ETV Bharat / state

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। নাম বাপ্পা চক্রবর্তী ।

teenager drowned
গঙ্গায় তলিয়ে গেল কিশোর
author img

By

Published : Aug 10, 2020, 10:59 PM IST

পূর্বস্থলী, 10 অগাস্ট : শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর । নাম বাপ্পা চক্রবর্তী । বাড়ি কাটোয়ার কলেজ পাড়া এলাকায়।


সোমবার কাটোয়া কলেজপাড়া এলাকার ছয় বন্ধু মিলে পূর্বস্থলীর জামালপুরের বাবা বুড়োরাজ শিবের মাথায় জল ঢালার জন্য বের হয়। তার আগে তারা পাটুলির গঙ্গায় স্নান সেরে ঘটে জল ভরার জন্য যায়।

ছয় বন্ধু গঙ্গায় স্নান করতে নামতেই বাপ্পা নামে এক যুবক তলিয়ে যায় । বাকি পাঁচ বন্ধু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। নিমেষে তলিয়ে যায় সে । খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে আসে পূর্বস্থলী থানার পুলিশ । আসে বিপর্যয় মোকাবিলার দল । কিন্তু ওই কিশোরের খোঁজ মেলেনি।

পূর্বস্থলী, 10 অগাস্ট : শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর । নাম বাপ্পা চক্রবর্তী । বাড়ি কাটোয়ার কলেজ পাড়া এলাকায়।


সোমবার কাটোয়া কলেজপাড়া এলাকার ছয় বন্ধু মিলে পূর্বস্থলীর জামালপুরের বাবা বুড়োরাজ শিবের মাথায় জল ঢালার জন্য বের হয়। তার আগে তারা পাটুলির গঙ্গায় স্নান সেরে ঘটে জল ভরার জন্য যায়।

ছয় বন্ধু গঙ্গায় স্নান করতে নামতেই বাপ্পা নামে এক যুবক তলিয়ে যায় । বাকি পাঁচ বন্ধু চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। নিমেষে তলিয়ে যায় সে । খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে আসে পূর্বস্থলী থানার পুলিশ । আসে বিপর্যয় মোকাবিলার দল । কিন্তু ওই কিশোরের খোঁজ মেলেনি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.