ভাতার, 16 জুন : টানা বৃষ্টিতে ভেঙে গেল ভাতার থানা এলাকার একটি অস্থায়ী ব্রিজ । ফলে বন্ধ হয়ে গেল ভাতার-কামারপাড়া রোডের যান চলাচল । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ । ব্রিজ পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতার-কামারপাড়া রোডে নারায়ণপুর সংলগ্ন এলাকায় কাঁদরে অঞ্চলে একটি পুরোনো ব্রিজ সংস্কার শুরু করেছে পূর্ত দফতর । ফলে ওই রাস্তায় যান চলাচলের জন্য একটি পাইপের ব্যবহারে অস্থায়ী ব্রিজ তৈরি করা হয় । কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির জেরে জল জমে এলাকা প্লাবিত হয় । এর ফলেই অস্থায়ী ব্রিজের একাংশ ভেঙে পড়ে । বন্ধ হয়ে যায় ভাতার-কামারপাড়া রোডের যান চলাচল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ । ব্রিজ পরিদর্শনে আসেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী ।
আরও পড়ুন: বাসন্তীতে ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন বিধায়ক শ্যামল মণ্ডলের
বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, "পূর্ত দফতরের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে । জলের স্রোত কমে গেলেই বৃহস্পতিবার থেকে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতের কাজ শুরু করা হবে ।"