ETV Bharat / state

Subhas Sarkar: 'বন্দে ভারতের জন্য ওঁর গর্ব করা উচিত !' মমতার সমালোচনায় সরব সুভাষ - সুভাষ সরকার

বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে তুঙ্গে রাজনীতি ৷ বৃহস্পতিবারই এই ট্রেন নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বদলে তাঁরও সমালোচনা করলেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) ৷

Subhas Sarkar slams Mamata Banerjee for her comment on Vande Bharat Express
মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব সুভাষ সরকার ৷
author img

By

Published : Jan 5, 2023, 5:50 PM IST

ক্ষুব্ধ সুভাষ সরকার ৷

দুর্গাপুর, 5 জানুয়ারি: "একজন মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না !" বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কটাক্ষের জবাবে একথা বললেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) ৷ বৃহস্পতিবার সাগর থেকে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ সেখানেই বন্দে ভারতে ঢিল ছোড়া-সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রের সমালোচনায় সরব হন মমতা ৷ এমনকী, বন্দে ভারত এক্সপ্রেসকে 'নতুন রং করা পুরনো ট্রেন' বলেও কটাক্ষ করেন তিনি ৷ তারই প্রেক্ষিতে দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেন সুভাষ ৷

এদিনই ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়, বন্দে ভারতে হামলার ঘটনা পশ্চিমবঙ্গে নয়, বিহারে ঘটেছে ৷ অথচ এর আগে পর্যন্ত এই ইস্যুতে বাংলার সরকার, শাসকদল এবং মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে প্রবল সমালোচনা করেছে গেরুয়াশিবির ৷ কিন্তু, রেলের তরফে হামলার সম্ভাব্য ভিডিয়ো প্রকাশ করার পরই শুরু হয় উলটো 'খেলা' ৷ বিজেপিকে তুলোধনা করে ধুনতে শুরু করেন তৃণমূলের নেতারা ৷ পালটা যুৎসই জবাব দেওয়ার চেষ্টা করেন বিজেপির নেতা, কর্মীরাও ৷

আরও পড়ুন: 'বাংলার বদনাম করতেই অপপ্রচার !' বন্দে ভারত ইস্যুতে সরব মমতা

এরই মধ্যে এদিন সাগর সফর শেষে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার আগে হেলিপ্যাডে দাঁড়িয়েই এই ইস্যুতে সরব হন তিনি ৷ সেই সময়ে বন্দে ভারত নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "বন্দে ভারত মানে নতুন কিছু নয় ৷ একটা পুরনো ট্রেনকে রং করে পাঠিয়ে দিয়েছে ! তাতে একটা নতুন ইঞ্জিন লাগিয়ে দিয়েছে ! এর আগে অনেক পুরনো ট্রেন বাংলা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ৷ আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে 100টি করে নতুন ট্রেন দিতাম ৷ অথচ, এই 11 বছরে বন্দে ভারত ছাড়া একটিও নতুন ট্রেন দেওয়া হয়নি ৷"

স্বাভাবিকভাবেই বন্দে ভারত নিয়ে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ভালো চোখে দেখছে না গেরুয়াশিবির ৷ কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার এই প্রসঙ্গে বলেন, "একজন মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না ৷ বন্দে ভারত এক্সপ্রেস আমাদের দেশের উন্নয়নের প্রতীক, গতির প্রতীক ৷ বাংলা এমন একটি ট্রেন পেয়েছে ৷ এর জন্য তো মুখ্যমন্ত্রীর গর্ব করা উচিত ৷ কিন্তু, তার বদলে তিনি নেতিবাচক কথা বলছেন ৷"

ক্ষুব্ধ সুভাষ সরকার ৷

দুর্গাপুর, 5 জানুয়ারি: "একজন মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না !" বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কটাক্ষের জবাবে একথা বললেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) ৷ বৃহস্পতিবার সাগর থেকে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ সেখানেই বন্দে ভারতে ঢিল ছোড়া-সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রের সমালোচনায় সরব হন মমতা ৷ এমনকী, বন্দে ভারত এক্সপ্রেসকে 'নতুন রং করা পুরনো ট্রেন' বলেও কটাক্ষ করেন তিনি ৷ তারই প্রেক্ষিতে দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেন সুভাষ ৷

এদিনই ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়, বন্দে ভারতে হামলার ঘটনা পশ্চিমবঙ্গে নয়, বিহারে ঘটেছে ৷ অথচ এর আগে পর্যন্ত এই ইস্যুতে বাংলার সরকার, শাসকদল এবং মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে প্রবল সমালোচনা করেছে গেরুয়াশিবির ৷ কিন্তু, রেলের তরফে হামলার সম্ভাব্য ভিডিয়ো প্রকাশ করার পরই শুরু হয় উলটো 'খেলা' ৷ বিজেপিকে তুলোধনা করে ধুনতে শুরু করেন তৃণমূলের নেতারা ৷ পালটা যুৎসই জবাব দেওয়ার চেষ্টা করেন বিজেপির নেতা, কর্মীরাও ৷

আরও পড়ুন: 'বাংলার বদনাম করতেই অপপ্রচার !' বন্দে ভারত ইস্যুতে সরব মমতা

এরই মধ্যে এদিন সাগর সফর শেষে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার আগে হেলিপ্যাডে দাঁড়িয়েই এই ইস্যুতে সরব হন তিনি ৷ সেই সময়ে বন্দে ভারত নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "বন্দে ভারত মানে নতুন কিছু নয় ৷ একটা পুরনো ট্রেনকে রং করে পাঠিয়ে দিয়েছে ! তাতে একটা নতুন ইঞ্জিন লাগিয়ে দিয়েছে ! এর আগে অনেক পুরনো ট্রেন বাংলা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে ৷ আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে 100টি করে নতুন ট্রেন দিতাম ৷ অথচ, এই 11 বছরে বন্দে ভারত ছাড়া একটিও নতুন ট্রেন দেওয়া হয়নি ৷"

স্বাভাবিকভাবেই বন্দে ভারত নিয়ে মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ভালো চোখে দেখছে না গেরুয়াশিবির ৷ কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার এই প্রসঙ্গে বলেন, "একজন মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না ৷ বন্দে ভারত এক্সপ্রেস আমাদের দেশের উন্নয়নের প্রতীক, গতির প্রতীক ৷ বাংলা এমন একটি ট্রেন পেয়েছে ৷ এর জন্য তো মুখ্যমন্ত্রীর গর্ব করা উচিত ৷ কিন্তু, তার বদলে তিনি নেতিবাচক কথা বলছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.