বর্ধমান, 5 জুন : দলীয় পতাকা তোলার সময় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ভাঙচুর চালানো হয় কয়েকটি বাড়িতে । অন্যদিকে দোকানে আগুন দেওয়ার পালটা অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে । ঘটনায় সাতজনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ ।
মঙ্গলবার দুপুরে বাবুরবাগের নার্স কোয়ার্টার মোড় এলাকায় BJP-র কর্মীরা দলীয় পতাকা তুলে লাড্ডু বিলি করছিল । অভিযোগ, সেইসময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের পতাকা তুলতে বাধা দেয় । শুরু করে মারধর । ছিঁড়ে ফেলে দেওয়া হয় BJP-র পতাকা । কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয় বলেও অভিযোগ । অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।
বিকেলে ওই এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হলে ফের উত্তেজনা ছড়ায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ । নামানো হয় ব়্যাফ ।
ঘটনায় আক্রান্ত মীরা রায় বলেন, "আমি তৃণমূল কর্মী । অথচ আমাকে এসে বলে আমার বড় ছেলে না কি BJP করছে । তারপর বাড়িতে ভাঙচুর চালায় । আমার অসুস্থ ছেলেকে মারধর করেছে । আমার 12 বছরের নাতনিকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে ।"
অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তাদের পালটা অভিযোগ, এই ঘটনার পিছনে BJP রয়েছে ।