ষিত ছিলেন। ওঁর পরিবারও খুব শিক্ষিত। দীর্ঘদিনের দক্ষিণপন্থী পরিবার। বেড়ুগ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান ছিলেন উনি। খণ্ডঘোষ ব্লকে কোনও রাজনৈতিক ঝামেলাও নেই।"

তৃণমূলের হয়ে প্রচারে নামছে ছোট ভীম, মটু পাতলুর মত জনপ্রিয় কার্টুনরা হাওড়া, ১১ মার্চ: বর্তমান যুগে কার্টুন এর জনপ্রিয়তা প্রশ্নাতীত। কেবলমাত্র শৈশবই নয়, কার্টুন দাগ কাটতে পারে আট থেকে আশি যে কোন বয়সী মানুষের মনেই। অতীত ঘাটলে দেখা যাবে, এক সময় এই কার্টুনের জনপ্রিয়তা ছিল বিশ্বব্যাপী। যা আজও প্রায় একই রকম রয়ে গিয়েছে। নান্দনিক কার্টুন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু কে তুলে ধরার জন্য কার্টুন, জনপ্রিয়তা পেয়েছে সবই। তাই কার্টুনের এই বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগাতে ময়দানে নামল তৃণমূল। নির্বাচন কমিশনের তরফে লোকসভা ভোট ঘোষণার পরই শুরু হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল দখল। আর আজ কালীঘাটে তৃণমূলের প্রার্থী ঘোষণার পর গোটা হাওড়া শহর জুড়ে দেওয়াল লিখনে নেমেছে হাওড়া শহর তৃণমূল কংগ্রেস। তবে এই দেওয়াল লিখনে স্রেফ হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এর প্রচারই নয়, তুলে ধরা হচ্ছে বিগত পাঁচ বছরে বিজেপি সরকারের নানা ব্যর্থতাকেও। বলা ভালো, টিভির পর্দায় জনপ্রিয় কার্টুন এখন দাপিয়ে বেড়াচ্ছে হাওড়া শহরের দেওয়াল জুড়ে। আর প্রচার চালাচ্ছে তৃণমূলের হয়ে। কোথাও ছোটা ভিম, তো কোথাও মটু পাতলু, কোথাও আবার নরেন্দ্র মোদি অমিত শাহর কার্টুন ব্যবহার করা হচ্ছে দেওয়াল লিখনে। এ বিষয়ে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুশোভন চট্টোপাধ্যায় জানান, কার্টুন এমন একটি বিষয় যা সমস্ত বয়সের মানুষকেই ছুঁতে পারে। তাই কার্টুনকে ব্যবহার করা হচ্ছে প্রচারের জন্য। অর্থাৎ কার্টুনের জনপ্রিয়তাকে কাজে লাগানো হচ্ছে। অন্যদিকে, হাওড়া শহর তথা হাওড়া জেলায় তৃণমূল কংগ্রেসের ফলাফল সম্বন্ধে তিনি বলেন, জেলা থেকে তৃণমূল শুধু যে জিতবে, তাই নয় রেকর্ড ভোটে হারাবে বিরোধীদের। পাশাপাশি তিনি জানান, মিটিং মিছিল ছাড়াও নির্বাচন কমিশনের নির্দিষ্ট গাইডলাইন মেনে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে তৃণমূলের প্রচার এর জন্য।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.