ETV Bharat / state

বর্ধমানে যুবতিকে গণধর্ষণের অভিযোগ, প্রতিবাদে অস্ত্র নিয়ে থানা ঘেরাও - burdwan

যুবতিকে গণধর্ষণ। দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে বিক্ষোভ আদিবাসীদের।

থানা ঘেরাও আদিবাসীদের
author img

By

Published : Feb 25, 2019, 3:27 PM IST

দেওয়ানদিঘি, ২৫ ফেব্রুয়ারি : যুবতিকে গণধর্ষণের অভিযোগে সশস্ত্র অবস্থায় থানা ঘেরাও করল আদিবাসীরা।পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়াড়া গ্রামের ঘটনা। দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। ঘেরাও করা হয় দেওয়ানদিঘি থানা। অন্যদিকে, ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের মধ্যে দু'জনকে আটক করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা অধরা।

আজ দুপুরে জিয়াড়া গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন প্রায় দেড় কিলোমিটার রাস্তা মিছিল করে আসেন দেওয়ানদিঘি থানায়। শুরু করেন থানা ঘেরাও।

তাঁদেরঅভিযোগ, জিয়াড়া গ্রামের গোপালপুরের এক যুবতিকে গণধর্ষণ করা হয়। কিন্তু, ঘটনার পর থেকে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পরে চাপে পড়ে পুলিশ দু'জনকে আটক করে। তাঁদের আরও অভিযোগ, এই ঘটনার সাথে মোট চারজন যুবক যুক্ত। তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

দেওয়ানদিঘি, ২৫ ফেব্রুয়ারি : যুবতিকে গণধর্ষণের অভিযোগে সশস্ত্র অবস্থায় থানা ঘেরাও করল আদিবাসীরা।পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার জিয়াড়া গ্রামের ঘটনা। দোষীদের ফাঁসির দাবিতে ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্বে এই বিক্ষোভ হয়। ঘেরাও করা হয় দেওয়ানদিঘি থানা। অন্যদিকে, ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের মধ্যে দু'জনকে আটক করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা অধরা।

আজ দুপুরে জিয়াড়া গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের লোকজন প্রায় দেড় কিলোমিটার রাস্তা মিছিল করে আসেন দেওয়ানদিঘি থানায়। শুরু করেন থানা ঘেরাও।

তাঁদেরঅভিযোগ, জিয়াড়া গ্রামের গোপালপুরের এক যুবতিকে গণধর্ষণ করা হয়। কিন্তু, ঘটনার পর থেকে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পরে চাপে পড়ে পুলিশ দু'জনকে আটক করে। তাঁদের আরও অভিযোগ, এই ঘটনার সাথে মোট চারজন যুবক যুক্ত। তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
Intro:আদিবাসী কিশোরীকে গণধর্ষণ, সশস্ত্র মিছিল, থানা ঘেরাও আদিবাসীদের

পুলক যশ, দেওয়ানদিঘি

পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রামে ১৯ বছরের এক কিশোরীকে গণ ধর্ষণের ঘটনায় আদিবাসী সমাজ দোষীদের ফাসির ঘটনায় ব্যাপক বিক্ষোভ দেখালো। ঘেরাও করল দেওয়ানদিঘী থানা। এখনো পর্যন্ত অভিযুক্তদের ২ জনকে আটক করা হলেও বাকিরা এখনো অধরা। এদিন দুপুরে দেওয়ানদিঘী থানার জিয়াড়া গ্রাম থেকে সশস্ত্র আদিবাসিরা প্রায় দেড় কিমি রাস্তা মিছিল করে হাজির হন থানায়।

আদিবাসী দের অভিযোগ দেওয়ানদিঘি থানার জিয়ারা গোপালপুরে এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণ করা হয়। কিন্তু ঘটনার পর থেকে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। পরে চাপে পরে পুলিশ দুজনকে আটক করে। আদিবাসীদের অভিযোগ মোট চার জন যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত। এদিন ঘটনার তারা জিয়ারা গ্রাম থেকে সশস্ত্র মিছিল করে দেওয়ানদিঘি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে।Body:আদিবাসীConclusion:আদিবাসী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.