ETV Bharat / state

গ্রেপ্তার বাইক চুরির দুই পান্ডা, উদ্ধার মোটর বাইক - Bhatar

পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রাম থেকে বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হয়েছে একটি বাইক।

two arrested with a bike from bhatar
গ্রেপ্তার বাইক চুরির দুই পান্ডা, উদ্ধার মোটর বাইক
author img

By

Published : Jan 11, 2021, 7:38 PM IST

ভাতার, ১১ জানুয়ারি : বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করেছে। কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ শতাধিক মোটরবাইক উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছিল। জেলা পুলিশের তরফে জানানো হয়েছিল যে মোটর বাইক চুরি যাওয়া নিয়ে তাদের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে জেলাজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চলছে। সেই তল্লাশির সময়ই এই দুজনকে গ্রেপ্তার করা হল বলে পুলিশের তরফে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ যে দুই যুবককে গ্রেপ্তার করেছে তাদের নাম মহান মাড্ডি ও শ্যামল হালদার। ধৃত দুজনের বাড়ি ভাতার থানার ওড়গ্রামে। তাদের বাড়ি থেকেই পুলিশ থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে একটা মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মেট্রো স্টেশনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

স্থানীয় বাসিন্দা সুদীপ দাস বলেন, "বেশ কিছুদিন ধরেই ভাতার থানার বিভিন্ন এলাকা থেকে মোটর বাইক চুরি যাচ্ছে। ফলে বাজারে বেরিয়ে গাড়ি রাখার পরে টেনশনে থাকি আমরা।" তিনি জানান, গত দুদিন আগে ভাতারের বামুনাড়া এলাকা থেকে এক ব্যক্তির বাইক চুরি যায়। সেই বাইক ওড়গ্রাম থেকে পুলিশ উদ্ধার করেছে। তাঁর দাবি, "আমরা চাই যারা এই বাইক চুরির সঙ্গে যুক্ত তাদের যেন শাস্তি হয়।"

ভাতার, ১১ জানুয়ারি : বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করেছে। কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ শতাধিক মোটরবাইক উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছিল। জেলা পুলিশের তরফে জানানো হয়েছিল যে মোটর বাইক চুরি যাওয়া নিয়ে তাদের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে জেলাজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চলছে। সেই তল্লাশির সময়ই এই দুজনকে গ্রেপ্তার করা হল বলে পুলিশের তরফে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ যে দুই যুবককে গ্রেপ্তার করেছে তাদের নাম মহান মাড্ডি ও শ্যামল হালদার। ধৃত দুজনের বাড়ি ভাতার থানার ওড়গ্রামে। তাদের বাড়ি থেকেই পুলিশ থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে একটা মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : মেট্রো স্টেশনে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তি

স্থানীয় বাসিন্দা সুদীপ দাস বলেন, "বেশ কিছুদিন ধরেই ভাতার থানার বিভিন্ন এলাকা থেকে মোটর বাইক চুরি যাচ্ছে। ফলে বাজারে বেরিয়ে গাড়ি রাখার পরে টেনশনে থাকি আমরা।" তিনি জানান, গত দুদিন আগে ভাতারের বামুনাড়া এলাকা থেকে এক ব্যক্তির বাইক চুরি যায়। সেই বাইক ওড়গ্রাম থেকে পুলিশ উদ্ধার করেছে। তাঁর দাবি, "আমরা চাই যারা এই বাইক চুরির সঙ্গে যুক্ত তাদের যেন শাস্তি হয়।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.