পূর্বস্থলী, 9 অগাস্ট : প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলায় যুবককে খুনের অভিযোগ উঠল আব্বার বিরুদ্ধে । বর্ধমানের পূর্বস্থলীর হামিদপুরের ঘটনা ।
সেখানকার বাসিন্দা শেখ আলিমুদ্দিন পেশায় রাজমিস্ত্রি । কাজ করতেন কেরালায় । মাসখানেক আগে তিনি বাড়ি ফিরেছিলেন । সেখানে ফেরার পর প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলতেন । ছেলের এই আচরণ পছন্দ করতেন না তাঁর আব্বা শেখ আবদুল খালেক ।
ছেলেকে প্রেমিকার সঙ্গে কথা বলতে বারণ করেছিলেন আবদুল । বলেছিলেন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে । বাবার কথা শোনেননি আলিমুদ্দিন । প্রেমিকার সঙ্গে সম্পর্কও রেখেছিলেন । আর ছেলে কথা না শোনায় রেগে যান তিনি । তাঁর কথা না শুনলে পরিণতি খারাপ হবে বলে হঁশিয়ারিও দিয়েছিলেন । কিন্তু তাতেও কাজ হয়নি ।
এই নিয়ে মাসখানেক ধরে আব্বা ও ছেলের মধ্যে রোজই বচসা লেগে থাকত । শনিবার তা চরমে ওঠে । বচসার সময় হঠাৎ ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দেয় শেখ আবদুল । ছেলেকে বাঁচাতে এসে জখম হন আলিমুদ্দিনের আম্মা-ও ।
ঘটনাস্থানেই মৃত্যু হয় আলিমুদ্দিনের । পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থান থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে । ঘটনার পর থেকেই শেখ আবদুল খালেক পলাতক ।