ETV Bharat / state

তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল পানাগড় - তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব

রবিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের একটি মিছিল হওয়ার কথা ছিল কাঁকসার দানবাবা মাজার থেকে পানাগড় বাজারের চৌমাথা মোড় পর্যন্ত ।

Panagarh
Panagarh
author img

By

Published : Sep 13, 2020, 9:31 PM IST

দুর্গাপুর, 13 সেপ্টেম্বর : তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল কাঁকসার পানাগড়ে পূর্ব ঘোষিত কেন্দ্রসরকারের নীতি বিরুদ্ধ মিছিল কর্মসূচি । কর্মীদের লড়াই ঠেকাতে ময়দানে নামতে হয় গলসির TMC বিধায়ক অলোক কুমার মাঝি ও তার দেহ রক্ষীদেরও ।

রবিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের একটি মিছিল হওয়ার কথা ছিল কাঁকসার দানবাবা মাজার থেকে পানাগড় বাজারের চৌমাথা মোড় পর্যন্ত । গলসির বিধায়ক অলোক কুমার মাঝির নেতৃত্বে মিছিল হওয়ার কথা । মিছিলে প্রথম সারিতে গলসির বিধায়ক অলোক কুমার মাঝি, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ ব্লকের অন্যান্য নেতারা এসে দাঁড়াতেই শুরু হয় দ্বন্দ্ব । মিছিল শুরু হওয়ার আগে কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী যোগদান করতে এলে নিচু তলার কর্মীরা বিক্ষোভ দেখতে শুরু করে । বিক্ষোভ এতটাই চরম আকার নেয় যে ব্লক সভাপতি দেবদাস বক্সীকে ধাক্কা মারতে দেখা যায় দলের নিচুতলার কর্মীদের একাংশকে । ছুটে এসে ক্ষুব্ধ কর্মী সমর্থক দের আটকান স্বয়ং বিধায়ক এবং বিধায়কের দেহ রক্ষীরা ।

যদিও গন্ডগোল হওয়ার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে । সেই মত শাসক দলের মিছিলের জন্য প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছিল । বিধায়ক অলোক মাঝি বলেন, "আমরা সবাই এক আছি ।দেখতেই পাচ্ছেন সামান্য ক্ষোভ-বিক্ষোভ আছে । কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । ব্লক সভাপতি আমার পাশেই আছেন ।"

গন্ডগোলের জেরে মিছিল ছেড়ে বেরিয়ে যায় বিধায়ক সহ কয়েকশো কর্মী সমর্থক । কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য কাঞ্চন লায়েক বলেন, “ব্লক সভাপতিকে নিচুতলার কর্মীরা মেনে নিচ্ছে না । তাই তাদের ক্ষোভ।" বিধায়ক অলোক কুমার মাঝি কর্মীদের ক্ষোভের কথা উড়িয়ে দিয়ে বলেন, "সবাই এক সঙ্গে আছি ।"

দুর্গাপুর, 13 সেপ্টেম্বর : তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে গেল কাঁকসার পানাগড়ে পূর্ব ঘোষিত কেন্দ্রসরকারের নীতি বিরুদ্ধ মিছিল কর্মসূচি । কর্মীদের লড়াই ঠেকাতে ময়দানে নামতে হয় গলসির TMC বিধায়ক অলোক কুমার মাঝি ও তার দেহ রক্ষীদেরও ।

রবিবার বিকেলে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের একটি মিছিল হওয়ার কথা ছিল কাঁকসার দানবাবা মাজার থেকে পানাগড় বাজারের চৌমাথা মোড় পর্যন্ত । গলসির বিধায়ক অলোক কুমার মাঝির নেতৃত্বে মিছিল হওয়ার কথা । মিছিলে প্রথম সারিতে গলসির বিধায়ক অলোক কুমার মাঝি, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ ব্লকের অন্যান্য নেতারা এসে দাঁড়াতেই শুরু হয় দ্বন্দ্ব । মিছিল শুরু হওয়ার আগে কাঁকসা ব্লক সভাপতি দেবদাস বক্সী যোগদান করতে এলে নিচু তলার কর্মীরা বিক্ষোভ দেখতে শুরু করে । বিক্ষোভ এতটাই চরম আকার নেয় যে ব্লক সভাপতি দেবদাস বক্সীকে ধাক্কা মারতে দেখা যায় দলের নিচুতলার কর্মীদের একাংশকে । ছুটে এসে ক্ষুব্ধ কর্মী সমর্থক দের আটকান স্বয়ং বিধায়ক এবং বিধায়কের দেহ রক্ষীরা ।

যদিও গন্ডগোল হওয়ার খবর আগে থেকেই ছিল পুলিশের কাছে । সেই মত শাসক দলের মিছিলের জন্য প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন করা হয়েছিল । বিধায়ক অলোক মাঝি বলেন, "আমরা সবাই এক আছি ।দেখতেই পাচ্ছেন সামান্য ক্ষোভ-বিক্ষোভ আছে । কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে । ব্লক সভাপতি আমার পাশেই আছেন ।"

গন্ডগোলের জেরে মিছিল ছেড়ে বেরিয়ে যায় বিধায়ক সহ কয়েকশো কর্মী সমর্থক । কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য কাঞ্চন লায়েক বলেন, “ব্লক সভাপতিকে নিচুতলার কর্মীরা মেনে নিচ্ছে না । তাই তাদের ক্ষোভ।" বিধায়ক অলোক কুমার মাঝি কর্মীদের ক্ষোভের কথা উড়িয়ে দিয়ে বলেন, "সবাই এক সঙ্গে আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.