কালনা, 22 জুলাই: স্কুলে ছাত্রছাত্রীদের লক্ষ্য করে প্রায় দিনই ছোড়া হয় ঢিল, শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে করা হয় কটূক্তি । অভিযোগ, একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিরুদ্ধে । পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে স্কুলে যেতেই ভয় পাচ্ছেন পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা ৷ অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসন ও জেলা শিক্ষা দফতরে জানিয়েও কোন ফল মেলেনি ৷ তাই বাধ্য স্কুলে তালা ঝুলিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা । ছোট ছোট ছাত্রছাত্রীরাও এই অবরোধে সামিল হয় । ঘটনা পূর্ব বর্ধমান জেলার কালনার ঝড়ুবাটী নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের ।
জানা গিয়েছে, কালনা শহর লাগোয়া ঝড়ুবাটী নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলে । ওই স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা 125 জন । ওই স্কুল লাগোয়া একটা বাড়ি আছে, সেই বাড়িতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি থাকেন । অভিযোগ, ওই ব্যক্তি প্রায় দিনই বাড়ির ছাদে উঠে স্কুল লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন । স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন । ফলে ভয়ে ভয়ে থাকে ছাত্রছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা প্রত্যেকেই ।
আরও পড়ুন: বনগাঁ সীমান্ত থেকে 21 কোটি টাকার সোনা উদ্ধার বিএসএফ-এর
অভিভাবকদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও জেলা শিক্ষা দফতরকে জানানো হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ প্রতিবাদে, শুক্রবার স্কুল খোলার পরে অভিভাবকেরা তালা ঝুলিয়ে দেন ওই স্কুলে । তাদের দাবি, অবিলম্বে ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দিতে হবে এবং স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা দিতে হবে । কালনার বৈঁচি রোডও অবরোধ করেন বিক্ষোভকারীরা ৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ ৷ তারা নিরাপত্তার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।
এই প্রসঙ্গে বিজয় পাল নামে এক অভিভাবক বলেন, "স্কুল লাগোয়া একটা বাড়িতে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি আছেন । তিনি প্রায় দিনই স্কুল লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন । ফলে আমরা ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি । এছাড়াও স্কুলের শিক্ষিকাদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয় । এই স্কুলের কোনও নিরাপত্তা নেই । সেই কারণে আমরা আজ স্কুল বন্ধ করে দিয়েছি ।"
স্কুলের টিচার ইনচার্জ শান্তনু মুখোপাধ্যায় বলেন, "স্কুল লাগোয়া ওই বাড়ি থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি যেভাবে ইট-পাটকেল ছোড়েন তাতে যেকোনও দিন স্কুলের ছাত্রছাত্রীরা আহত হতে পারে । স্কুলের গেটের সামনে এসে ওই ব্যক্তি শিক্ষক-শিক্ষিকাদের গালিগালাজ করেন ৷ এর প্রতিবাদে এদিন অভিভাবকরা স্কুল বন্ধ করে দেন ৷"