ETV Bharat / state

কালনায় দেওয়াল লিখনের সময় TMC কর্মীকে মারধর

দেওয়াল লিখনের সময় এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। আহত তৃণমূল কর্মীর নাম আশুতোষ বিশ্বাস। অভিযোগের তির BJP-র দিকে। যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনার শাশপুর দিঘির পাড়গ্রাম এলাকার ঘটনা।

আহত তৃণমূল কর্মী
author img

By

Published : Mar 12, 2019, 9:26 PM IST

কালনা, ১২ মার্চ : দোরগোড়ায় লোকসভা ভোট। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির দেওয়াল লিখনের কাজ। আর এই দেওয়াল লিখনের সময়ই এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। আহত তৃণমূল কর্মীর নাম আশুতোষ বিশ্বাস। অভিযোগের তির BJP-র দিকে। যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনার শাশপুর দিঘির পাড়গ্রাম এলাকার ঘটনা।

তৃণমূলের পক্ষ থেকে জানা গেছে, আশুতোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ করছিলেন। সেই সময় কয়েকজন BJP কর্মী সেখানে জড়ো হয়। অভিযোগ, তৃণমূলের পক্ষে দেওয়াল লিখন করা যাবে না বলে হুমকি দেয় তারা। শুরু হয় তর্কবিতর্ক। BJP কর্মীদের সঙ্গে বচসা বাধে আশুতোষের। অভিযোগ, আশুতোষকে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করতে শুরু করে BJP কর্মীরা। মারপিট চলাকালীন লোহার ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় আশুতোষের। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করে।

আশুতোষ বিশ্বাস বলেন, "তৃণমূলের হয়ে দেওয়াল লিখছিলাম। সেই সময় আট ন'জন BJP কর্মী সেখানে এসে দেওয়াল লিখতে বাধা দেয়। প্রতিবাদ করলে মেরে মাথা ফাটিয়ে দেয়।"

ঘটনায় স্থানীয় BJP নেতা সুশান্ত পান্ডে বলেন, "BJP-কে মিথ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। BJP কর্মীদের নামে মিথ্যে বদনাম করা হচ্ছে। ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই।"

কালনা, ১২ মার্চ : দোরগোড়ায় লোকসভা ভোট। শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির দেওয়াল লিখনের কাজ। আর এই দেওয়াল লিখনের সময়ই এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল। আহত তৃণমূল কর্মীর নাম আশুতোষ বিশ্বাস। অভিযোগের তির BJP-র দিকে। যদিও BJP-র পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনার শাশপুর দিঘির পাড়গ্রাম এলাকার ঘটনা।

তৃণমূলের পক্ষ থেকে জানা গেছে, আশুতোষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখনের কাজ করছিলেন। সেই সময় কয়েকজন BJP কর্মী সেখানে জড়ো হয়। অভিযোগ, তৃণমূলের পক্ষে দেওয়াল লিখন করা যাবে না বলে হুমকি দেয় তারা। শুরু হয় তর্কবিতর্ক। BJP কর্মীদের সঙ্গে বচসা বাধে আশুতোষের। অভিযোগ, আশুতোষকে লাঠি ও বাঁশ দিয়ে মারধর করতে শুরু করে BJP কর্মীরা। মারপিট চলাকালীন লোহার ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় আশুতোষের। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করে।

আশুতোষ বিশ্বাস বলেন, "তৃণমূলের হয়ে দেওয়াল লিখছিলাম। সেই সময় আট ন'জন BJP কর্মী সেখানে এসে দেওয়াল লিখতে বাধা দেয়। প্রতিবাদ করলে মেরে মাথা ফাটিয়ে দেয়।"

ঘটনায় স্থানীয় BJP নেতা সুশান্ত পান্ডে বলেন, "BJP-কে মিথ্যে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। BJP কর্মীদের নামে মিথ্যে বদনাম করা হচ্ছে। ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই।"

Bhopal (Madhya Pradesh), Mar 12 (ANI): Reacting to Union Minister Anantkumar Hegde's comment on Rahul Gandhi, cabinet minister in Madhya Pradesh government, Govind Singh said that there should be a DNA test of Hegde's parents in order to identify his caste. "Hegde ji ki Maa aur Pitaji ka DNA liya jaaye, jaanch ki jaye ki unki jaat kya hai. Iss tarah ke shabd bol kar kisi ke samman ko thes pahunchana, aise logon ki baat nahi karna chahta," Singh told ANI. Hegde had criticised Rahul Gandhi's 'Masood Azhar ji' remark and asked the latter to give DNA proof of him being Hindu. Singh also criticised the Modi government for "politicising" military actions against Pakistan and said while there has been only one surgical strike in last four and a half years, around 25-30 surgical strikes were conducted during former prime minister Manmohan Singh's tenure but were promoted for electoral gains.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.