ETV Bharat / state

ঝোঁকের মাথায় ফেরিঘাটের ইজারা নিতে 6 কোটি 14 লাখ টাকা দর হাঁকলেন ব্যবসায়ী

কাটোয়া পৌরসভা সূত্রে জানা গেছে, কাটোয়ার ভাগীরথী নদীর উপরে জলপথে বর্ধমানের কাটোয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে নদিয়ার বল্লভপাড়া ফেরিঘাট । কাটোয়া, দাইহাট শহর এলাকায় যে কয়েকটি ফেরিঘাট আছে তার মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করা হয় এই কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট দিয়ে ।

Ferry ghat
Ferry ghat
author img

By

Published : Sep 9, 2020, 8:26 PM IST

কাটোয়া, 9 সেপ্টেম্বর : ঝোঁকের মাথায় 70 লাখ টাকার টেন্ডারে 6 কোটির বেশি দর হাঁকালেন ব্যবসায়ী ।

কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট । 3 বছর আগে যে ফেরিঘাটের টেন্ডার হয়েছিল প্রায় 70 লাখ টাকায় সেই ফেরিঘাটের টেন্ডারের দর উঠলো 6 কোটি 14 লাখ টাকা । যা বিগত দিনের চেয়ে প্রায় 8 গুণ । টেন্ডারের দর বহুগুণ বেড়ে যাওয়ায় যাত্রী পারাপারের মাশুল বাড়তে পারে বলে মনে করছে সাধারণ মানুষ । যদিও কাটোয়া পৌরসভা সূত্রে জানানো হয়েছে যাত্রীদের উপর কোনওভাবেই মাসুল বাড়ানো যাবে না ।

কাটোয়া পৌরসভা সূত্রে জানা গেছে, কাটোয়ার ভাগীরথী নদীর উপরে জলপথে বর্ধমানের কাটোয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে নদিয়ার বল্লভপাড়া ফেরিঘাট । কাটোয়া, দাইহাট শহর এলাকায় যে কয়েকটি ফেরিঘাট আছে তার মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করা হয় এই কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট দিয়ে । ফেরিঘাটে তিন বছরের জন্য চুক্তিতে নতুন করে ইজারা নেওয়া হয়। সেই মতো টেন্ডারে সাতজন অংশ নেন । অশোক সরকার সর্বোচ্চ দর হাঁকেন । তিনি দর দেন 6 কোটি 14 লাখ 20 হাজার টাকা । বাকিদের চেয়ে তিনি বেশি দর হাঁকায় ফেরিঘাটের ইজারা পান । তিন বছর আগে অশোক সরকারই 77 লাখ 20 হাজার টাকা দর হেঁকে ইজারা পেয়েছিলেন ।

এদিকে আগের চেয়ে আটগুণ দর হেঁকে ইজারা পাওয়ায় যাত্রী পারাপারের মাশুল বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । যদিও কাটোয়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে কোনওভাবেই যাত্রী ভাড়া বাড়ানো যাবে না । ইজারাদার নিয়মভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যিনি 6 কোটি টাকার বেশি দর হেঁকেছেন সেই ইজারাদার অশোক সরকার বলেন, "ঝোঁকের মাথায় দর হেঁকে ফেলেছি ।"

কাটোয়া, 9 সেপ্টেম্বর : ঝোঁকের মাথায় 70 লাখ টাকার টেন্ডারে 6 কোটির বেশি দর হাঁকালেন ব্যবসায়ী ।

কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাট । 3 বছর আগে যে ফেরিঘাটের টেন্ডার হয়েছিল প্রায় 70 লাখ টাকায় সেই ফেরিঘাটের টেন্ডারের দর উঠলো 6 কোটি 14 লাখ টাকা । যা বিগত দিনের চেয়ে প্রায় 8 গুণ । টেন্ডারের দর বহুগুণ বেড়ে যাওয়ায় যাত্রী পারাপারের মাশুল বাড়তে পারে বলে মনে করছে সাধারণ মানুষ । যদিও কাটোয়া পৌরসভা সূত্রে জানানো হয়েছে যাত্রীদের উপর কোনওভাবেই মাসুল বাড়ানো যাবে না ।

কাটোয়া পৌরসভা সূত্রে জানা গেছে, কাটোয়ার ভাগীরথী নদীর উপরে জলপথে বর্ধমানের কাটোয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে নদিয়ার বল্লভপাড়া ফেরিঘাট । কাটোয়া, দাইহাট শহর এলাকায় যে কয়েকটি ফেরিঘাট আছে তার মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করা হয় এই কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট দিয়ে । ফেরিঘাটে তিন বছরের জন্য চুক্তিতে নতুন করে ইজারা নেওয়া হয়। সেই মতো টেন্ডারে সাতজন অংশ নেন । অশোক সরকার সর্বোচ্চ দর হাঁকেন । তিনি দর দেন 6 কোটি 14 লাখ 20 হাজার টাকা । বাকিদের চেয়ে তিনি বেশি দর হাঁকায় ফেরিঘাটের ইজারা পান । তিন বছর আগে অশোক সরকারই 77 লাখ 20 হাজার টাকা দর হেঁকে ইজারা পেয়েছিলেন ।

এদিকে আগের চেয়ে আটগুণ দর হেঁকে ইজারা পাওয়ায় যাত্রী পারাপারের মাশুল বাড়তে পারে বলে মনে করা হচ্ছে । যদিও কাটোয়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে কোনওভাবেই যাত্রী ভাড়া বাড়ানো যাবে না । ইজারাদার নিয়মভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যিনি 6 কোটি টাকার বেশি দর হেঁকেছেন সেই ইজারাদার অশোক সরকার বলেন, "ঝোঁকের মাথায় দর হেঁকে ফেলেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.