ETV Bharat / state

দলীয় পতাকা তোলা নিয়ে তৃণমূল - BJP সংঘর্ষ , আটক 7 - bjp

বর্ধমানের বাবুবাগপুরে দুপুরে BJP কর্মীদের উপর হামলা । প্রতিবাদে থানা ঘেরাও স্থানীয়দের । বিকেলে ফের উত্তেজনা এলাকায় । আটক সাত ।

ঘটনাস্থানে পুলিশ
author img

By

Published : Jun 5, 2019, 2:01 PM IST

বর্ধমান, 5 জুন : দলীয় পতাকা তোলার সময় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতে । অন্যদিকে দোকানে আগুন দেওয়ার পালটা অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে । ঘটনায় সাতজনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ ।

মঙ্গলবার দুপুরে বাবুরবাগের নার্স কোয়ার্টার মোড় এলাকায় BJP-র কর্মীরা দলীয় পতাকা তুলে লাড্ডু বিলি করছিল । অভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের পতাকা তুলতে বাধা দেয় । শুরু করে মারধর । ছিঁড়ে ফেলে দেওয়া হয় BJP-র পতাকা । কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

বিকেলে ওই এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হলে ফের উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । নামানো হয় ব়্যাফ ।

ঘটনায় আক্রান্ত মীরা রায় বলেন, "আমি তৃণমূল কর্মী । অথচ আমাকে এসে বলে আমার বড় ছেলে না কি BJP করছে । তারপর বাড়িতে ভাঙচুর চালায় । আমার অসুস্থ ছেলেকে মারধর করেছে । আমার 12 বছরের নাতনিকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে ।"

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, এই ঘটনার পিছনে BJP রয়েছে ।

বর্ধমান, 5 জুন : দলীয় পতাকা তোলার সময় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতে । অন্যদিকে দোকানে আগুন দেওয়ার পালটা অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে । ঘটনায় সাতজনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ ।

মঙ্গলবার দুপুরে বাবুরবাগের নার্স কোয়ার্টার মোড় এলাকায় BJP-র কর্মীরা দলীয় পতাকা তুলে লাড্ডু বিলি করছিল । অভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের পতাকা তুলতে বাধা দেয় । শুরু করে মারধর । ছিঁড়ে ফেলে দেওয়া হয় BJP-র পতাকা । কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।

বিকেলে ওই এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হলে ফের উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । নামানো হয় ব়্যাফ ।

ঘটনায় আক্রান্ত মীরা রায় বলেন, "আমি তৃণমূল কর্মী । অথচ আমাকে এসে বলে আমার বড় ছেলে না কি BJP করছে । তারপর বাড়িতে ভাঙচুর চালায় । আমার অসুস্থ ছেলেকে মারধর করেছে । আমার 12 বছরের নাতনিকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে ।"

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, এই ঘটনার পিছনে BJP রয়েছে ।

Intro:বিজেপির দলীয় পতাকা তোলাকে কেন্দ্র করে গন্ডগোল, বাড়ি ভাঙচুর দোকানে আগুন , উত্তেজনা বর্ধমানে
সন্তোষ দাস, বর্ধমান

বিজেপির দলীয় পতাকা তোলার সময় বিজেপি কর্মীদের উপরে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। একটা দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার জেরে বর্ধমা শহরের বাবুরবাগের নার্স কোয়ার্টার মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দমকলের একটা ইঞ্জিন আগুন নেভায়। খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশ সাত জনকে আটক করেছে।
Body:স্থায়ীয় সূত্রে জানা গেছে এদিন দুপুর নাগাদ নার্স কোয়ার্টার মোড় এলাকায় বিজেপি কর্মীরা দলীয় পতাকা তুলে লাড্ডু বিলি করছিলে। সেই সময় স্থায়ীয় তৃণমূলের কর্মীরা তাদের পতাকা তুলতে বাধা দিয়ে মারধর করতে শুরু করে। ছিঁড়ে ফেলে দেওয়া হয় বিজেপির পতাকা। স্থানীয় বেশ কয়েকটি বাড়িতেও চড়াও হয়ে ভাঙচুর করা হয়। প্রতিবাদে বর্ধমান থানায় গিয়ে স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাতে শুরু করে। স্থানীয়রা দাবি জানাতে থাকে অভিযুক্ত তৃণমূল কর্মীদের গ্রেফতার করতে হবে। গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ থানা ঘেরাওয়ের পরে বাসিন্দারা নিজেদের এলাকায় ফিরে যায়। এরপরেই ওই এলাকায় একটা দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটলে নতুন করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় র্যায়ফ।
Conclusion:বিজেপি কর্মীদের অভিযোগ, এদিন তারা স্থায়ীয় এলাকায় বিজেপির পতাকা টাঙানোর পরে লাড্ডু বিলি করছিলে। সেই সময় তৃণমূলের কর্মীরা তাদের এসে মারধর করতে থাকে। তাদের বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর করে। প্রতিবাদে তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ জানিয়েছে একটা গন্ডগোলের ঘটনা ঘটায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । সাত জনকে পুলিশ আটক করেছে। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.