ETV Bharat / state

Road Accident: শিবের মাথায় জল ঢালতে গিয়ে দুর্ঘটনা, মৃত 2

author img

By

Published : Jul 25, 2022, 9:15 PM IST

শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই পুণ্যার্থীর(Two died in Road Accident at Burdwan) । মৃতরা হলেন সমীর ঘোষ ও অসিত ঘোষ । আহত প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষের চিকিৎসা চলছে ।

Two died in Road Accident at Burdwan
Road Accident

পূর্বস্থলী, 25 জুলাই: শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে জামালপুরের বুড়োরাজ শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায়(Road Accident)মৃত্যু হল দুই পুণ্যার্থীর । মৃতরা হলেন সমীর ঘোষ ও অসিত ঘোষ । দুর্ঘটনাটি ঘটে পূর্বস্থলীর পারুলিয়াতে । ঘটনায় আহত হয়েছেন আরও দুজন । আহতদের পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পূর্বস্থলীর পাটুলি এলাকা থেকে নয় জনের পূণ্যার্থীর দল জামালপুরের বুড়োরাজ মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছিল । পারুলিয়া এলাকায় তাঁরা বিশ্রাম নেওয়ার জন্য রাস্তা পারাপার করছিলেন । সেই সময় একটা ম্যাটাডোর গাড়ি তাঁদের ধাক্কা মারে ।

আরও পড়ুন: স্কুলের দেওয়া টিফিন খেয়ে অসুস্থ 50 জন ছাত্রছাত্রী

ঘটনায় চারজন গুরুতর আহত হয় । আহতদের পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সমীর ঘোষকে মৃত বলে ঘোষণা করা হয় । কিছুক্ষণ পরে অসিত ঘোষেরও মৃত্যু হয় । আহত প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষের চিকিৎসা চলছে । তাঁদের শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

পূর্বস্থলী, 25 জুলাই: শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে জামালপুরের বুড়োরাজ শিবমন্দিরে জল ঢালতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায়(Road Accident)মৃত্যু হল দুই পুণ্যার্থীর । মৃতরা হলেন সমীর ঘোষ ও অসিত ঘোষ । দুর্ঘটনাটি ঘটে পূর্বস্থলীর পারুলিয়াতে । ঘটনায় আহত হয়েছেন আরও দুজন । আহতদের পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পূর্বস্থলীর পাটুলি এলাকা থেকে নয় জনের পূণ্যার্থীর দল জামালপুরের বুড়োরাজ মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে যাচ্ছিল । পারুলিয়া এলাকায় তাঁরা বিশ্রাম নেওয়ার জন্য রাস্তা পারাপার করছিলেন । সেই সময় একটা ম্যাটাডোর গাড়ি তাঁদের ধাক্কা মারে ।

আরও পড়ুন: স্কুলের দেওয়া টিফিন খেয়ে অসুস্থ 50 জন ছাত্রছাত্রী

ঘটনায় চারজন গুরুতর আহত হয় । আহতদের পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সমীর ঘোষকে মৃত বলে ঘোষণা করা হয় । কিছুক্ষণ পরে অসিত ঘোষেরও মৃত্যু হয় । আহত প্রসেনজিৎ ঘোষ ও বাপ্পা ঘোষের চিকিৎসা চলছে । তাঁদের শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.