ETV Bharat / state

সিল করা হল এলাকা, ড্রোন দিয়ে নজরদারি বর্ধমানে - কোভিড 19 আপডেট

রাজ কলেজ সংলগ্ন এলাকা থেকে GT রোডের কলেজ মোড় পর্যন্ত সমস্ত এলাকায় দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড ।

COVID 19
লকডাউন
author img

By

Published : May 6, 2020, 1:56 PM IST

বর্ধমান, 6 মে : সিল করা হল বর্ধমানের সুভাষপল্লী এলাকা । রাজ কলেজ সংলগ্ন এলাকা থেকে GT রোডের কলেজ মোড় পর্যন্ত সমস্ত এলাকায় দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড । এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । ড্রোনের সাহায্যে এলাকায় পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে পুলিশ ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাই ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে । ধারাবাহিকভাবে এই নজরদারি চালানো হবে । এলাকার বাসিন্দাদের প্রয়োজনে যে কোনও জিনিস পুলিশ তাদের পৌঁছে দেবে । তারা যাতে কোনওভাবে বাইরে না বেরোয় সেই নির্দেশ দেওয়া হয়েছে ।"

বর্ধমান, 6 মে : সিল করা হল বর্ধমানের সুভাষপল্লী এলাকা । রাজ কলেজ সংলগ্ন এলাকা থেকে GT রোডের কলেজ মোড় পর্যন্ত সমস্ত এলাকায় দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড । এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে যান পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় । ড্রোনের সাহায্যে এলাকায় পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে পুলিশ ।

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় এক মহিলা কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাই ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ।

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, "এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হচ্ছে । ধারাবাহিকভাবে এই নজরদারি চালানো হবে । এলাকার বাসিন্দাদের প্রয়োজনে যে কোনও জিনিস পুলিশ তাদের পৌঁছে দেবে । তারা যাতে কোনওভাবে বাইরে না বেরোয় সেই নির্দেশ দেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.