ETV Bharat / state

জামালপুরে বিজেপি কর্মীর বাবার করোনায় মৃত্যু, দেহ সৎকারে এগিয়ে এলেন তৃণমূল নেতা - TMC

পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকায় এক বিজেপি কর্মীর বাবার করোনায় মৃত্যু ঘটে। তার দেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ । তাঁর ছেলে দলের নেতা কর্মীদের কাছে সাহায্য চাওয়ায় কোনও লাভ হয়নি । খবর পেয়ে সেখানকার তৃণমূল নেতা লালু হেমব্রম তাঁর দলের কর্মীদের নিয়ে দেহ সৎকার করেন।

করোনায় মৃত্যু  দেহ সৎকারে জামালপুরের তৃণমূল কংগ্রেস প্রধান
করোনায় মৃত্যু দেহ সৎকারে জামালপুরের তৃণমূল কংগ্রেস প্রধান
author img

By

Published : May 29, 2021, 7:38 AM IST

Updated : May 29, 2021, 9:45 AM IST

জামালপুর, 29 মে : জামালপুরে বিজেপি কর্মীর বাবার করোনায় মৃত্যু হয় গতকাল । কিন্তু অভিযোগ করোনায় মৃত হওয়ায় ওই ব্যক্তির দেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি । শেষে পঞ্চায়েত প্রধানের কানে ঘটনাটি যেতেই তিনি নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন । করা হয় দেহ সৎকার । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকার এক বিজেপি কর্মীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান । কিন্তু করোনায় মৃত হওয়ায় কেউ দেহ সৎকারে এগিয়ে আসেনি । মৃতের ছেলে তাঁর দলের নেতা কর্মীদের কাছে সাহায্য চান । কিন্তু বিজেপির পক্ষ থেকে কেউই এগিয়ে আসেনি বলে অভিযোগ । এই খবর কানে যেতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম । তিনি তাঁর কর্মীদের নিয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে হাজির হন । এরপর ওই ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন, টেস্ট বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা, করোনায় আশার আলো

বিজেপি কর্মী তথা ওই ব্যক্তির ছেলে বলেন, 'যেভাবে তার চরম অসময়ে তৃণমূল নেতা পাশে দাঁড়িয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ থাকবেন ।' যদিও লালু হেমব্রম জানান, মানুষের পাশে দাঁড়ানো তাঁর দায়িত্বের মধ্যে পড়ে । সেই দায়িত্ব পালন করতে পেরে তিনি খুশি ।

জামালপুর, 29 মে : জামালপুরে বিজেপি কর্মীর বাবার করোনায় মৃত্যু হয় গতকাল । কিন্তু অভিযোগ করোনায় মৃত হওয়ায় ওই ব্যক্তির দেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেনি । শেষে পঞ্চায়েত প্রধানের কানে ঘটনাটি যেতেই তিনি নিজে উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন । করা হয় দেহ সৎকার । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকার ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচড়া পঞ্চায়েতের হাবাসপুর এলাকার এক বিজেপি কর্মীর বাবা করোনায় আক্রান্ত হয়ে মারা যান । কিন্তু করোনায় মৃত হওয়ায় কেউ দেহ সৎকারে এগিয়ে আসেনি । মৃতের ছেলে তাঁর দলের নেতা কর্মীদের কাছে সাহায্য চান । কিন্তু বিজেপির পক্ষ থেকে কেউই এগিয়ে আসেনি বলে অভিযোগ । এই খবর কানে যেতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম । তিনি তাঁর কর্মীদের নিয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে হাজির হন । এরপর ওই ব্যক্তির দেহ সৎকারের ব্যবস্থা করা হয় ।

আরও পড়ুন, টেস্ট বাড়লেও কমল আক্রান্তের সংখ্যা, করোনায় আশার আলো

বিজেপি কর্মী তথা ওই ব্যক্তির ছেলে বলেন, 'যেভাবে তার চরম অসময়ে তৃণমূল নেতা পাশে দাঁড়িয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ থাকবেন ।' যদিও লালু হেমব্রম জানান, মানুষের পাশে দাঁড়ানো তাঁর দায়িত্বের মধ্যে পড়ে । সেই দায়িত্ব পালন করতে পেরে তিনি খুশি ।

Last Updated : May 29, 2021, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.