ETV Bharat / state

সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ফিরেছিলেন, বর্ধমানে কোরোনা আক্রান্ত আরও এক

মধ্যপ্রদেশে শ্রমিকের কাজ করতেন যুবক । সম্প্রতি বাড়ি ফিরেছিলেন । আজ রিপোর্টে এলে দেখা যায়, কোরোনা আক্রান্ত তিনি ।

ছবি
ছবি
author img

By

Published : May 25, 2020, 5:27 PM IST

বর্ধমান, 25 মে : নতুন করে বর্ধমান শহরে কোরোনায় আক্রান্ত আরও এক । জেলা প্রশাসনের তরফে জানা গেছে, দিন কয়েক আগে মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরেছিলেন এই যুবক । পরে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ।

স্থানীয়দের তরফে জানা গেছে, বর্ধমানের সদরঘাট এলাকার এই যুবক মধ্যপ্রদেশে শ্রমিকের কাজ করতেন। দিন কয়েক আগেই সেখান থেকে বাড়ি ফিরেছেন। ফেরার পর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এবং লালারস সংগ্রহ করা হয় । হাসপাতালের তরফে 14 দিনের জন্য ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। সেই মতো যুবক বাড়িতেই ছিলেন। আজ রিপোর্ট এলে দেখা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । বর্তমানে তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

সদরঘাটের ওই এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । 21 দিনের জন্য ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বর্ধমান, 25 মে : নতুন করে বর্ধমান শহরে কোরোনায় আক্রান্ত আরও এক । জেলা প্রশাসনের তরফে জানা গেছে, দিন কয়েক আগে মধ্যপ্রদেশ থেকে বাড়ি ফিরেছিলেন এই যুবক । পরে তাঁর শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়ে ।

স্থানীয়দের তরফে জানা গেছে, বর্ধমানের সদরঘাট এলাকার এই যুবক মধ্যপ্রদেশে শ্রমিকের কাজ করতেন। দিন কয়েক আগেই সেখান থেকে বাড়ি ফিরেছেন। ফেরার পর বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এবং লালারস সংগ্রহ করা হয় । হাসপাতালের তরফে 14 দিনের জন্য ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়। সেই মতো যুবক বাড়িতেই ছিলেন। আজ রিপোর্ট এলে দেখা যায়, তিনি কোরোনা পজ়িটিভ । বর্তমানে তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।

সদরঘাটের ওই এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে । 21 দিনের জন্য ওই এলাকাকে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.