ETV Bharat / state

খণ্ডঘোষে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, অভিযুক্ত দলেরই অন্য গোষ্ঠী - Burdwan

গোষ্ঠীসংঘর্ষের জেরে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল খণ্ডঘোষে । ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায় । স্থানীয় CPI (M) নেতৃত্বের অবশ্য দাবি, মৃত ব্যক্তি তাদের দলীয় কর্মী ।

মৃত কামরুল শেখ
author img

By

Published : May 6, 2019, 2:29 PM IST

খণ্ডঘোষ, 6 মে: গোষ্ঠীসংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম কামরুল শেখ (55) । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামের আলিপুর এলাকার ঘটনা । যদিও স্থানীয় CPI (M) নেতৃত্বের দাবি, মৃত ব্যক্তি তাদের দলীয় কর্মী । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় খণ্ডঘোষে ।

স্থানীয় তৃণমূল নেতা শেখ মুস্তাকিনের অভিযোগ, দলের অন্য গোষ্ঠীর লোকেরা কামরুলকে পিটিয়ে খুন করেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে আমিরুল শেখের নেতৃত্বে তৃণমূলের একটি গোষ্ঠী প্রচার করছিল । সেই সময় অন্য গোষ্ঠীর সঙ্গে তাদের বচসা বাধে । বচসা থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ । বোমাবাজিরও অভিযোগ ওঠে । তখনই কামরুল শেখের উপর লাঠি, রড, টাঙি নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তাঁর মৃত্যু হয় ।

দেখুন ভিডিয়ো


তৃণমূলের বক্তব্য, কামরুল শেখ দলের দীর্ঘদিনের কর্মী ছিলেন । তিনি যে বুথের সদস্য, তার পাশের বুথের তৃণমূল সদস্যরা তাঁকে ভোট না দেওয়ার হুমকি দেয় । এই নিয়েই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । দলের এক গোষ্ঠীর দাবি, খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে । যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেন ওই তৃণমূল নেতা ।


অন্যদিকে, CPI(M)-র জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভা।
মৃত কামরুল শেখ দীর্ঘদিনের CPI(M)-র সদস্য । তাঁর অভিযোগ, বিষ্ণুপুরে ভোটের আগে আতঙ্ক ছড়াতেই খুনের রাজনীতি শুরু করেছে শাসকদল ।

খণ্ডঘোষ, 6 মে: গোষ্ঠীসংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । মৃতের নাম কামরুল শেখ (55) । পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামের আলিপুর এলাকার ঘটনা । যদিও স্থানীয় CPI (M) নেতৃত্বের দাবি, মৃত ব্যক্তি তাদের দলীয় কর্মী । এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় খণ্ডঘোষে ।

স্থানীয় তৃণমূল নেতা শেখ মুস্তাকিনের অভিযোগ, দলের অন্য গোষ্ঠীর লোকেরা কামরুলকে পিটিয়ে খুন করেছে । স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে আমিরুল শেখের নেতৃত্বে তৃণমূলের একটি গোষ্ঠী প্রচার করছিল । সেই সময় অন্য গোষ্ঠীর সঙ্গে তাদের বচসা বাধে । বচসা থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ । বোমাবাজিরও অভিযোগ ওঠে । তখনই কামরুল শেখের উপর লাঠি, রড, টাঙি নিয়ে হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তাঁর মৃত্যু হয় ।

দেখুন ভিডিয়ো


তৃণমূলের বক্তব্য, কামরুল শেখ দলের দীর্ঘদিনের কর্মী ছিলেন । তিনি যে বুথের সদস্য, তার পাশের বুথের তৃণমূল সদস্যরা তাঁকে ভোট না দেওয়ার হুমকি দেয় । এই নিয়েই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয় । দলের এক গোষ্ঠীর দাবি, খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে । যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেন ওই তৃণমূল নেতা ।


অন্যদিকে, CPI(M)-র জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভা।
মৃত কামরুল শেখ দীর্ঘদিনের CPI(M)-র সদস্য । তাঁর অভিযোগ, বিষ্ণুপুরে ভোটের আগে আতঙ্ক ছড়াতেই খুনের রাজনীতি শুরু করেছে শাসকদল ।

Intro:ভোটের আগে খুন তৃণমূল কর্মী, উত্তপ্ত খন্ডঘোষ

পুলক যশ, খন্ডঘোষ

তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে এক তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান খণ্ডঘোষের ওঁয়াড়ি গ্রামের আলিপুর এলাকায়। মৃত তৃণমূল কর্মীর নাম কামরুল শেখ (৫৫)। যদিও সিপিএমের পক্ষ থেকে কামরুল শেখ সিপিএমের কর্মী বলে দাবি করা হয়েছে।
স্থানীয় তৃণমূল নেতা শেখ মুস্তাকিন অভিযোগ করে বলেন, তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকেরাই কামরুল শেখ পিটিয়ে খুন করেছে। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই খণ্ডঘোষ বিধানসভা।
স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাতে আমিরুল সেখ এর নেতৃত্বে তৃণমূলের একটি গোষ্ঠী বাড়ি বাড়ি প্রচার করতে শুরু করে আর তার জেরেই তৃণমূলের অন্য গোষ্ঠীর সঙ্গে বিবাদ বাধে এরপরে। দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। শুরু হয় বোমাবাজি। সেই সময় কামরুল সেখ কে লাঠি রড টাঙ্গি দিয়ে কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা আজ তাকে মৃত বলে ঘোষণা করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে মৃত কামরুল সেখ দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। মৃত কামরুল সেখ যে বুথের সদস্য তার পাশের অন্য বুথের তৃণমূল কংগ্রেসের সদস্যরা তাদের হুমকি দিয়ে বলে যেন তারা ভোট দিতে না যায়।
কিন্তু পুরনো দিনের তৃণমূলের কর্মীরা পাল্টা প্রশ্ন করে যেহেতু তারা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তাই তারা ভোট দিতে যাবে। এর যে শুরু হয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যা সংঘর্ষের রূপ নেয়। খণ্ডঘোষের তৃণমূল ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে তৃণমূলের এক গোষ্ঠী। যদিও সমস্ত ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল নেতা অপার্থিব ইসলাম।
অন্যদিকে সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেন, মৃত কামরুল শেখ দীর্ঘদিনের সিপিএমের সদস্য। তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুরের ভোটের আগে আতংক সৃষ্টি করার জন্যই খুনের রাজনীতি শুরু করেছে।Body:খুন তৃণমূল কর্মী Conclusion:উত্তপ্ত খন্ডঘোষ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.